বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
ট্রলারে করে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন চট্টগ্রামের বাঁশখালীর ৩২ জেলে। কথা ছিল, হাসিমুখে মাছভর্তি ট্রলার নিয়ে ফিরে আসবেন। তাঁদের সঙ্গে উচ্ছ্বাসে মাতবেন স্বজনেরা। কিন্তু মাঝসাগরে ঘন কুয়াশায় দিক হারিয়ে ট্রলার নিয়ে ভারতের জলসীমায় ঢুকে পড়েন তাঁরা। অনুপ্রবেশের অভিযোগে ট্রলারসহ জেলেদের আটক করে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। এখন তাঁদের ফেরত পেতে কারও বৃদ্ধা মা, কারও স্ত্রী, কারও অবুঝ শিশু আহাজারি করছেন।
জানা গেছে, ৮ ফেব্রুয়ারি ৩২ জেলেসহ এফভি সোনার মদিনা নামের ফিশিং ট্রলারটি আটক করে ভারতের কোস্টগার্ড। এটি বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর এলাকার নুরুল আবছারের মালিকানাধীন ট্রলার। আটককৃতরা বর্তমানে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা ও নামখানা জেলহাজতে রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সোনার মদিনা ফিশিং ট্রলারের মালিক নুরুল আবছার জানান, তিনি ১৩ ফেব্রুয়ারি একটি ফোনকলের মাধ্যমে জানতে পারেন, তাঁর ট্রলারটি ৩২ জেলেসহ ভারতে আটক অবস্থায় রয়েছে। এরপর ১৬ ফেব্রুয়ারি তিনি বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করেন। তিনি জেলেসহ ট্রলার ফেরত পেতে সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ভারতে আটক হওয়া জেলেরা হলেন শীলকূপ ইউনিয়নের মনকিচর এলাকার শাহ আলম, মো. ছাবের, ছৈয়দুল আলম, হাবিবুর রহমান, কামাল হোসেন, জিয়াউর রহমান, দিদারুল আলম, জয়নাল আবেদিন, নুর হোসেন, আজগর হোসেন, আলী আহমদ, জাফর আহমদ, আকতার হোসেন, কবির হোসেন, আবুল হোসেন, নুরুল ইসলাম, জয়নাল উদ্দীন, মাহমুদুল ইসলাম, ওবাইদুল হক, মো. আবদুল্লাহ, শামসুল আলম, সাদ্দাম হোসেন, মো. ফারুক, মো. জোনাইদ, আবদুল আজিজ, আহমদ নুর, আরিফ উল্লাহ, হোসেন আহমদ, নুরুল আলম, জসীম উদ্দীন ও মো. ইয়াছিন।
শীলকূপের আমির হামজা বলেন, তাঁর ছেলে ইয়াছিনসহ ৩২ জেলে ভুলবশত ভারতের জলসীমায় ঢুকে গেছেন। তাঁরা দিন আনেন দিন খান। এই ছেলে ছাড়া পুরো পরিবার অসহায়। এঁদের ওপর নির্ভর করে পরিবারের সদস্যরা খেয়ে-পরে বেঁচে আছেন। দ্রুত তাঁদের ফেরত পেতে সরকারের উচ্চমহলের হস্তক্ষেপ দাবি করেন তিনি।
কথা বলার সময় বৃদ্ধা রাশেদা বেগম কান্না শুরু করেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর ছেলে ভুলে ভারতের জলসীমায় ঢুকেছে। এতে তাঁর কোনো দোষ ছিল না। তাঁর বুকের ধন ফিরে পেতে তিনি সরকারের সহযোগিতা চান।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দীন জানান, এ ব্যাপারে বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী আজকের পত্রিকাকে জানান, ভারতে আটক জেলেদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। পূর্ণাঙ্গ তালিকা হাতে পেলে তাঁদের ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
ট্রলারে করে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন চট্টগ্রামের বাঁশখালীর ৩২ জেলে। কথা ছিল, হাসিমুখে মাছভর্তি ট্রলার নিয়ে ফিরে আসবেন। তাঁদের সঙ্গে উচ্ছ্বাসে মাতবেন স্বজনেরা। কিন্তু মাঝসাগরে ঘন কুয়াশায় দিক হারিয়ে ট্রলার নিয়ে ভারতের জলসীমায় ঢুকে পড়েন তাঁরা। অনুপ্রবেশের অভিযোগে ট্রলারসহ জেলেদের আটক করে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। এখন তাঁদের ফেরত পেতে কারও বৃদ্ধা মা, কারও স্ত্রী, কারও অবুঝ শিশু আহাজারি করছেন।
জানা গেছে, ৮ ফেব্রুয়ারি ৩২ জেলেসহ এফভি সোনার মদিনা নামের ফিশিং ট্রলারটি আটক করে ভারতের কোস্টগার্ড। এটি বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর এলাকার নুরুল আবছারের মালিকানাধীন ট্রলার। আটককৃতরা বর্তমানে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা ও নামখানা জেলহাজতে রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সোনার মদিনা ফিশিং ট্রলারের মালিক নুরুল আবছার জানান, তিনি ১৩ ফেব্রুয়ারি একটি ফোনকলের মাধ্যমে জানতে পারেন, তাঁর ট্রলারটি ৩২ জেলেসহ ভারতে আটক অবস্থায় রয়েছে। এরপর ১৬ ফেব্রুয়ারি তিনি বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করেন। তিনি জেলেসহ ট্রলার ফেরত পেতে সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ভারতে আটক হওয়া জেলেরা হলেন শীলকূপ ইউনিয়নের মনকিচর এলাকার শাহ আলম, মো. ছাবের, ছৈয়দুল আলম, হাবিবুর রহমান, কামাল হোসেন, জিয়াউর রহমান, দিদারুল আলম, জয়নাল আবেদিন, নুর হোসেন, আজগর হোসেন, আলী আহমদ, জাফর আহমদ, আকতার হোসেন, কবির হোসেন, আবুল হোসেন, নুরুল ইসলাম, জয়নাল উদ্দীন, মাহমুদুল ইসলাম, ওবাইদুল হক, মো. আবদুল্লাহ, শামসুল আলম, সাদ্দাম হোসেন, মো. ফারুক, মো. জোনাইদ, আবদুল আজিজ, আহমদ নুর, আরিফ উল্লাহ, হোসেন আহমদ, নুরুল আলম, জসীম উদ্দীন ও মো. ইয়াছিন।
শীলকূপের আমির হামজা বলেন, তাঁর ছেলে ইয়াছিনসহ ৩২ জেলে ভুলবশত ভারতের জলসীমায় ঢুকে গেছেন। তাঁরা দিন আনেন দিন খান। এই ছেলে ছাড়া পুরো পরিবার অসহায়। এঁদের ওপর নির্ভর করে পরিবারের সদস্যরা খেয়ে-পরে বেঁচে আছেন। দ্রুত তাঁদের ফেরত পেতে সরকারের উচ্চমহলের হস্তক্ষেপ দাবি করেন তিনি।
কথা বলার সময় বৃদ্ধা রাশেদা বেগম কান্না শুরু করেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর ছেলে ভুলে ভারতের জলসীমায় ঢুকেছে। এতে তাঁর কোনো দোষ ছিল না। তাঁর বুকের ধন ফিরে পেতে তিনি সরকারের সহযোগিতা চান।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দীন জানান, এ ব্যাপারে বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী আজকের পত্রিকাকে জানান, ভারতে আটক জেলেদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। পূর্ণাঙ্গ তালিকা হাতে পেলে তাঁদের ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে