আজকের পত্রিকা ডেস্ক
সারা দেশে গতকাল বুধবার জেলহত্যা দিবস পালিত হয়েছে। সারা দেশের মতো গাজীপুর ও মানিকগঞ্জেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো খবর-
গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, একাত্তরের বঙ্গবন্ধু হত্যা এবং জেলাখানায় জাতীয় চার নেতার হত্যাকাণ্ড একই সুতায় বাঁধা।’
গতকাল বুধবার দুপুরে জেলা হত্যা দিবস উপলক্ষে গাজীপুর প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুরের পিপি অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল প্রমুখ।
শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসমূহের যৌথ আয়োজনে ওই অনুষ্ঠানে বিশেষ মোনাজাত করে তবারক বিতরণ করা হয়। পৌর শহরের শ্রীপুর ভবনে গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জামিল হাসান দূর্জয়। মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি আহসান উল্লাহর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক। মানিকগঞ্জ: গতকাল দুপুর ১২টায় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবিএম হেলাল উদ্দিন আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
দৌলতপুর (মানিকগঞ্জ) : দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টায় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক দিলীপ ফৌজদার, দৌলতপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন প্রমুখ।
হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল বেলা ১১টায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু সভাপতিত্ব করেন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুর রহমান মহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঘিওর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের ঘিওরে বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় জাতীয় চার নেতার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. সালাউদ্দিন সজল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. বাবুল বেপারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুল ইসলাম শহীদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. নাহিদ খান সুমন ও সিংজুরী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আজমতউল্লাহ আজম প্রমুখ।
সারা দেশে গতকাল বুধবার জেলহত্যা দিবস পালিত হয়েছে। সারা দেশের মতো গাজীপুর ও মানিকগঞ্জেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো খবর-
গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, একাত্তরের বঙ্গবন্ধু হত্যা এবং জেলাখানায় জাতীয় চার নেতার হত্যাকাণ্ড একই সুতায় বাঁধা।’
গতকাল বুধবার দুপুরে জেলা হত্যা দিবস উপলক্ষে গাজীপুর প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুরের পিপি অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল প্রমুখ।
শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসমূহের যৌথ আয়োজনে ওই অনুষ্ঠানে বিশেষ মোনাজাত করে তবারক বিতরণ করা হয়। পৌর শহরের শ্রীপুর ভবনে গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জামিল হাসান দূর্জয়। মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি আহসান উল্লাহর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক। মানিকগঞ্জ: গতকাল দুপুর ১২টায় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবিএম হেলাল উদ্দিন আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
দৌলতপুর (মানিকগঞ্জ) : দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টায় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক দিলীপ ফৌজদার, দৌলতপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন প্রমুখ।
হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল বেলা ১১টায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু সভাপতিত্ব করেন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুর রহমান মহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঘিওর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের ঘিওরে বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় জাতীয় চার নেতার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. সালাউদ্দিন সজল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. বাবুল বেপারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুল ইসলাম শহীদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. নাহিদ খান সুমন ও সিংজুরী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আজমতউল্লাহ আজম প্রমুখ।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৬ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১০ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১০ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১০ দিন আগে