ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রাজধানী ঢাকার রামপুরায় বাস চাপায় নিহত স্কুলছাত্র মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের (১৭) নানা বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার হালুয়া পাড়া গ্রামে। যে বাড়িতে গতকাল মঙ্গলবার হওয়ার কথা ছিল ইউপি নির্বাচনে বিজয়ী খালাতো বোনের জয়োৎসব; আর সেই বাড়িতে চলছে শোকের মাতম। যে সন্ধ্যায় উৎসবের রং থাকত এখন সেই সন্ধ্যায় হয়ে গেছে কঠিন বেদনার। বোনের বিজয়োৎসবে ভাই ফিরেছেন ঠিকই; কিন্তু নিথর দেহে।
গতকাল দুপুরে তাঁর নানা বাড়িতে গিয়ে দেখা গেছে, প্রিয় মুখখানা এক নজরে দেখার জন্য সব আত্মীয়স্বজন বাড়ির সামনে বসে আছেন। অনেকেই হাউ মাউ করে কেঁদে উঠছেন। তার অকাল মৃত্যু কোন ভাবেই মেনে নিতে পারছে না পরিবারের লোকজন।
নিহতের পরিবার জানায়, তিন ভাই বোনের মধ্যে দুর্জয় ছিল সবার ছোট। তার বড় ভাই মনির ঢাকাতে প্রাইভেট গাড়ি চালায়। বড় বোন ঝুমা আক্তারের বিয়ে হয়ে গেছে। খালাতো বোন আমোদা বেগম গত রোববার সরাইল সদর ইউপি নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার সরাইলে নানাবাড়ি এসে বোনের বিজয় উপলক্ষে আনন্দ আয়োজনে শামিল হওয়ার কথা ছিল এসএসসি পরীক্ষার্থী মাঈন উদ্দিন ইসলাম দুর্জয়ের (১৭)। কিন্তু আনন্দের বদলে স্বজনদের জন্য বিষাদের পাহাড় নিয়ে বাড়ি আসছেন দুর্জয়।
নিহতের খালাতো ভাই খুরেশদ আলম বলেন, তাঁর গ্রামের উপজেলার পানিশ্বর গ্রামে। বাবা আব্দুর রহমান প্রায় ২০ বছর আগে ভিটা বাড়ি বিক্রি করে পরিবার নিয়ে ঢাকায় চলে যান। সেখানে একটি চায়ের স্টল দিয়ে ছেলেমেয়েদের পড়ালেখা ও সংসার চালাতেন। মাঝে মধ্যে ছেলে সন্তানদের নিয়ে তার নানা বাড়িতে বেড়াতে আসত।
নিহতের খালা আফিয়া বেগম বলেন, সম্প্রতি দুর্জয়ের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। সে বলেছিল নানা বাড়িতে বেড়াতে আসবে। এখন ফিরবে নিথর দেহ নিয়ে। তার বাবা অনেক কষ্টের মধ্যেও তার পড়ালেখা বন্ধ করে নি। সে ছাত্র হিসেবে অনেক মেধাবী ছিল। পড়া লেখার পাশাপাশি বাবাকেও কাজে সাহায্য করতেন।
নিহতের ভাবি শারমিন আক্তার বলেন, ‘দুর্জয় সব সময় আমার ছোট বাচ্চার সঙ্গে খেলা ধুলা করত। এখন সে আর আসবে না। ভাবতেই আমার বুকটা ফেটে যাচ্ছে।’
উল্লেখ্য, গত সোমবার রাত পৌনে ১১টার দিকে ঢাকার রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় দুর্জয় নিহত হয়। সে রামপুরার একরামুন্নেছা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।
রাজধানী ঢাকার রামপুরায় বাস চাপায় নিহত স্কুলছাত্র মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের (১৭) নানা বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার হালুয়া পাড়া গ্রামে। যে বাড়িতে গতকাল মঙ্গলবার হওয়ার কথা ছিল ইউপি নির্বাচনে বিজয়ী খালাতো বোনের জয়োৎসব; আর সেই বাড়িতে চলছে শোকের মাতম। যে সন্ধ্যায় উৎসবের রং থাকত এখন সেই সন্ধ্যায় হয়ে গেছে কঠিন বেদনার। বোনের বিজয়োৎসবে ভাই ফিরেছেন ঠিকই; কিন্তু নিথর দেহে।
গতকাল দুপুরে তাঁর নানা বাড়িতে গিয়ে দেখা গেছে, প্রিয় মুখখানা এক নজরে দেখার জন্য সব আত্মীয়স্বজন বাড়ির সামনে বসে আছেন। অনেকেই হাউ মাউ করে কেঁদে উঠছেন। তার অকাল মৃত্যু কোন ভাবেই মেনে নিতে পারছে না পরিবারের লোকজন।
নিহতের পরিবার জানায়, তিন ভাই বোনের মধ্যে দুর্জয় ছিল সবার ছোট। তার বড় ভাই মনির ঢাকাতে প্রাইভেট গাড়ি চালায়। বড় বোন ঝুমা আক্তারের বিয়ে হয়ে গেছে। খালাতো বোন আমোদা বেগম গত রোববার সরাইল সদর ইউপি নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার সরাইলে নানাবাড়ি এসে বোনের বিজয় উপলক্ষে আনন্দ আয়োজনে শামিল হওয়ার কথা ছিল এসএসসি পরীক্ষার্থী মাঈন উদ্দিন ইসলাম দুর্জয়ের (১৭)। কিন্তু আনন্দের বদলে স্বজনদের জন্য বিষাদের পাহাড় নিয়ে বাড়ি আসছেন দুর্জয়।
নিহতের খালাতো ভাই খুরেশদ আলম বলেন, তাঁর গ্রামের উপজেলার পানিশ্বর গ্রামে। বাবা আব্দুর রহমান প্রায় ২০ বছর আগে ভিটা বাড়ি বিক্রি করে পরিবার নিয়ে ঢাকায় চলে যান। সেখানে একটি চায়ের স্টল দিয়ে ছেলেমেয়েদের পড়ালেখা ও সংসার চালাতেন। মাঝে মধ্যে ছেলে সন্তানদের নিয়ে তার নানা বাড়িতে বেড়াতে আসত।
নিহতের খালা আফিয়া বেগম বলেন, সম্প্রতি দুর্জয়ের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। সে বলেছিল নানা বাড়িতে বেড়াতে আসবে। এখন ফিরবে নিথর দেহ নিয়ে। তার বাবা অনেক কষ্টের মধ্যেও তার পড়ালেখা বন্ধ করে নি। সে ছাত্র হিসেবে অনেক মেধাবী ছিল। পড়া লেখার পাশাপাশি বাবাকেও কাজে সাহায্য করতেন।
নিহতের ভাবি শারমিন আক্তার বলেন, ‘দুর্জয় সব সময় আমার ছোট বাচ্চার সঙ্গে খেলা ধুলা করত। এখন সে আর আসবে না। ভাবতেই আমার বুকটা ফেটে যাচ্ছে।’
উল্লেখ্য, গত সোমবার রাত পৌনে ১১টার দিকে ঢাকার রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় দুর্জয় নিহত হয়। সে রামপুরার একরামুন্নেছা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে