গৌরনদী প্রতিনিধি
গৌরনদী উপজেলার বার্থীতে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় গতকাল শনিবার পাল্টাপাল্টি তিনটি অভিযোগ দায়ের করা হয়।
এ ঘটনায় বরিশালে চিকিৎসাধীন আজিজ ফকিরের শারীরিক অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন চারজনকে বরিশাল পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গৌরনদীর বার্থীতে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা পাল্টা হামলার ঘটনায় গৌরনদী থানায় পাল্টাপাল্টি তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বার্থী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য করিম লস্করের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। তিনি জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আল-আমিন (২৮), ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ফকির (২৬), শাহজাহান ফকির (৫৫), রিপন ব্যাপারী (৩৫) মোসলেম ব্যাপারীকে (৭০) প্রধান আসামি এ অভিযোগ করেন।
অপর দিকে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ফকিরের ভাই আনিস ফকির বাদী হয়ে আরেকটি অভিযোগ করেছেন। তিনি করিম লস্কর (৩৬), করিমের স্ত্রী রিনা বেগম (৩০), বড় ভাই আব্দুল কাদের লস্করকে (৪০) প্রধান আসামি করে এ অভিযোগ করেন।
এ ছাড়া বিএনপির সদস্য মকবুল হোসেন ব্যাপারীর স্ত্রী লাকি বেগম (৩২) বাদী হয়ে ১০ জনকে আসামি করে আরও একটি অভিযোগ করেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, শুক্রবার বার্থী এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শনিবার পৃথক তিনটি অভিযোগ করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আসামিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চলাচলের রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে গৌরনদী উপজেলার বার্থী এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে গত শুক্রবার দুপুরে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে তিনটি বসতঘর, একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় কমপক্ষে ১২ জন আহত হন। গুরুতর আহত ৮ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য আজিজ ফকিরকে ঢাকায় পাঠানো হয়।
গৌরনদী উপজেলার বার্থীতে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় গতকাল শনিবার পাল্টাপাল্টি তিনটি অভিযোগ দায়ের করা হয়।
এ ঘটনায় বরিশালে চিকিৎসাধীন আজিজ ফকিরের শারীরিক অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন চারজনকে বরিশাল পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গৌরনদীর বার্থীতে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা পাল্টা হামলার ঘটনায় গৌরনদী থানায় পাল্টাপাল্টি তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বার্থী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য করিম লস্করের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। তিনি জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আল-আমিন (২৮), ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ফকির (২৬), শাহজাহান ফকির (৫৫), রিপন ব্যাপারী (৩৫) মোসলেম ব্যাপারীকে (৭০) প্রধান আসামি এ অভিযোগ করেন।
অপর দিকে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ফকিরের ভাই আনিস ফকির বাদী হয়ে আরেকটি অভিযোগ করেছেন। তিনি করিম লস্কর (৩৬), করিমের স্ত্রী রিনা বেগম (৩০), বড় ভাই আব্দুল কাদের লস্করকে (৪০) প্রধান আসামি করে এ অভিযোগ করেন।
এ ছাড়া বিএনপির সদস্য মকবুল হোসেন ব্যাপারীর স্ত্রী লাকি বেগম (৩২) বাদী হয়ে ১০ জনকে আসামি করে আরও একটি অভিযোগ করেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, শুক্রবার বার্থী এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শনিবার পৃথক তিনটি অভিযোগ করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আসামিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চলাচলের রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে গৌরনদী উপজেলার বার্থী এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে গত শুক্রবার দুপুরে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে তিনটি বসতঘর, একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় কমপক্ষে ১২ জন আহত হন। গুরুতর আহত ৮ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য আজিজ ফকিরকে ঢাকায় পাঠানো হয়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে