মদন (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মদনে হারেছ মিয়া (৬০) নামে এক কৃষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার নায়েকপুর গ্রামের পল্লি চিকিৎসক শাহজাহান খানের বাড়িতে মারা যান তিনি। হারেছ মিয়া উপজেলার মাখনা গ্রামের মৃত পাতার আলীর ছেলে। ভুল চিকিৎসায় ওই কৃষকের মৃত্যু হয়েছে অভিযোগ উঠেছে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজের আমন খেতে কীটনাশক স্প্রে করতে হাওরে যান কৃষক হারেছ মিয়া। পরে সকালের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন তাঁকে নায়েকপুর গ্রামের পল্লি চিকিৎসক শাহজাহান খানের ফার্মেসিতে নিয়ে যান। সেখানে কৃষক হারেছ মিয়ার মুখে নল ঢুকিয়ে ওয়াশ করা চেষ্টা করেন পল্লি চিকিৎসক শাহজাহান খান।
এ সময় তাঁর পেটের ওপর পা দিয়ে একাধিকবার চাপ দিলে মুখ দিয়ে ভাত বের হয়। ভাতের সঙ্গে রক্ত বের হলে সেখানেই মারা যান হারেছ মিয়া। পরে পরিবারের লোকজন তাঁকে দ্রুত মদন হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শান্তুনু শাহা মৃত ঘোষণা করেন।
এ দিকে হারেছ মিয়ার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, শাহজাহান খান একজন পল্লি চিকিৎসক। কিন্তু তিনি নিজেকে মা ও শিশু বিশেষজ্ঞ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখছেন। তাঁর ‘ভুল চিকিৎসায়’ কৃষক হারেছ মিয়া মারা গেছেন। তাঁর বিরুদ্ধে এলাকায় ভুল চিকিৎসার অগণিত অভিযোগ রয়েছে বরে তাঁরা জানান।
নিহত কৃষক হারেছ মিয়ার স্ত্রী রওশন আক্তার বলেন, ‘আমার স্বামী ধান খেতে কীটনাশক দিতে সকালে হাওরে যায়। সেখান থেকে এসে ভাত খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে নিয়ে নায়েকপুর গ্রামের শাহজাহান ডাক্তারের কাছে গেলে মুখ দিয়ে নল ঢুকিয়ে ওয়াশ করা হয়। চিকিৎসক পেটের ওপর উঠে পা দিয়ে চাপ দিলে ভাত ও রক্ত বের হয় মুখ দিয়ে। তখন নাড়াচাড়া বন্ধ করে দিলে মদন হাসপাতালে নিয়ে আসি।’
মদন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শান্তুনু শাহা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই হারেছ মিয়া মারা যান। পুলিশ বিষয়টি দেখবে।
এ বিষয়ে পল্লি চিকিৎসক শাহজাহান খান বলেন, ‘হারেছ মিয়ার মুখ দিয়ে নল ঢুকিয়ে ওয়াশ করেছি। পেট ভর্তি ভাত থাকায় পুরোপুরি নল ঢোকানো সম্ভব হয়নি। পা দিয়ে পেটে চাপ দেওয়ায় মুখ দিয়ে ভাত ও রক্ত বের হয়ে আসে। পরে মারা গেলে বাড়িতে নিয়ে যেতে বলি।’
মদন থানার ওসি ফেরদৌস আলম বলেন, ‘হারেছ মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানে হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নেত্রকোনার মদনে হারেছ মিয়া (৬০) নামে এক কৃষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার নায়েকপুর গ্রামের পল্লি চিকিৎসক শাহজাহান খানের বাড়িতে মারা যান তিনি। হারেছ মিয়া উপজেলার মাখনা গ্রামের মৃত পাতার আলীর ছেলে। ভুল চিকিৎসায় ওই কৃষকের মৃত্যু হয়েছে অভিযোগ উঠেছে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজের আমন খেতে কীটনাশক স্প্রে করতে হাওরে যান কৃষক হারেছ মিয়া। পরে সকালের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন তাঁকে নায়েকপুর গ্রামের পল্লি চিকিৎসক শাহজাহান খানের ফার্মেসিতে নিয়ে যান। সেখানে কৃষক হারেছ মিয়ার মুখে নল ঢুকিয়ে ওয়াশ করা চেষ্টা করেন পল্লি চিকিৎসক শাহজাহান খান।
এ সময় তাঁর পেটের ওপর পা দিয়ে একাধিকবার চাপ দিলে মুখ দিয়ে ভাত বের হয়। ভাতের সঙ্গে রক্ত বের হলে সেখানেই মারা যান হারেছ মিয়া। পরে পরিবারের লোকজন তাঁকে দ্রুত মদন হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শান্তুনু শাহা মৃত ঘোষণা করেন।
এ দিকে হারেছ মিয়ার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, শাহজাহান খান একজন পল্লি চিকিৎসক। কিন্তু তিনি নিজেকে মা ও শিশু বিশেষজ্ঞ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখছেন। তাঁর ‘ভুল চিকিৎসায়’ কৃষক হারেছ মিয়া মারা গেছেন। তাঁর বিরুদ্ধে এলাকায় ভুল চিকিৎসার অগণিত অভিযোগ রয়েছে বরে তাঁরা জানান।
নিহত কৃষক হারেছ মিয়ার স্ত্রী রওশন আক্তার বলেন, ‘আমার স্বামী ধান খেতে কীটনাশক দিতে সকালে হাওরে যায়। সেখান থেকে এসে ভাত খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে নিয়ে নায়েকপুর গ্রামের শাহজাহান ডাক্তারের কাছে গেলে মুখ দিয়ে নল ঢুকিয়ে ওয়াশ করা হয়। চিকিৎসক পেটের ওপর উঠে পা দিয়ে চাপ দিলে ভাত ও রক্ত বের হয় মুখ দিয়ে। তখন নাড়াচাড়া বন্ধ করে দিলে মদন হাসপাতালে নিয়ে আসি।’
মদন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শান্তুনু শাহা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই হারেছ মিয়া মারা যান। পুলিশ বিষয়টি দেখবে।
এ বিষয়ে পল্লি চিকিৎসক শাহজাহান খান বলেন, ‘হারেছ মিয়ার মুখ দিয়ে নল ঢুকিয়ে ওয়াশ করেছি। পেট ভর্তি ভাত থাকায় পুরোপুরি নল ঢোকানো সম্ভব হয়নি। পা দিয়ে পেটে চাপ দেওয়ায় মুখ দিয়ে ভাত ও রক্ত বের হয়ে আসে। পরে মারা গেলে বাড়িতে নিয়ে যেতে বলি।’
মদন থানার ওসি ফেরদৌস আলম বলেন, ‘হারেছ মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানে হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে