তৈমূরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আইভীর

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২১, ০৪: ২১
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১১: ১৮

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে এবার স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর প্রধান নির্বাচনী এজেন্ট আদিনাথ বসু জেলা নির্বাচন অফিসে লিখিত অভিযোগ করেন। এর আগের দিন আইভীর বিরুদ্ধে একই অভিযোগ করেছিলেন তৈমূর।

অভিযোগে উল্লেখ করা হয়, তৈমূর আলম খন্দকার মিছিল সমাবেশ করে নগরীর বিভিন্ন জায়গায় ভোট প্রার্থনা করছেন। মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখছেন। তাঁর পক্ষে ভোট প্রার্থনা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। বিভিন্ন স্থানে তিনি সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন।

অভিযোগও আরও বলা হয়, তৈমূর আলম খন্দকার সোনালী ব্যাংক নারায়ণগঞ্জ শাখায় লেনদেন চলাকালীন দলবল নিয়ে ভোট প্রার্থনা এবং বক্তব্য দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছেন। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সঙ্গে সঙ্গে সরকারি ব্যাংকের নিরাপত্তার জন্য হুমকিও বটে।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি আদিনাথ বসু বলেন, ‘আমরা তৈমূর আলম খন্দকারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছি। জেলা নির্বাচন কমিশন আমাদের অভিযোগ গ্রহণ করেছেন।’

জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমান বলেন, ‘আমাদের কাছে অভিযোগ এসেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত