সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর ভাঙন রোধে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। গত বুধবার সকাল থেকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলসীখালী ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে ডাকেরহাটি গ্রামের ৬৫ মিটার এলাকায় ৬ হাজার ৪০০ জিও ব্যাগ ফেলার কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
জানা যায়, উপজেলার চিত্রকোট ইউনিয়নের ধলেশ্বরী নদীর পানির তীব্রতা বেড়ে যাওয়ায় তুলসীখালী ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে গোয়ালখালী ও ডাকেরহাটি গ্রামে ভাঙন দেখা দেয়। ভাঙনের শঙ্কায় রয়েছে ফসলি জমি, বসতবাড়ি ও দুটি ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি। এ ছাড়া গত বছর প্রায় ৫০টির বেশি ঘর নদীতে বিলীন হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, জরুরি ভিত্তিতে নদী রক্ষা বাঁধ প্রকল্পের আওতায় প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলার কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান সিমেক লিমিটেডের কাজ পায়।
চিত্রকোট ইউপির চেয়ারম্যান শামসুল হুদা বাবুল বলেন, ‘এই নদীভাঙন নিয়ে কয়েক বছর ধরেই আমি বিভিন্ন দপ্তরে জানিয়ে আসছি, কোনো কাজ হয়নি। অবশেষে ৬৫ মিটার এলাকায় ফেলা হচ্ছে জিও ব্যাগ। আমি সকাল (বুধবার) থেকে এই এলাকার মধ্যে রয়েছি। এটা অনেক কম হয়ে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ধারাবাহিকভাবে ভাঙন রোধে কাজ করতে হবে।’
ঠিকাদারি প্রতিষ্ঠান সিমেক লিমিটেডের প্রজেক্ট প্রকৌশলী রাশেদুজ্জামান শাওলিন বলেন, ‘আমরা আজ (বুধবার) থেকে কাজ শুরু করেছি, যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর বলেন, ‘ধলেশ্বরী নদী ভাঙনের বিষয়টি আমি জানি। আগের ইউএনও এটা নিয়ে কাজ করেছেন। আমি আসার পর চিত্রকোটের চেয়ারম্যান এবং আমি নিজে পানিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, এ বিষয়ে কথা বলেছি। অবশেষে কাজ শুরু করেছে, তবে পর্যায়ক্রমে বাকি কাজ করবেন তাঁরা।’
পানি উন্নয়ন বোর্ডের মুন্সিগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘জিও ব্যাগ ফেলার বিষয়টি আমরা গতবারও মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য আবেদন করেছিলাম। তবে এ বছরের শুরুতে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ৬৫ মিটার এলাকার জন্য অনুমোদন পেয়েছি। এ জন্য এখন কাজ করতে পারছি। ভাঙনের তীব্রতা বাড়লে আরও বেশি জায়গার জন্য আবেদন করা হবে।’
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর ভাঙন রোধে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। গত বুধবার সকাল থেকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলসীখালী ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে ডাকেরহাটি গ্রামের ৬৫ মিটার এলাকায় ৬ হাজার ৪০০ জিও ব্যাগ ফেলার কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
জানা যায়, উপজেলার চিত্রকোট ইউনিয়নের ধলেশ্বরী নদীর পানির তীব্রতা বেড়ে যাওয়ায় তুলসীখালী ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে গোয়ালখালী ও ডাকেরহাটি গ্রামে ভাঙন দেখা দেয়। ভাঙনের শঙ্কায় রয়েছে ফসলি জমি, বসতবাড়ি ও দুটি ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি। এ ছাড়া গত বছর প্রায় ৫০টির বেশি ঘর নদীতে বিলীন হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, জরুরি ভিত্তিতে নদী রক্ষা বাঁধ প্রকল্পের আওতায় প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলার কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান সিমেক লিমিটেডের কাজ পায়।
চিত্রকোট ইউপির চেয়ারম্যান শামসুল হুদা বাবুল বলেন, ‘এই নদীভাঙন নিয়ে কয়েক বছর ধরেই আমি বিভিন্ন দপ্তরে জানিয়ে আসছি, কোনো কাজ হয়নি। অবশেষে ৬৫ মিটার এলাকায় ফেলা হচ্ছে জিও ব্যাগ। আমি সকাল (বুধবার) থেকে এই এলাকার মধ্যে রয়েছি। এটা অনেক কম হয়ে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ধারাবাহিকভাবে ভাঙন রোধে কাজ করতে হবে।’
ঠিকাদারি প্রতিষ্ঠান সিমেক লিমিটেডের প্রজেক্ট প্রকৌশলী রাশেদুজ্জামান শাওলিন বলেন, ‘আমরা আজ (বুধবার) থেকে কাজ শুরু করেছি, যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর বলেন, ‘ধলেশ্বরী নদী ভাঙনের বিষয়টি আমি জানি। আগের ইউএনও এটা নিয়ে কাজ করেছেন। আমি আসার পর চিত্রকোটের চেয়ারম্যান এবং আমি নিজে পানিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, এ বিষয়ে কথা বলেছি। অবশেষে কাজ শুরু করেছে, তবে পর্যায়ক্রমে বাকি কাজ করবেন তাঁরা।’
পানি উন্নয়ন বোর্ডের মুন্সিগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘জিও ব্যাগ ফেলার বিষয়টি আমরা গতবারও মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য আবেদন করেছিলাম। তবে এ বছরের শুরুতে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ৬৫ মিটার এলাকার জন্য অনুমোদন পেয়েছি। এ জন্য এখন কাজ করতে পারছি। ভাঙনের তীব্রতা বাড়লে আরও বেশি জায়গার জন্য আবেদন করা হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে