ফ্যাক্টচেক ডেস্ক
ঘূর্ণিঝড় রিমালের কারণে গত রোববার (২৬ মে) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (গত ২৭ মে) সকাল ৬টা পর্যন্ত টানা ১২টা বন্ধ ছিল চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। টানেল বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানা তথ্য ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, টানেল ছিদ্র হয়ে পানি প্রবেশ করছে। এ কারণে রোববার বন্ধ করে দেওয়া হয়েছিল।
গতকাল সোমবার বিকেল সোয়া ৪টার দিকে মুহাম্মদ শাহজাহান নামের একটি অ্যাকাউন্ট থেকে ১ মিনিট ২১ সেকেন্ডের এমন একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি আজ মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ৮০০ শেয়ার হয়েছে, দেখা হয়েছে সাড়ে ৭২ হাজার বার।
ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
ভাইরাল ভিডিওটি রিভার্স ইমেজ অনুসন্ধানে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ‘China Ascent_ 2024’ নামের একটি অ্যাকাউন্টে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে হ্যাশট্যাগ দিয়ে ইংরেজিতে চীন, টানেল, হেভি রেইন, ডিজাস্টার লেখা রয়েছে।
এই সূত্রে পরবর্তী অনুসন্ধানে এনটিডিটিভি নামে একটি ওয়েবসাইটেও ভিডিওটি নিয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়। ওয়েবসাইটটির পরিচিতিতে দাবি করা হয়েছে, চায়নিজ টিভি নিউজ নেটওয়ার্ক হলো চীনের বৃহত্তম সংবাদমাধ্যম।
গতকাল সোমবার প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, চীনের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের শহর চংকিংয়ে অবস্থিত তুঝু টানেল ছিদ্র হয়ে পানি ঢুকছে। এই টানেল চালু হয়েছে তিন বছরেরও কম সময় আগে। এই প্রতিবেদনে ব্যবহৃত ভিডিওর সঙ্গেও ভাইরাল ভিডিওটির মিল রয়েছে।
এমন তথ্য প্রাপ্তির ভিত্তিতে ভাইরাল ভিডিওটির সঙ্গে চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেলের তুলনামূলক বিশ্লেষণ করা হয়। এতে ভাইরাল ভিডিওটির সঙ্গে বঙ্গবন্ধু টানেলের দেয়ালের নকশা ও রঙের পার্থক্য দেখা যায়।
এ ছাড়া দেশীয় কোনো সংবাদমাধ্যমেও ঘূর্ণিঝড় রিমালের কারণে বঙ্গবন্ধু টানেলে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। বরং একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে যান চলাচলের জন্য টানেলটি খুলে দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় রিমালের কারণে গত রোববার (২৬ মে) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (গত ২৭ মে) সকাল ৬টা পর্যন্ত টানা ১২টা বন্ধ ছিল চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। টানেল বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানা তথ্য ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, টানেল ছিদ্র হয়ে পানি প্রবেশ করছে। এ কারণে রোববার বন্ধ করে দেওয়া হয়েছিল।
গতকাল সোমবার বিকেল সোয়া ৪টার দিকে মুহাম্মদ শাহজাহান নামের একটি অ্যাকাউন্ট থেকে ১ মিনিট ২১ সেকেন্ডের এমন একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি আজ মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ৮০০ শেয়ার হয়েছে, দেখা হয়েছে সাড়ে ৭২ হাজার বার।
ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
ভাইরাল ভিডিওটি রিভার্স ইমেজ অনুসন্ধানে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ‘China Ascent_ 2024’ নামের একটি অ্যাকাউন্টে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে হ্যাশট্যাগ দিয়ে ইংরেজিতে চীন, টানেল, হেভি রেইন, ডিজাস্টার লেখা রয়েছে।
এই সূত্রে পরবর্তী অনুসন্ধানে এনটিডিটিভি নামে একটি ওয়েবসাইটেও ভিডিওটি নিয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়। ওয়েবসাইটটির পরিচিতিতে দাবি করা হয়েছে, চায়নিজ টিভি নিউজ নেটওয়ার্ক হলো চীনের বৃহত্তম সংবাদমাধ্যম।
গতকাল সোমবার প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, চীনের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের শহর চংকিংয়ে অবস্থিত তুঝু টানেল ছিদ্র হয়ে পানি ঢুকছে। এই টানেল চালু হয়েছে তিন বছরেরও কম সময় আগে। এই প্রতিবেদনে ব্যবহৃত ভিডিওর সঙ্গেও ভাইরাল ভিডিওটির মিল রয়েছে।
এমন তথ্য প্রাপ্তির ভিত্তিতে ভাইরাল ভিডিওটির সঙ্গে চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেলের তুলনামূলক বিশ্লেষণ করা হয়। এতে ভাইরাল ভিডিওটির সঙ্গে বঙ্গবন্ধু টানেলের দেয়ালের নকশা ও রঙের পার্থক্য দেখা যায়।
এ ছাড়া দেশীয় কোনো সংবাদমাধ্যমেও ঘূর্ণিঝড় রিমালের কারণে বঙ্গবন্ধু টানেলে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। বরং একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে যান চলাচলের জন্য টানেলটি খুলে দেওয়া হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ড প্রচার করা হয়েছে। তাতে হাসিনাকে কথা বলতে শোনা যায়, গুলি খাওয়ার পর আবু সাঈদকে চার–পাঁচ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল।
৪ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকও। সম্প্রতি সারজিস শিশু মডেল অভিনেত্রী সিমরিন লুবাবাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
১০ ঘণ্টা আগেপ্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন স্পেসএক্স, টেসলাসহ মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন এক্সে ডিজনির এলজিবিটিকিউ সম্পর্কিত কনটেন্ট ব্লক করে দিয়েছেন এমন দাবিতে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ‘মহিদুল আলম...
১ দিন আগেরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
১ দিন আগে