অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
সেই কবিতা মনে পড়ে,
পাখি সব কলরব রাতি পোহাইল
কাননে কুসুম কলি সকলি ফুটিল
সেই পাখিদের কলকাকলি শুনে ঘুম ভেঙেছে কত দিন! সিলেটের বিখ্যাত কিন ব্রিজে যেমন জালালি কবুতর, তেমনি কবুতর আছে লন্ডনের ট্রাফাল্ গার স্কয়ারে।
বিজ্ঞানীরা বলেন, পাখিদের কাছাকাছি থাকলে মন খোশ হয়। আর যদি ১০ শতাংশের বেশি পাখির প্রজাতি ঘরের আশপাশে থাকে তাহলে কথাই নেই। বছরে চাকরির বেতন বাড়লে যেমন আনন্দ, এ আনন্দটাও তেমন। গবেষকেরা ২৬টি দেশের ২৬ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের জীবন সন্তুষ্টির স্কোর পরিমাপ করেছেন। আর এর সঙ্গে মিলিয়ে দেখেছেন আশপাশের পাখির জীববৈচিত্র্য। গবেষকেরা বলছেন, সবচেয়ে সুখী মানুষেরা দৈনন্দিন জীবনে শুনেছেন পাখির অনেক কলরব।
এর আংশিক কারণ, পাখি নিজেরাই আনন্দ আনে মনে। আর সুস্থ জীববৈচিত্র্যের জন্য পাখি এক সূচকও বটে। তাদের উপস্থিতি নির্দেশ করে, আশপাশে আছে সবুজের মেলা।
অতিমারির সময় পাখি দর্শন বিপুল পরিমাণে বেড়েছে। বেড়েছে পাখির খাঁচা বা বাইনোকুলারের বিক্রি বেড়েছে স্থানীয় পার্ক বা ঝিলে মানুষ পাখিদের দেখবে বলে। এমন হলেও পাখিদের সংখ্যা কমেছে বটে। পৃথিবীর ১১ হাজার পাখি প্রজাতির ৪০ শতাংশ বিলুপ্তির পথে। এর কারণ পাখির বাসস্থান ধ্বংস আর জলবায়ু পরিবর্তন। প্রকৃতির এই ধ্বংস নিবারণ না করা গেলে চারপাশ হবে বিষাক্ত, আমাদের কুশল আর অর্থনীতি দুটোই হবে ক্ষীয়মাণ।
সামনে ভ্যালেন্টাইন ডে আর বসন্তবরণ। সময় করে পাখি দেখে আসুন কোথাও থেকে। মন ভালো থাকবে। সম্পর্কও হবে আনন্দময়।
লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ
সেই কবিতা মনে পড়ে,
পাখি সব কলরব রাতি পোহাইল
কাননে কুসুম কলি সকলি ফুটিল
সেই পাখিদের কলকাকলি শুনে ঘুম ভেঙেছে কত দিন! সিলেটের বিখ্যাত কিন ব্রিজে যেমন জালালি কবুতর, তেমনি কবুতর আছে লন্ডনের ট্রাফাল্ গার স্কয়ারে।
বিজ্ঞানীরা বলেন, পাখিদের কাছাকাছি থাকলে মন খোশ হয়। আর যদি ১০ শতাংশের বেশি পাখির প্রজাতি ঘরের আশপাশে থাকে তাহলে কথাই নেই। বছরে চাকরির বেতন বাড়লে যেমন আনন্দ, এ আনন্দটাও তেমন। গবেষকেরা ২৬টি দেশের ২৬ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের জীবন সন্তুষ্টির স্কোর পরিমাপ করেছেন। আর এর সঙ্গে মিলিয়ে দেখেছেন আশপাশের পাখির জীববৈচিত্র্য। গবেষকেরা বলছেন, সবচেয়ে সুখী মানুষেরা দৈনন্দিন জীবনে শুনেছেন পাখির অনেক কলরব।
এর আংশিক কারণ, পাখি নিজেরাই আনন্দ আনে মনে। আর সুস্থ জীববৈচিত্র্যের জন্য পাখি এক সূচকও বটে। তাদের উপস্থিতি নির্দেশ করে, আশপাশে আছে সবুজের মেলা।
অতিমারির সময় পাখি দর্শন বিপুল পরিমাণে বেড়েছে। বেড়েছে পাখির খাঁচা বা বাইনোকুলারের বিক্রি বেড়েছে স্থানীয় পার্ক বা ঝিলে মানুষ পাখিদের দেখবে বলে। এমন হলেও পাখিদের সংখ্যা কমেছে বটে। পৃথিবীর ১১ হাজার পাখি প্রজাতির ৪০ শতাংশ বিলুপ্তির পথে। এর কারণ পাখির বাসস্থান ধ্বংস আর জলবায়ু পরিবর্তন। প্রকৃতির এই ধ্বংস নিবারণ না করা গেলে চারপাশ হবে বিষাক্ত, আমাদের কুশল আর অর্থনীতি দুটোই হবে ক্ষীয়মাণ।
সামনে ভ্যালেন্টাইন ডে আর বসন্তবরণ। সময় করে পাখি দেখে আসুন কোথাও থেকে। মন ভালো থাকবে। সম্পর্কও হবে আনন্দময়।
লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ
আমাদের দেশে শীত উপভোগ্য মৌসুম। কিন্তু অনেকের ঠান্ডা, কাশি, জ্বর, গলাব্যথা, অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। আবার শ্বাসকষ্টজনিত সমস্যা যাদের আছে, তাদের এই মৌসুমে কষ্ট বেড়ে যায়।
৪ ঘণ্টা আগেত্বক অভ্যন্তরীণ অঙ্গের সংক্রমণ এবং যেকোনো ক্ষতি থেকে সুরক্ষা দেয়। তাই এর যত্নে বিশেষ মনোযোগী হওয়া প্রয়োজন। শীতকালে ত্বক শুষ্ক ও টানটান হলে দুশ্চিন্তা করবেন না। চুলকানি হলেও চিন্তার কোনো কারণ নেই। শীতের শুষ্ক আবহাওয়া ত্বকের প্রতিরক্ষামূলক তেল কমিয়ে দেয়।
৪ ঘণ্টা আগেঅবস্থা এমন হয়েছে যে শিশুর যেকোনো জ্বর দেখা দিলেই অভিভাবকেরা ডেঙ্গু জ্বর কি না, তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছেন। সব শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ ও চিকিৎসা এক রকম নয় এবং সবাইকে হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন নেই।
৪ ঘণ্টা আগেঘুম থেকে উঠেই যে ক্লান্তি আর অলসতা বোধ হয়, তাকে বলে মর্নিং ফ্যাটিগ। পর্যাপ্ত ঘুম হওয়া সত্ত্বেও এটি ঘটতে পারে। ‘জার্নাল অব পেইন অ্যান্ড সিম্পটম ম্যানেজমেন্ট’-এ প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে, সকালের ক্লান্তির সঙ্গে সম্পর্কিত পরিবর্তনযোগ্য ঝুঁকির কারণগুলো হলো...
৪ ঘণ্টা আগে