মো. ইকবাল হোসেন
এ সময়ের প্রয়োজনীয় একটি ডিভাইস গ্লুকোমিটার। এটি সহজলভ্যও বটে। অল্প সময়ে কম খরচে সুগার টেস্টের জন্য এটি সত্যিই অনন্য। ডায়াবেটিসের রোগীরা প্রায় প্রত্যেকেই এটি ব্যবহার করে থাকেন। কিন্তু এটি উপকারের পাশাপাশি আপনার কোনো ক্ষতি করছে কি না, তা কি কখনো ভেবে দেখেছেন?
একজন ডায়াবেটিসের রোগীরা ডায়াবেটিস ধরা পড়ার পর তিনি চিকিৎসকের কাছে যান। চিকিৎসক ওষুধ দেন, পুষ্টিবিদ খাবারের তালিকা দেন। এরপর হয়তো চিকিৎসক বলে দেন, এক মাস পরে ফলোআপে আসবেন। আর এই এক মাসের মধ্যে সপ্তাহে এক বা দুই দিন বাড়িতে গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিস পরীক্ষা করে দেখবেন। গ্লুকোমিটারের রিপোর্ট আপনি লিখে রাখবেন এবং ফলোআপে এসে সেটা চিকিৎসককে জানাবেন। আবার কখনো যদি আপনার খুব খারাপ লাগে, যেমন অস্থির লাগা, শরীরে কাঁপাকাঁপি করা বা চোখে হঠাৎ হঠাৎ ঝাপসা দেখা—এমন জরুরি অবস্থায় জরুরি সুগার টেস্ট করতেও পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক।
কিন্তু রোগীরা ওই এক মাস পরে আর ফলোআপে যাচ্ছেন না। শুধু বাড়িতে গ্লুকোমিটার দিয়ে সুগার টেস্ট করছেন। সুগার যদি স্বাভাবিক থাকে, তাহলে অনেকে ওষুধ খাওয়া বন্ধ করে দিচ্ছেন। তার ফলে ধীরে ধীরে সুগার বাড়তে থাকে। আবার সুগার অল্প একটু বেশি থাকলে সেটাকে গুরুত্ব দেন না বেশির ভাগ মানুষ। হয়তো ব্লাড সুগার ৮-এর জায়গায় ১১ হচ্ছে, রোগী সেটাকে স্বাভাবিক ভেবে নিচ্ছেন। সুগার বাড়ার কারণ হিসেবে নিজের মনমতো কিছু একটা ভেবে নিচ্ছেন। এভাবে রোগী মাসের পরে মাস, বছরের পর বছর চিকিৎসকের কাছে ফলোআপে যাচ্ছেন না। এবার যখন রোগীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তখন চিকিৎসকের কাছে যাচ্ছেন।
অনেক দিন এমন অল্প অল্প সুগার বেশি থাকার কারণে রোগীর ডায়াবেটিসজনিত অন্যান্য সমস্যা শুরু হয়ে যায়। যেমন চোখের সমস্যা, কিডনি সমস্যা, নিউরোপ্যাথিসহ অনেক কিছু। এসব সমস্যা একবার শুরু হলে এগুলো থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। এসব ডায়াবেটিসজনিত জটিলতার কারণে রোগীর শারীরিক কষ্ট ও খরচ–সবই বেড়ে যায়।
কিন্তু আপনি যদি গ্লুকোমিটারের ওপর সম্পূর্ণ নির্ভর না করে নিয়মিত চিকিৎসকের ফলোআপে থাকেন, তাহলে ডায়াবেটিসজনিত জটিলতা থেকে খুব সহজে মুক্ত থাকতে পারবেন। সুরক্ষিত থাকবে আপনার চোখ, কিডনিসহ শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ।
আবার একটা গ্লুকোমিটারের রিপোর্টকে সম্পূর্ণ সঠিক ভাবারও কোনো কারণ নেই। ১-২ হাজার টাকার একটি ডিভাইস কখনোই কয়েক সেকেন্ডে সঠিক রিপোর্ট দিতে পারে না। গ্লুকোমিটার শুধু জরুরি অবস্থার জন্য একটি প্রয়োজনীয় ডিভাইস মাত্র। এর রিপোর্টের ওপর ভিত্তি করে কখনোই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা যাবে না।
তাই নিয়মিত চিকিৎসকের ফলোআপে থাকতে হবে। ডায়াবেটিসের চিকিৎসা নিয়মিত না হলে অঙ্গহানির আশঙ্কা অনেক বেশি থাকে। ডায়াবেটিস কখনো ভালো হয় না। কিন্তু সঠিক খাদ্যাভ্যাস, শৃঙ্খল জীবনযাপন এবং চিকিৎসকের পরামর্শে এই রোগকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রাখা যায়।
মো. ইকবাল হোসেন, সিনিয়র পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল
এ সময়ের প্রয়োজনীয় একটি ডিভাইস গ্লুকোমিটার। এটি সহজলভ্যও বটে। অল্প সময়ে কম খরচে সুগার টেস্টের জন্য এটি সত্যিই অনন্য। ডায়াবেটিসের রোগীরা প্রায় প্রত্যেকেই এটি ব্যবহার করে থাকেন। কিন্তু এটি উপকারের পাশাপাশি আপনার কোনো ক্ষতি করছে কি না, তা কি কখনো ভেবে দেখেছেন?
একজন ডায়াবেটিসের রোগীরা ডায়াবেটিস ধরা পড়ার পর তিনি চিকিৎসকের কাছে যান। চিকিৎসক ওষুধ দেন, পুষ্টিবিদ খাবারের তালিকা দেন। এরপর হয়তো চিকিৎসক বলে দেন, এক মাস পরে ফলোআপে আসবেন। আর এই এক মাসের মধ্যে সপ্তাহে এক বা দুই দিন বাড়িতে গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিস পরীক্ষা করে দেখবেন। গ্লুকোমিটারের রিপোর্ট আপনি লিখে রাখবেন এবং ফলোআপে এসে সেটা চিকিৎসককে জানাবেন। আবার কখনো যদি আপনার খুব খারাপ লাগে, যেমন অস্থির লাগা, শরীরে কাঁপাকাঁপি করা বা চোখে হঠাৎ হঠাৎ ঝাপসা দেখা—এমন জরুরি অবস্থায় জরুরি সুগার টেস্ট করতেও পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক।
কিন্তু রোগীরা ওই এক মাস পরে আর ফলোআপে যাচ্ছেন না। শুধু বাড়িতে গ্লুকোমিটার দিয়ে সুগার টেস্ট করছেন। সুগার যদি স্বাভাবিক থাকে, তাহলে অনেকে ওষুধ খাওয়া বন্ধ করে দিচ্ছেন। তার ফলে ধীরে ধীরে সুগার বাড়তে থাকে। আবার সুগার অল্প একটু বেশি থাকলে সেটাকে গুরুত্ব দেন না বেশির ভাগ মানুষ। হয়তো ব্লাড সুগার ৮-এর জায়গায় ১১ হচ্ছে, রোগী সেটাকে স্বাভাবিক ভেবে নিচ্ছেন। সুগার বাড়ার কারণ হিসেবে নিজের মনমতো কিছু একটা ভেবে নিচ্ছেন। এভাবে রোগী মাসের পরে মাস, বছরের পর বছর চিকিৎসকের কাছে ফলোআপে যাচ্ছেন না। এবার যখন রোগীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তখন চিকিৎসকের কাছে যাচ্ছেন।
অনেক দিন এমন অল্প অল্প সুগার বেশি থাকার কারণে রোগীর ডায়াবেটিসজনিত অন্যান্য সমস্যা শুরু হয়ে যায়। যেমন চোখের সমস্যা, কিডনি সমস্যা, নিউরোপ্যাথিসহ অনেক কিছু। এসব সমস্যা একবার শুরু হলে এগুলো থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। এসব ডায়াবেটিসজনিত জটিলতার কারণে রোগীর শারীরিক কষ্ট ও খরচ–সবই বেড়ে যায়।
কিন্তু আপনি যদি গ্লুকোমিটারের ওপর সম্পূর্ণ নির্ভর না করে নিয়মিত চিকিৎসকের ফলোআপে থাকেন, তাহলে ডায়াবেটিসজনিত জটিলতা থেকে খুব সহজে মুক্ত থাকতে পারবেন। সুরক্ষিত থাকবে আপনার চোখ, কিডনিসহ শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ।
আবার একটা গ্লুকোমিটারের রিপোর্টকে সম্পূর্ণ সঠিক ভাবারও কোনো কারণ নেই। ১-২ হাজার টাকার একটি ডিভাইস কখনোই কয়েক সেকেন্ডে সঠিক রিপোর্ট দিতে পারে না। গ্লুকোমিটার শুধু জরুরি অবস্থার জন্য একটি প্রয়োজনীয় ডিভাইস মাত্র। এর রিপোর্টের ওপর ভিত্তি করে কখনোই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা যাবে না।
তাই নিয়মিত চিকিৎসকের ফলোআপে থাকতে হবে। ডায়াবেটিসের চিকিৎসা নিয়মিত না হলে অঙ্গহানির আশঙ্কা অনেক বেশি থাকে। ডায়াবেটিস কখনো ভালো হয় না। কিন্তু সঠিক খাদ্যাভ্যাস, শৃঙ্খল জীবনযাপন এবং চিকিৎসকের পরামর্শে এই রোগকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রাখা যায়।
মো. ইকবাল হোসেন, সিনিয়র পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল
রোগে-শোকে মানুষকে প্রতিনিয়ত কিছু না কিছু ওষুধ খেতে হয়। নিত্যপণ্যের এই ঊর্ধ্বগতির বাজারে যেখানে সাধারণ মানুষের তিনবেলা আহারের জোগান দেওয়াই কষ্টকর, সেখানে জীবন রক্ষার জন্য দ্বিগুণ-তিনগুণ দামে ওধুষ কিনতে গিয়ে জীবন আরও ওষ্ঠাগত। দেশে এখন নিম্নআয়ের ৪০ শতাংশ মানুষের মোট আয়ের ২০ শতাংশ খরচ হচ্ছে ওষুধ কিনতেই।
৪৪ মিনিট আগেদেশে মানসম্মত স্বাস্থ্যসেবা না থাকায় ও ডাক্তারের ওপর আস্থা না থাকায় বিদেশে চিকিৎসা নিতে প্রতিবছর দেশের মানুষ ৪ বিলিয়ন ডলার খরচ করছে। স্বাস্থ্যেসেবার উন্নয়ন না হলে এর পরিমাণ দিন দিন আরও বাড়বে।
২ ঘণ্টা আগেআমাদের দেশে শীত উপভোগ্য মৌসুম। কিন্তু অনেকের ঠান্ডা, কাশি, জ্বর, গলাব্যথা, অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। আবার শ্বাসকষ্টজনিত সমস্যা যাদের আছে, তাদের এই মৌসুমে কষ্ট বেড়ে যায়।
১৪ ঘণ্টা আগেত্বক অভ্যন্তরীণ অঙ্গের সংক্রমণ এবং যেকোনো ক্ষতি থেকে সুরক্ষা দেয়। তাই এর যত্নে বিশেষ মনোযোগী হওয়া প্রয়োজন। শীতকালে ত্বক শুষ্ক ও টানটান হলে দুশ্চিন্তা করবেন না। চুলকানি হলেও চিন্তার কোনো কারণ নেই। শীতের শুষ্ক আবহাওয়া ত্বকের প্রতিরক্ষামূলক তেল কমিয়ে দেয়।
১৪ ঘণ্টা আগে