অনলাইন ডেস্ক
ঘটনা ২০০৭ সালের। ওই সময় তৎকালীন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের সঙ্গে এক বৈঠকে নিজের পোষা ল্যাব্রাডর কুকুর নিয়ে হাজির হয়েছিলেন পুতিন। মের্কেল সেই কুকুর দেখে ভয়ে জড়সড় হয়ে গিয়েছিলেন।
অভিযোগ রয়েছে, পুতিন জানতেন যে মের্কেল কুকুর ভয় পান। তিনি ইচ্ছে করে বৈঠকে কুকুর নিয়ে গিয়েছিলেন।
এতদিন পর সেই ঘটনার জন্য মের্কেলের কাছে ক্ষমা চাইলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গতকাল বৃহস্পতিবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘আমি জানতাম না, তিনি কুকুরে ভয় পান।’
তিনি বলেন, ‘আমি আবারও তাঁর কাছে ক্ষমা চাইছি। আমি তাঁকে কষ্ট দিতে চাইনি। আমি আমাদের কথোপকথনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম।’
পুতিন যোগ করেন, ‘যদি আপনি কখনো—আমি জানি এটি খুবই অসম্ভব—তবুও যদি আবার আসেন, আমি কোনো অবস্থাতেই আর এটা করব না।’
গত মঙ্গলবার প্রকাশিত আত্মজীবনীতে সেই ঘটনার কথা লিখেছেন মের্কেল। ২০০৭ সালে সোচি শহরে অনুষ্ঠিত ওই বৈঠকের ছবিতে দেখা যায়, পুতিনের কালো রঙের ল্যাব্রাডর প্রজাতির কুকুর কননি চারদিকে গন্ধ শুঁকছে আর জার্মান চ্যান্সেলর তাঁর আসনে বসে অস্বস্তির হাসি মুখে নিয়ে বসে আছেন।
মের্কেল তাঁর আত্মজীবনীতে ২০০৭ সালের এই ঘটনার কথা উল্লেখ করে বলেন, ‘আমি পুতিনের মুখ দেখে বুঝতে পারছিলাম তিনি বিষয়টি উপভোগ করছিলেন!’ পুতিন ওই বৈঠকে কুকুরটিকে ‘ক্ষমতার প্রদর্শন’ হিসেবে এনেছিলেন বলেই মনে করেন মের্কেল।
পুতিনের কুকুরের প্রতি দুর্বলতা প্রায় সবারই জানা। বহু বিদেশি অতিথির কাছ থেকে বিভিন্ন জাতের কুকুর উপহার পেয়েছেন তিনি। কননি নামে ওই ল্যাব্রাডর প্রজাতির কুকুরটি তাঁকে উপহার দেন সের্গেই শোইগু, তিনি পরে রুশ প্রতিরক্ষামন্ত্রী হয়েছিলেন।
ঘটনা ২০০৭ সালের। ওই সময় তৎকালীন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের সঙ্গে এক বৈঠকে নিজের পোষা ল্যাব্রাডর কুকুর নিয়ে হাজির হয়েছিলেন পুতিন। মের্কেল সেই কুকুর দেখে ভয়ে জড়সড় হয়ে গিয়েছিলেন।
অভিযোগ রয়েছে, পুতিন জানতেন যে মের্কেল কুকুর ভয় পান। তিনি ইচ্ছে করে বৈঠকে কুকুর নিয়ে গিয়েছিলেন।
এতদিন পর সেই ঘটনার জন্য মের্কেলের কাছে ক্ষমা চাইলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গতকাল বৃহস্পতিবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘আমি জানতাম না, তিনি কুকুরে ভয় পান।’
তিনি বলেন, ‘আমি আবারও তাঁর কাছে ক্ষমা চাইছি। আমি তাঁকে কষ্ট দিতে চাইনি। আমি আমাদের কথোপকথনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম।’
পুতিন যোগ করেন, ‘যদি আপনি কখনো—আমি জানি এটি খুবই অসম্ভব—তবুও যদি আবার আসেন, আমি কোনো অবস্থাতেই আর এটা করব না।’
গত মঙ্গলবার প্রকাশিত আত্মজীবনীতে সেই ঘটনার কথা লিখেছেন মের্কেল। ২০০৭ সালে সোচি শহরে অনুষ্ঠিত ওই বৈঠকের ছবিতে দেখা যায়, পুতিনের কালো রঙের ল্যাব্রাডর প্রজাতির কুকুর কননি চারদিকে গন্ধ শুঁকছে আর জার্মান চ্যান্সেলর তাঁর আসনে বসে অস্বস্তির হাসি মুখে নিয়ে বসে আছেন।
মের্কেল তাঁর আত্মজীবনীতে ২০০৭ সালের এই ঘটনার কথা উল্লেখ করে বলেন, ‘আমি পুতিনের মুখ দেখে বুঝতে পারছিলাম তিনি বিষয়টি উপভোগ করছিলেন!’ পুতিন ওই বৈঠকে কুকুরটিকে ‘ক্ষমতার প্রদর্শন’ হিসেবে এনেছিলেন বলেই মনে করেন মের্কেল।
পুতিনের কুকুরের প্রতি দুর্বলতা প্রায় সবারই জানা। বহু বিদেশি অতিথির কাছ থেকে বিভিন্ন জাতের কুকুর উপহার পেয়েছেন তিনি। কননি নামে ওই ল্যাব্রাডর প্রজাতির কুকুরটি তাঁকে উপহার দেন সের্গেই শোইগু, তিনি পরে রুশ প্রতিরক্ষামন্ত্রী হয়েছিলেন।
গুপ্তচরবৃত্তির অভিযোগে সরকারি গণমাধ্যমের সাংবাদিককে সাত বছরের কারাদণ্ড দিয়েছে চীন। ডং ইউইউকে যখন গ্রেপ্তার করা হয়, তখন তিনি ‘গুয়াংমিং ডেইলি’ নামের একটি চীনা কমিউনিস্ট পত্রিকার সিনিয়র স্টাফ ছিলেন। এটি চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত প্রধান পাঁচটি পত্রিকার অন্যতম।
২৯ মিনিট আগেপাকিস্তানে বিক্ষোভ চলাকালে কনটেইনারের ওপরে নামাজরত এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। ইমরান খানের দল পিটিআই দাবি করেছে, বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর নৃশংসতার একাধিক উদাহরণের মধ্যে এটি সবচেয়ে নির্মম।
৩৪ মিনিট আগেস্বেচ্ছামৃত্যু বা সহায়ক মৃত্যুকে বৈধ করার একটি প্রস্তাব পাস হয়েছে যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসে সংসদের। দীর্ঘ বিতর্কের পর এ ধরনের মৃত্যুর বিষয়ে বড় ধরনের আইনি পদক্ষেপ নিল দেশটি। প্রস্তাবিত আইন অনুসারে, ছয় মাসের মধ্যে মৃত্যুর সম্ভাবনা আছে, এমন কোনো প্রাপ্তবয়স্ক অন্তিম রোগী নিজেদের জীবন শেষ করতে কর্ত
১ ঘণ্টা আগেসিরিয়ার সশস্ত্র বিদ্রোহীরা দাবি করেছে, তারা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে প্রবেশ করেছে। শুক্রবার সিএনএন জানিয়েছে, ২০১৬ সালে সরকারি বাহিনী শহরটি পুনর্দখল করেছিল। কিন্তু ৮ বছর পর হঠাৎ করে আবারও এই শহরটিতে ঢুকে পড়েছে অস্ত্রধারীরা।
২ ঘণ্টা আগে