অনলাইন ডেস্ক
মিয়ানমারের তিনটি প্রদেশে গত দুই দিনে জান্তাবিরোধীদের হামলায় অন্তত ২০ জন জান্তা সৈন্য হতাহত হয়েছে। এ সময় জান্তা বাহিনীর হামলায় মারা গেছেন ১০ বেসামরিক নাগরিক। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী।
ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের চিন, কায়াহ ও কারেন প্রদেশের বাগো, মান্দালয় ও তানিনথারি অঞ্চলে হামলা চালায় জান্তা সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) ও জাতিগত সশস্ত্র সংগঠনগুলো (ইএও)। সংগঠনগুলোর হামলায় জান্তা সেনা হতাহত হয়।
গত বৃহস্পতিবার চিন রাজ্যের বাগো অঞ্চলে জান্তা বাহিনীর একটি ক্যাম্পে অভিযান চালায় পিডিএফের সেনারা। এতে ১২ জান্তা সেনা নিহত হয়। আহত হন আরও অনেকে। সেই ক্যাম্প থেকে পশ্চাদপসরণ করে পালিয়ে যাওয়ার আগে একটি গ্রাম পুড়িয়ে দেয় জান্তাবাহিনী। জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় ক্যাম্প বানিয়ে বিরোধীদের দমন করা হচ্ছে বলে অভিযোগ করেছে মিয়ানমারের বিরোধী দলগুলো।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। বিগত জাতীয় নির্বাচনে জয়ী অং সান সু চিকে আটক করে জান্তা বাহিনী। এরপর থেকেই দেশটিতে জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ চলছেই। সেই প্রতিবাদে এ পর্যন্ত মারা গেছেন ২ হাজারের বেশি বন্দী হয়েছেন ১০ হাজারেরও বেশি।
মিয়ানমারের তিনটি প্রদেশে গত দুই দিনে জান্তাবিরোধীদের হামলায় অন্তত ২০ জন জান্তা সৈন্য হতাহত হয়েছে। এ সময় জান্তা বাহিনীর হামলায় মারা গেছেন ১০ বেসামরিক নাগরিক। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী।
ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের চিন, কায়াহ ও কারেন প্রদেশের বাগো, মান্দালয় ও তানিনথারি অঞ্চলে হামলা চালায় জান্তা সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) ও জাতিগত সশস্ত্র সংগঠনগুলো (ইএও)। সংগঠনগুলোর হামলায় জান্তা সেনা হতাহত হয়।
গত বৃহস্পতিবার চিন রাজ্যের বাগো অঞ্চলে জান্তা বাহিনীর একটি ক্যাম্পে অভিযান চালায় পিডিএফের সেনারা। এতে ১২ জান্তা সেনা নিহত হয়। আহত হন আরও অনেকে। সেই ক্যাম্প থেকে পশ্চাদপসরণ করে পালিয়ে যাওয়ার আগে একটি গ্রাম পুড়িয়ে দেয় জান্তাবাহিনী। জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় ক্যাম্প বানিয়ে বিরোধীদের দমন করা হচ্ছে বলে অভিযোগ করেছে মিয়ানমারের বিরোধী দলগুলো।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। বিগত জাতীয় নির্বাচনে জয়ী অং সান সু চিকে আটক করে জান্তা বাহিনী। এরপর থেকেই দেশটিতে জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ চলছেই। সেই প্রতিবাদে এ পর্যন্ত মারা গেছেন ২ হাজারের বেশি বন্দী হয়েছেন ১০ হাজারেরও বেশি।
ভারতের মিজোরাম রাজ্য সরকার দেশ ও দেশের বাইরের বিভিন্ন স্থান থেকে আশ্রয় নেওয়া সব শরণার্থীকে একটি স্থানে স্থানান্তরিত করার পরিকল্পনা করছে। পাশাপাশি তাদের সবাইকে একত্র করারও উদ্যোগ নিয়েছে। এর ফলে, ২ হাজারের বেশি বাংলাদেশিও এই কেন্দ্রে আশ্রয় পাবেন বলে জানিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক পরামর্শদা
১১ মিনিট আগেবাংলাদেশে পাচারের জন্য ভারতের রাজস্থান রাজ্যের একটি দোকান থেকে বেশ কয়েকটি আইফোন চুরি করেছিল একটি চক্র। যার বাজার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি রুপি। জয়পুর পুলিশ সম্প্রতি সেই চক্রটির ৫ সদস্যকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, গত ৬ নভেম্বর একটি স্থানীয় মোবাইল দোকান থেকে আইফোনগুলো
২৮ মিনিট আগেভারতের দুই রাজ্য মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিছুদিন আগেই। সেই নির্বাচনের ফলাফলে দেখা গেছে, মহারাষ্ট্রে বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সই (এনডিএ) ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তবে ঝাড়খণ্ডে বিজেপির জোট এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত কংগ্রেস ও স্থানী ঝাড়খণ্ড জনমুক্তি
৩ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইউক্রেনের রণক্ষেত্রে নতুন হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে। অর্থাৎ, রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাবে।
৫ ঘণ্টা আগে