অনলাইন ডেস্ক
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের নববর্ষ উপলক্ষে ১ হাজার ৬০০ জন বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে জান্তা সরকার। নববর্ষ উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় তাঁদের মুক্তি দেওয়া হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার শত শত বন্দীর আত্মীয়রা কারাগারের সামনে ভিড় করেছেন। তবে যাদের মুক্তি দেওয়া হচ্ছে তাঁদের মধ্যে জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীরা রয়েছেন কিনা সেটি নিশ্চিত নয়। গত বছর বন্দীদের বার্ষিক সাধারণ ক্ষমা ঘোষণায় ২৩ হাজার বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল। গত বছরের তুলনায় এবারের সংখ্যা খুবই কম।
স্থানীয় সাংবাদিকের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এখনো পর্যন্ত রাজনৈতিক কোনো বন্দী কারাগার থেকে মুক্তি পাননি।
জান্তা সরকারের রাষ্ট্রীয় সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল অং লিন ডুয়ে স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, মানুষের মাঝে আনন্দ আনতে এবং মানবিক উদ্বেগ নিরসনের অংশ হিসেবে ৪২ জন বিদেশিসহ এক হাজার ৬১৯ জনকে মুক্তি দেওয়া হবে।
দেশটির বেসরকারি সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারসের (এএপিপি) তথ্যমতে, জান্তাবিরোধী আন্দোলনে কমপক্ষে ১৩ হাজার ২৮২ জন গ্রেপ্তার হয়েছেন এবং নিহত হয়েছেন এক হাজার ৭৫৬ জন।
কারাগারের বাইরে অপেক্ষমাণ এক বন্দীর মা জানান, জান্তাবিরোধী আন্দোলনের জেরে গত জুনে তার ছেলেকে গ্রেপ্তার করা হয়। তার আশা আজ তার ছেলেকে মুক্তি দেওয়া হবে।
উল্লেখ্য, গত বছরের ১ ফেব্রুয়ারি অং সান সুচির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল এনএলডিকে উৎখাত করে মিয়ানমারের সামরিক বাহিনী। সে সময় তারা সুচির দলের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনে এবং সুচিসহ দেশটির প্রেসিডেন্টকে বন্দী করে।
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের নববর্ষ উপলক্ষে ১ হাজার ৬০০ জন বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে জান্তা সরকার। নববর্ষ উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় তাঁদের মুক্তি দেওয়া হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার শত শত বন্দীর আত্মীয়রা কারাগারের সামনে ভিড় করেছেন। তবে যাদের মুক্তি দেওয়া হচ্ছে তাঁদের মধ্যে জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীরা রয়েছেন কিনা সেটি নিশ্চিত নয়। গত বছর বন্দীদের বার্ষিক সাধারণ ক্ষমা ঘোষণায় ২৩ হাজার বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল। গত বছরের তুলনায় এবারের সংখ্যা খুবই কম।
স্থানীয় সাংবাদিকের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এখনো পর্যন্ত রাজনৈতিক কোনো বন্দী কারাগার থেকে মুক্তি পাননি।
জান্তা সরকারের রাষ্ট্রীয় সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল অং লিন ডুয়ে স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, মানুষের মাঝে আনন্দ আনতে এবং মানবিক উদ্বেগ নিরসনের অংশ হিসেবে ৪২ জন বিদেশিসহ এক হাজার ৬১৯ জনকে মুক্তি দেওয়া হবে।
দেশটির বেসরকারি সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারসের (এএপিপি) তথ্যমতে, জান্তাবিরোধী আন্দোলনে কমপক্ষে ১৩ হাজার ২৮২ জন গ্রেপ্তার হয়েছেন এবং নিহত হয়েছেন এক হাজার ৭৫৬ জন।
কারাগারের বাইরে অপেক্ষমাণ এক বন্দীর মা জানান, জান্তাবিরোধী আন্দোলনের জেরে গত জুনে তার ছেলেকে গ্রেপ্তার করা হয়। তার আশা আজ তার ছেলেকে মুক্তি দেওয়া হবে।
উল্লেখ্য, গত বছরের ১ ফেব্রুয়ারি অং সান সুচির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল এনএলডিকে উৎখাত করে মিয়ানমারের সামরিক বাহিনী। সে সময় তারা সুচির দলের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনে এবং সুচিসহ দেশটির প্রেসিডেন্টকে বন্দী করে।
আরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মূখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
২ মিনিট আগেমধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইসরায়েল, লেবানন, সিরিয়া ও ইরানের আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনায় পাইলটদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে সতর্ক করেছে ফ্লাইট অপারেশনস গ্রুপ। সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যের আকাশে যাত্রীবাহী বিমান চলাচল এখন আগের যেকোনো সময়ের তুলনায় নিরাপদ। তবে আন্তর্জাতিক...
১৪ মিনিট আগেলেবাননের উদীয়মান নারী ফুটবলার সেলিন হায়দার। কয়েকদিন আগেই জাতীয় নারী ফুটবল দলে ডাক পেয়েছিলেন তিনি। তার স্বপ্ন ছিল আসন্ন ওয়েস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপে লেবাননের জার্সি গায়ে মাঠে নামার। কিন্তু সেই স্বপ্ন এখন অনেক দূরে। ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়ে এখন কোমায় মৃত্যুর সঙ্গে লড়ছেন সেলিন।
২৩ মিনিট আগেভারতের আলোচিত গান্ধী পরিবারের অন্যতম উত্তরাধিকার প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। এই প্রথম তিনি কোনো নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এর জীবনের প্রথম নির্বাচনেই বাজিমাত করতে যাচ্ছেন তিনি। ভাই রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া ওয়ানাদ আসনে এখন পর্যন্ত ৩ লাখ ৯০ হাজার ভোটে এগিয়ে আছেন প্রিয়াঙ্কা
২ ঘণ্টা আগে