অনলাইন ডেস্ক
আফগানিস্তান-ইরান সীমান্তের কাছে ইরানের সীমান্তরক্ষী বাহিনী ও তালেবান বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার একাধিক ভিডিওতে তালেবান বাহিনীকে একত্রিত হতে দেখা যায়। এ সময় গুলির শব্দ শোনা যায়। এরপর ভিডিওতে দেখা যায় তালেবানের গুলির বিপরীতে ইরানি বাহিনীও গুলি ছোড়ে।
ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিমের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘর্ষটি হিরমন্দ কাউন্টির শাঘালাক গ্রামে সংঘটিত হয়েছে। এই এলাকায় চোরাচালান ঠেকাতে আফগানিস্তানের সীমান্তের কাছে ইরান সীমান্তের ভেতরে দেয়াল ঘেরা এলাকা রয়েছে। ইরানের কিছু কৃষক ওই দেয়াল টপকে আসে। কিন্তু তখনো তারা ইরানের সীমান্তের ভেতরেই ছিল। কিন্তু ওই সময় তালেবান বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপরই ইরানের বাহিনীও পাল্টা গুলি ছোড়ে।
এই সংঘর্ষ নিয়ে পরবর্তীতে ইরান ও আফগানিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করে। তাঁরা উভয়ই এই সংঘর্ষকে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বলে বিবৃতি দিয়েছে।
গতকাল বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ এক বিবৃতিতে বলেছেন, সীমান্তে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এই সংঘর্ষ হয়েছে। তবে এ সময় তিনি তালেবানের নাম উল্লেখ করেননি।
আফগানিস্তান-ইরান সীমান্তের কাছে ইরানের সীমান্তরক্ষী বাহিনী ও তালেবান বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার একাধিক ভিডিওতে তালেবান বাহিনীকে একত্রিত হতে দেখা যায়। এ সময় গুলির শব্দ শোনা যায়। এরপর ভিডিওতে দেখা যায় তালেবানের গুলির বিপরীতে ইরানি বাহিনীও গুলি ছোড়ে।
ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিমের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘর্ষটি হিরমন্দ কাউন্টির শাঘালাক গ্রামে সংঘটিত হয়েছে। এই এলাকায় চোরাচালান ঠেকাতে আফগানিস্তানের সীমান্তের কাছে ইরান সীমান্তের ভেতরে দেয়াল ঘেরা এলাকা রয়েছে। ইরানের কিছু কৃষক ওই দেয়াল টপকে আসে। কিন্তু তখনো তারা ইরানের সীমান্তের ভেতরেই ছিল। কিন্তু ওই সময় তালেবান বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপরই ইরানের বাহিনীও পাল্টা গুলি ছোড়ে।
এই সংঘর্ষ নিয়ে পরবর্তীতে ইরান ও আফগানিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করে। তাঁরা উভয়ই এই সংঘর্ষকে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বলে বিবৃতি দিয়েছে।
গতকাল বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ এক বিবৃতিতে বলেছেন, সীমান্তে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এই সংঘর্ষ হয়েছে। তবে এ সময় তিনি তালেবানের নাম উল্লেখ করেননি।
আরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
৩৮ মিনিট আগেমধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইসরায়েল, লেবানন, সিরিয়া ও ইরানের আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনায় পাইলটদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে সতর্ক করেছে ফ্লাইট অপারেশনস গ্রুপ। সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যের আকাশে যাত্রীবাহী বিমান চলাচল এখন আগের যেকোনো সময়ের তুলনায় নিরাপদ। তবে আন্তর্জাতিক...
১ ঘণ্টা আগেলেবাননের উদীয়মান নারী ফুটবলার সেলিন হায়দার। কয়েকদিন আগেই জাতীয় নারী ফুটবল দলে ডাক পেয়েছিলেন তিনি। তার স্বপ্ন ছিল আসন্ন ওয়েস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপে লেবাননের জার্সি গায়ে মাঠে নামার। কিন্তু সেই স্বপ্ন এখন অনেক দূরে। ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়ে এখন কোমায় মৃত্যুর সঙ্গে লড়ছেন সেলিন।
১ ঘণ্টা আগেভারতের আলোচিত গান্ধী পরিবারের অন্যতম উত্তরাধিকার প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। এই প্রথম তিনি কোনো নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এর জীবনের প্রথম নির্বাচনেই বাজিমাত করতে যাচ্ছেন তিনি। ভাই রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া ওয়ানাদ আসনে এখন পর্যন্ত ৩ লাখ ৯০ হাজার ভোটে এগিয়ে আছেন প্রিয়াঙ্কা
২ ঘণ্টা আগে