অনলাইন ডেস্ক
মিয়ানমারে ‘মৌন ধর্মঘট’-এ অংশগ্রহণকারীদের জেলে নেওয়ার হুমকি দিয়েছে ক্ষমতা দখলকারী জান্তা সরকার। মঙ্গলবার সামরিক বাহিনী কর্তৃক নির্বাচিত সরকার হটিয়ে ক্যু করে ক্ষমতা দখলের এক বছর পূর্তিতে এই ‘মৌন ধর্মঘট’ শুরু হয়। এমন এক সময়ে এই হুমকি দেওয়া হলো, যখন দেশটির ওপর মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডা নতুন করে আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
আন্দোলনকারীদের একজন নান লিন রয়টার্সকে বলেন, ‘আমাদের ভাগ্য ভালো হলে হয়তো গ্রেপ্তার হয়ে বাকি জীবন জেলেই কাটবে। আর কপাল খারাপ হলে আমাদের হত্যাও করা হতে পারে।’ তাঁর আশা, এই ‘মৌন ধর্মঘট’ সামরিক জান্তাকে একটি বার্তা দেবে।
এদিকে মঙ্গলবার জান্তাবিরোধী আন্দোলনকারীরা জনগণকে ঘরে থাকতে এবং ব্যবসায়ীদের তাঁদের ব্যবসা বন্ধ রাখতে আহ্বান জানিয়েছেন।
জান্তা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
এদিকে দেশটির জান্তা সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানিয়েছে, জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং দেশটিতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা আরও ছয় মাসের জন্য বাড়িয়েছেন।
এর আগে, ২০২০ সালে নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) কারচুপি করে জয়লাভ করেছে এমন অভিযোগ এনে সু চি ও দলটির অন্যান্য নেতাকে আটক করে ক্ষমতা দখল করে নেয় জান্তা সরকার। এর পর থেকেই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি বিশৃঙ্খলার মধ্যে রয়েছে।
সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর সামরিক জান্তার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ হয় মিয়ানমারজুড়ে। রাস্তায় নেমে আসে লাখো মানুষ। সে সময় দেশটির সরকারনিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েক শ মানুষকে হত্যা করে।
মিয়ানমারে ‘মৌন ধর্মঘট’-এ অংশগ্রহণকারীদের জেলে নেওয়ার হুমকি দিয়েছে ক্ষমতা দখলকারী জান্তা সরকার। মঙ্গলবার সামরিক বাহিনী কর্তৃক নির্বাচিত সরকার হটিয়ে ক্যু করে ক্ষমতা দখলের এক বছর পূর্তিতে এই ‘মৌন ধর্মঘট’ শুরু হয়। এমন এক সময়ে এই হুমকি দেওয়া হলো, যখন দেশটির ওপর মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডা নতুন করে আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
আন্দোলনকারীদের একজন নান লিন রয়টার্সকে বলেন, ‘আমাদের ভাগ্য ভালো হলে হয়তো গ্রেপ্তার হয়ে বাকি জীবন জেলেই কাটবে। আর কপাল খারাপ হলে আমাদের হত্যাও করা হতে পারে।’ তাঁর আশা, এই ‘মৌন ধর্মঘট’ সামরিক জান্তাকে একটি বার্তা দেবে।
এদিকে মঙ্গলবার জান্তাবিরোধী আন্দোলনকারীরা জনগণকে ঘরে থাকতে এবং ব্যবসায়ীদের তাঁদের ব্যবসা বন্ধ রাখতে আহ্বান জানিয়েছেন।
জান্তা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
এদিকে দেশটির জান্তা সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানিয়েছে, জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং দেশটিতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা আরও ছয় মাসের জন্য বাড়িয়েছেন।
এর আগে, ২০২০ সালে নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) কারচুপি করে জয়লাভ করেছে এমন অভিযোগ এনে সু চি ও দলটির অন্যান্য নেতাকে আটক করে ক্ষমতা দখল করে নেয় জান্তা সরকার। এর পর থেকেই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি বিশৃঙ্খলার মধ্যে রয়েছে।
সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর সামরিক জান্তার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ হয় মিয়ানমারজুড়ে। রাস্তায় নেমে আসে লাখো মানুষ। সে সময় দেশটির সরকারনিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েক শ মানুষকে হত্যা করে।
আরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
১ ঘণ্টা আগেমধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইসরায়েল, লেবানন, সিরিয়া ও ইরানের আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনায় পাইলটদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে সতর্ক করেছে ফ্লাইট অপারেশনস গ্রুপ। সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যের আকাশে যাত্রীবাহী বিমান চলাচল এখন আগের যেকোনো সময়ের তুলনায় নিরাপদ। তবে আন্তর্জাতিক...
১ ঘণ্টা আগেলেবাননের উদীয়মান নারী ফুটবলার সেলিন হায়দার। কয়েকদিন আগেই জাতীয় নারী ফুটবল দলে ডাক পেয়েছিলেন তিনি। তার স্বপ্ন ছিল আসন্ন ওয়েস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপে লেবাননের জার্সি গায়ে মাঠে নামার। কিন্তু সেই স্বপ্ন এখন অনেক দূরে। ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়ে এখন কোমায় মৃত্যুর সঙ্গে লড়ছেন সেলিন।
১ ঘণ্টা আগেভারতের আলোচিত গান্ধী পরিবারের অন্যতম উত্তরাধিকার প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। এই প্রথম তিনি কোনো নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এর জীবনের প্রথম নির্বাচনেই বাজিমাত করতে যাচ্ছেন তিনি। ভাই রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া ওয়ানাদ আসনে এখন পর্যন্ত ৩ লাখ ৯০ হাজার ভোটে এগিয়ে আছেন প্রিয়াঙ্কা
২ ঘণ্টা আগে