আফগানিস্তানে বোমা হামলায় নিহত শিক্ষার্থীদের দাফন সম্পন্ন

প্রকাশ : ১০ মে ২০২১, ১২: ২২
আপডেট : ১০ মে ২০২১, ১৩: ০৭

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি প্রাথমিক স্কুলের বাইরে ভয়াবহ বোমা হামলায় নিহত শিক্ষার্থীদের দাফন সম্পন্ন হয়েছে। গত শনিবারের ওই হামলায় ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগই ছিল স্কুলছাত্রী । যারা স্কুল থেকে বের হওয়ার পরই বিস্ফোরণে নিহত হয়।

এই বিস্ফোরণের জন্য তালেবানকে দায়ী করেছে আফগানিস্তান সরকার। তবে জঙ্গিগোষ্ঠী তালেবান এই হামলার দায় অস্বীকার করেছে।

কী কারণে এই হামলা চালানো হলো, তা এখনো জানা যায়নি। শনিবার পশ্চিম কাবুলের সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধুষ্যিত এলাকায় হামলা চালানো হয়। এটি শিয়া মুসলিমদের একটি সম্প্রদায় ।

এই হামলাকে ভয়ংকর হামলা বলে আখ্যায়িত করে টুইট করেছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। টুইট বার্তায় তিনি বলেন, কাবুলের স্কুলে যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

বিবিসির প্রতিবেদনে বলা হয় , প্রথম মরদেহটি কাবুলের 'মারটায়ার্স সিমেট্রি'তে দাফন হয়। এই কবরস্থানটিতে হাজারা সম্প্রদায়ের মানুষেরাই তাঁদের দাফন সম্পন্ন করে থাকেন।

একজন বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘হামলার পর আমি দ্রুত ঘটনাস্থলে যাই। মরদেহগুলো স্কুলছাত্রীদের ছিল। একটির ওপর আরেকটি মরদেহ পড়ে ছিল।’

এই ভয়াবহ বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়ার জাহরা নামের এক বালিকা সাংবাদিকদের বলে, ‘আমার বান্ধবীর মৃত্যু হয়েছে। সেখানে একটির পর একটি বিস্ফোরণ হচ্ছিল।’ অনেকে চিৎকার করছিল তখন।

আফগান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কাবুলে শনিবারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১৫০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, হামলাটি এমন সময় চালানো হলো যখন ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা নিয়ে ব্যস্ত ছিলেন স্থানীয়রা।

এদিকে গতকাল রোববার তালেবানের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের অস্ত্রবিরতি ঘোষণা করা হয়েছে।

ঠিক এক বছর আগে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্থানীয় হাসপাতালের প্রসূতি বিভাগে বোমা হামলা চালানো হয়েছিল। ওই হামলার নারী এবং শিশুসহ ২৪ জন নিহত হয়েছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত