অনলাইন ডেস্ক
সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী দুই গ্রুপের মধ্যকার সংঘর্ষে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় শুক্রবার প্রতিবেশী তুরস্কের সীমান্তবর্তী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
তুরস্কের সীমান্তবর্তী এলাকায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের সঙ্গে সিরিয়ার বাহিনীর সংঘর্ষের ফলে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ান বাহিনীর গোলন্দাজেরা তুরস্কের সীমান্তবর্তী শহর আল–বাব এলাকায় গোলাবর্ষণ করলে ৯ বেসামরিক লোক মারা যান। ওই এলাকাটি তুরস্ক সমর্থিত কুর্দি বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার সকালে এই হতাহতের ঘটনা ঘটে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘নিহতদের মধ্যে শিশুও রয়েছে এবং এ ছাড়া আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন।
এদিকে, কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের এক মুখপাত্র বাহিনীটির এই সংঘর্ষে জড়িত থাকার বিষয়টি নাকচ করেছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ান বাহিনীর গোলা একটি স্থানীয় একটি জনাকীর্ণ বাজারে আঘাত হানে। হামলার পরপরই সেখানকার লোকজনকে সরিয়ে নিয়ে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় এএফপি প্রতিনিধি জানিয়েছেন, ওই গোলার আঘাতে বাজারটি বিধ্বস্ত হয়ে যায়। বিভিন্ন স্থানে একাধিক মানুষের ছিন্নবিচ্ছিন্ন অঙ্গ–প্রত্যঙ্গ পড়ে থাকতে দেখা যায়।
তুরস্ক এবং সিরিয়ার কুর্দিদের মধ্যকার এই সংঘর্ষের ফলে এই সপ্তাহে এরই মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে এবং দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘর্ষ ক্রমশ বেড়েই চলেছে। সিরিয়ার উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের প্রশাসন জানিয়েছে, হাসাকেহ শহরের একটি কিশোরী পুনর্বাসন কেন্দ্রে তুর্কির বিদ্রোহীদের হামলায় বেশ কয়েকজন হতাহত হন।
সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী দুই গ্রুপের মধ্যকার সংঘর্ষে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় শুক্রবার প্রতিবেশী তুরস্কের সীমান্তবর্তী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
তুরস্কের সীমান্তবর্তী এলাকায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের সঙ্গে সিরিয়ার বাহিনীর সংঘর্ষের ফলে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ান বাহিনীর গোলন্দাজেরা তুরস্কের সীমান্তবর্তী শহর আল–বাব এলাকায় গোলাবর্ষণ করলে ৯ বেসামরিক লোক মারা যান। ওই এলাকাটি তুরস্ক সমর্থিত কুর্দি বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার সকালে এই হতাহতের ঘটনা ঘটে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘নিহতদের মধ্যে শিশুও রয়েছে এবং এ ছাড়া আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন।
এদিকে, কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের এক মুখপাত্র বাহিনীটির এই সংঘর্ষে জড়িত থাকার বিষয়টি নাকচ করেছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ান বাহিনীর গোলা একটি স্থানীয় একটি জনাকীর্ণ বাজারে আঘাত হানে। হামলার পরপরই সেখানকার লোকজনকে সরিয়ে নিয়ে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় এএফপি প্রতিনিধি জানিয়েছেন, ওই গোলার আঘাতে বাজারটি বিধ্বস্ত হয়ে যায়। বিভিন্ন স্থানে একাধিক মানুষের ছিন্নবিচ্ছিন্ন অঙ্গ–প্রত্যঙ্গ পড়ে থাকতে দেখা যায়।
তুরস্ক এবং সিরিয়ার কুর্দিদের মধ্যকার এই সংঘর্ষের ফলে এই সপ্তাহে এরই মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে এবং দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘর্ষ ক্রমশ বেড়েই চলেছে। সিরিয়ার উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের প্রশাসন জানিয়েছে, হাসাকেহ শহরের একটি কিশোরী পুনর্বাসন কেন্দ্রে তুর্কির বিদ্রোহীদের হামলায় বেশ কয়েকজন হতাহত হন।
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও সফর করতে পারেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ
৩ ঘণ্টা আগেহেজ ফান্ডের ম্যানেজার স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬২ বছর বয়সী বেসেন্ট, বিনিয়োগকারী সংস্থা ‘কি স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টে’র প্রতিষ্ঠাতা।
৪ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
৮ ঘণ্টা আগেআরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
৯ ঘণ্টা আগে