অনলাইন ডেস্ক
তালেবান ক্ষমতা দখলের সময় আফগানিস্তানের তৎকালীন সরকারের সঙ্গে জড়িতদের ওপর সাইবার আক্রমণ চালিয়েছিল পাকিস্তান। ফেসবুকের মাধ্যমে এই আক্রমণ চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তান থেকে সাইডকপি নামের একটি গ্রুপ ম্যালওয়্যার ওয়েবসাইটগুলোর লিংকগুলো শেয়ার করে। যার মাধ্যমে তারা ডিভাইসগুলোকে নজরদারিতে আনতে সক্ষম হয়। আফগানিস্তানের তৎকালীন সরকার, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টদের ওপর এই আক্রমণ চালানো হয়। ফেসবুকের জানায়, সাইডকপি গ্রুপটিকে গত আগস্টেই তারা নিজেদের প্ল্যাটফর্ম থেকে অপসারণ করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি মেটার পক্ষ থেকে জানানো হয়, সাইডকপি গ্রুপ তরুণীদের কাল্পনিক ব্যক্তিত্ব তৈরি করে রোমান্টিক প্রলোভন দেখায়। পরে চ্যাট অ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ওয়েবসাইটগুলোর লিংকগুলো ছড়িয়ে দেয়।
ফেসবুকের সাইবার গুপ্তচরবৃত্তি তদন্ত বিভাগের প্রধান মাইক ডিভিলিয়ানস্কি বলেন, কি কারণে এমন হামলা চালানো হয়েছিলে তা অনুমান করা কঠিন। আমরা জানি না এর শেষ ফলাফল কি ছিল।
ফেসবুক, টুইটার, গুগল, লিংকডিনসহ বিভিন্ন সামাজিক গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগমাধ্যম এবং ইমেইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, গত আগস্টে তালেবান আফগান দখলের সময় আফগানিদের অ্যাকাউন্ট লক করে দেওয়া হয়েছিল।
ফেসবুকের পক্ষ থেকে বলা হচ্ছে, এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই হ্যাকিং ক্যাম্পেইনটি চালানো হয়েছে। তবে আফগানিস্তানের ফেসবুক কর্মীদের নিরাপত্তা এবং এ নিয়ে পুরোপুরি তদন্ত শেষ করতে না পারায় তা প্রকাশ করা সম্ভব হয়নি। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে ফেসবুক অবগত করেছিল।
এদিকে ফেসবুক দাবি করেছে, গত মাসে সিরিয়ার এয়ার ফোর্স ইন্টেলিজেন্সের সঙ্গে যুক্ত দুটি হ্যাকিং গ্রুপের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে। ফেসবুক বলেছে যে সিরিয়ান ইলেকট্রনিক আর্মি নামে পরিচিত একটি গ্রুপ মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং শাসক সরকারের বিরোধিতাকারীদের ওপর সাইবার হামলা চালাত। এ ছাড়া অন্য আরেকটি গ্রুপ বাশার আল আসাদবিরোধী ফ্রি সিরিয়ান আর্মির সঙ্গে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে সাইবার হামলা চালাত।
তালেবান ক্ষমতা দখলের সময় আফগানিস্তানের তৎকালীন সরকারের সঙ্গে জড়িতদের ওপর সাইবার আক্রমণ চালিয়েছিল পাকিস্তান। ফেসবুকের মাধ্যমে এই আক্রমণ চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তান থেকে সাইডকপি নামের একটি গ্রুপ ম্যালওয়্যার ওয়েবসাইটগুলোর লিংকগুলো শেয়ার করে। যার মাধ্যমে তারা ডিভাইসগুলোকে নজরদারিতে আনতে সক্ষম হয়। আফগানিস্তানের তৎকালীন সরকার, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টদের ওপর এই আক্রমণ চালানো হয়। ফেসবুকের জানায়, সাইডকপি গ্রুপটিকে গত আগস্টেই তারা নিজেদের প্ল্যাটফর্ম থেকে অপসারণ করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি মেটার পক্ষ থেকে জানানো হয়, সাইডকপি গ্রুপ তরুণীদের কাল্পনিক ব্যক্তিত্ব তৈরি করে রোমান্টিক প্রলোভন দেখায়। পরে চ্যাট অ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ওয়েবসাইটগুলোর লিংকগুলো ছড়িয়ে দেয়।
ফেসবুকের সাইবার গুপ্তচরবৃত্তি তদন্ত বিভাগের প্রধান মাইক ডিভিলিয়ানস্কি বলেন, কি কারণে এমন হামলা চালানো হয়েছিলে তা অনুমান করা কঠিন। আমরা জানি না এর শেষ ফলাফল কি ছিল।
ফেসবুক, টুইটার, গুগল, লিংকডিনসহ বিভিন্ন সামাজিক গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগমাধ্যম এবং ইমেইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, গত আগস্টে তালেবান আফগান দখলের সময় আফগানিদের অ্যাকাউন্ট লক করে দেওয়া হয়েছিল।
ফেসবুকের পক্ষ থেকে বলা হচ্ছে, এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই হ্যাকিং ক্যাম্পেইনটি চালানো হয়েছে। তবে আফগানিস্তানের ফেসবুক কর্মীদের নিরাপত্তা এবং এ নিয়ে পুরোপুরি তদন্ত শেষ করতে না পারায় তা প্রকাশ করা সম্ভব হয়নি। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে ফেসবুক অবগত করেছিল।
এদিকে ফেসবুক দাবি করেছে, গত মাসে সিরিয়ার এয়ার ফোর্স ইন্টেলিজেন্সের সঙ্গে যুক্ত দুটি হ্যাকিং গ্রুপের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে। ফেসবুক বলেছে যে সিরিয়ান ইলেকট্রনিক আর্মি নামে পরিচিত একটি গ্রুপ মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং শাসক সরকারের বিরোধিতাকারীদের ওপর সাইবার হামলা চালাত। এ ছাড়া অন্য আরেকটি গ্রুপ বাশার আল আসাদবিরোধী ফ্রি সিরিয়ান আর্মির সঙ্গে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে সাইবার হামলা চালাত।
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
২ ঘণ্টা আগেআরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
৪ ঘণ্টা আগেমধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইসরায়েল, লেবানন, সিরিয়া ও ইরানের আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনায় পাইলটদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে সতর্ক করেছে ফ্লাইট অপারেশনস গ্রুপ। সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যের আকাশে যাত্রীবাহী বিমান চলাচল এখন আগের যেকোনো সময়ের তুলনায় নিরাপদ। তবে আন্তর্জাতিক...
৪ ঘণ্টা আগেলেবাননের উদীয়মান নারী ফুটবলার সেলিন হায়দার। কয়েকদিন আগেই জাতীয় নারী ফুটবল দলে ডাক পেয়েছিলেন তিনি। তার স্বপ্ন ছিল আসন্ন ওয়েস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপে লেবাননের জার্সি গায়ে মাঠে নামার। কিন্তু সেই স্বপ্ন এখন অনেক দূরে। ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়ে এখন কোমায় মৃত্যুর সঙ্গে লড়ছেন সেলিন।
৪ ঘণ্টা আগে