অনলাইন ডেস্ক
ঢাকা: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের ওজন কমায় উদ্বিগ্ন দেশটির নাগরিকেরা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নাগরিক দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেআরটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন।
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের স্বাস্থ্যের বিষয়ে প্রায়ই গোপনীয়তা রক্ষা করা হয়। এছাড়া তাঁর বয়সও নিশ্চিত নয়। ধারণা করা হয়, কিমের বয়স এখন ৩৭ বছরের মতো। আগের তুলনায় সম্প্রতি তাঁকে টেলিভিশনে কিছুটা ক্ষীণকায় মনে হয়েছে। তবে কী কারণে তাঁর ওজন কমেছে তা নিয়ে এখনো কিছু জানা যায়নি ।
সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন, ‘সম্মানিত মহাসচিবকে (কিম জং উন) ক্ষীণকায় দেখে জনগণের মন একেবারে ভেঙে গেছে। সবাই বলছে, তাঁদের বুক ফেটে কান্না আসছে।’
মাসখানেক জনসমক্ষে না আসার পর সম্প্রতি উত্তর কোরিয়ার সরকারি সম্প্রচারমাধ্যমে দেখা যায় কিমকে। সেই ফুটেজে দেখা যায়, দেশটির শাসকদলের কেন্দ্রীয় কমিটির প্লেনারি বৈঠক শেষে একটি কনসার্টে অংশ নিয়েছেন কিম ও দলের অন্য নেতারা। আর সেই ভিডিও দেখেই হৃদয় ভেঙে গেছে তাঁর ভক্তদের।
গত বছর দীর্ঘদিন জনসমক্ষে আসেননি কিম। সেসময় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, গুরুতর রোগে আক্রান্ত হয়েছেন কিম। ওই সময় উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও অংশ নেননি কিম জং উন। পরে অবশ্য মে মাসের শুরুর দিকেই আবারও জনসমক্ষে আসেন তিনি।
ঢাকা: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের ওজন কমায় উদ্বিগ্ন দেশটির নাগরিকেরা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নাগরিক দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেআরটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন।
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের স্বাস্থ্যের বিষয়ে প্রায়ই গোপনীয়তা রক্ষা করা হয়। এছাড়া তাঁর বয়সও নিশ্চিত নয়। ধারণা করা হয়, কিমের বয়স এখন ৩৭ বছরের মতো। আগের তুলনায় সম্প্রতি তাঁকে টেলিভিশনে কিছুটা ক্ষীণকায় মনে হয়েছে। তবে কী কারণে তাঁর ওজন কমেছে তা নিয়ে এখনো কিছু জানা যায়নি ।
সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন, ‘সম্মানিত মহাসচিবকে (কিম জং উন) ক্ষীণকায় দেখে জনগণের মন একেবারে ভেঙে গেছে। সবাই বলছে, তাঁদের বুক ফেটে কান্না আসছে।’
মাসখানেক জনসমক্ষে না আসার পর সম্প্রতি উত্তর কোরিয়ার সরকারি সম্প্রচারমাধ্যমে দেখা যায় কিমকে। সেই ফুটেজে দেখা যায়, দেশটির শাসকদলের কেন্দ্রীয় কমিটির প্লেনারি বৈঠক শেষে একটি কনসার্টে অংশ নিয়েছেন কিম ও দলের অন্য নেতারা। আর সেই ভিডিও দেখেই হৃদয় ভেঙে গেছে তাঁর ভক্তদের।
গত বছর দীর্ঘদিন জনসমক্ষে আসেননি কিম। সেসময় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, গুরুতর রোগে আক্রান্ত হয়েছেন কিম। ওই সময় উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও অংশ নেননি কিম জং উন। পরে অবশ্য মে মাসের শুরুর দিকেই আবারও জনসমক্ষে আসেন তিনি।
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও সফর করতে পারেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ
৬ ঘণ্টা আগেহেজ ফান্ডের ম্যানেজার স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬২ বছর বয়সী বেসেন্ট, বিনিয়োগকারী সংস্থা ‘কি স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টে’র প্রতিষ্ঠাতা।
৬ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
১০ ঘণ্টা আগেআরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
১১ ঘণ্টা আগে