কিমের ক্ষমতায় থাকার ১০ বছর উদ্‌যাপন 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২২, ১৭: ৫৩

কিম জং উনের ক্ষমতায় থাকার ১০ বছর পূর্তি উদ্‌যাপন করেছেন উত্তর কোরিয়া। বিগত ১০ বছর ধরে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির দায়িত্বে থেকে দেশটির সামরিক শক্তি ও পারমাণবিক অস্ত্র তৈরি কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ায় কিম জং উনের নেতৃত্ব ও রাজনৈতিক কৃতিত্বের কথা উল্লেখ করে কিমের নতুন প্রতিকৃতি উন্মোচন ও প্রদর্শন করেছে। সোমবার সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। 

 ২০১১ সালের ডিসেম্বরে কিম জং উনের পিতা কিম জং ইল মারা যাওয়ার পর কিম দেশটির সামরিক বাহিনীর সর্বোচ্চ কমান্ডার মনোনীত করা হয় এবং এরপরই তিনি দেশটির সর্বময় শাসনক্ষমতা নিজের হাতে তুলে নেন। 

সোমবার কিম জং উনের দল ও রাষ্ট্রের নেতা নির্বাচিত হওয়ার ১০ বছর পূর্ণ হয়। কিম পরিবার তার পুরো ইতিহাস ধরে একদলীয় রাষ্ট্র শাসন করেছে। 

রোববার উত্তর কোরিয়ায় একটি জাতীয় সমাবেশে ওয়ার্কার্স পার্টির সিনিয়র নেতা ও দলটির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর প্রেসিডিয়াম সদস্য চো রিয়ং হে কিম জং উনকে ‘প্রতিভাধর চিন্তাবিদ ও তাত্ত্বিক’ আখ্যা দিয়ে প্রশংসা করে বলেন, কিম জং উন এক অসামান্য রাষ্ট্রনায়ক ও অতুলনীয় মহান সেনাপতি। 

প্রায় এক সপ্তাহ আগে ১০ বছর পূর্তির অনুষ্ঠান আয়োজন শুরু হয়। এই অনুষ্ঠানে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা ও কিম জং উনের দাদা কিম ইল সুং এর জন্মের ১১০ বছর পূর্তি অনুষ্ঠানও অন্তর্ভুক্ত থাকবে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত