অনলাইন ডেস্ক
উত্তর কোরিয়া ফের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলে কোরীয় উপদ্বীপে সংকট ফিরে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন হুঁশিয়ারি দেন।
গত জানুয়ারিতে সাতটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ২০১৭ সালের পর থেকে এবারই সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। ওই সময় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে উসকানি দিচ্ছিলেন।
সাক্ষাৎকারে মুন জে-ইন বলেন, উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যদি চলতে থাকে, তাহলে কোরীয় উপদ্বীপ সেই সংকটের মধ্যে ফিরে যেতে পারে, যা আমরা পাঁচ বছর আগে সম্মুখীন হয়েছিলাম।
মুন তার পাঁচ বছরের মেয়াদে উত্তর কোরিয়ার সঙ্গে বারবার শান্তি আলোচনা চালিয়েছিলেন। আগামী মে মাসে তাঁর ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে। দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট শুধু একবারই ক্ষমতায় থাকাতে পারেন। আগামী ৯ মার্চ দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জানান, পারমাণবিক অস্ত্র ইস্যুতে আলোচনায় অগ্রগতি না হওয়া সত্ত্বেও কিমের সঙ্গে তাঁর প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রয়েছে।
ট্রাম্প ও কিমের মধ্যকার আলোচনা ফলপ্রসূ না হওয়ায়ও দুঃখ প্রকাশ করেন মুন জে-ইন।
মুন জে-ইন বলেন, ‘সবচেয়ে ভালো হতো যদি তখন একটা বড় চুক্তি হয়ে যেত। তবে আমি মনে করি, ছোট একটা চুক্তি হলেও হওয়া উচিত ছিল।’
উত্তর কোরিয়া ফের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলে কোরীয় উপদ্বীপে সংকট ফিরে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন হুঁশিয়ারি দেন।
গত জানুয়ারিতে সাতটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ২০১৭ সালের পর থেকে এবারই সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। ওই সময় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে উসকানি দিচ্ছিলেন।
সাক্ষাৎকারে মুন জে-ইন বলেন, উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যদি চলতে থাকে, তাহলে কোরীয় উপদ্বীপ সেই সংকটের মধ্যে ফিরে যেতে পারে, যা আমরা পাঁচ বছর আগে সম্মুখীন হয়েছিলাম।
মুন তার পাঁচ বছরের মেয়াদে উত্তর কোরিয়ার সঙ্গে বারবার শান্তি আলোচনা চালিয়েছিলেন। আগামী মে মাসে তাঁর ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে। দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট শুধু একবারই ক্ষমতায় থাকাতে পারেন। আগামী ৯ মার্চ দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জানান, পারমাণবিক অস্ত্র ইস্যুতে আলোচনায় অগ্রগতি না হওয়া সত্ত্বেও কিমের সঙ্গে তাঁর প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রয়েছে।
ট্রাম্প ও কিমের মধ্যকার আলোচনা ফলপ্রসূ না হওয়ায়ও দুঃখ প্রকাশ করেন মুন জে-ইন।
মুন জে-ইন বলেন, ‘সবচেয়ে ভালো হতো যদি তখন একটা বড় চুক্তি হয়ে যেত। তবে আমি মনে করি, ছোট একটা চুক্তি হলেও হওয়া উচিত ছিল।’
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও সফর করতে পারেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ
৩ ঘণ্টা আগেহেজ ফান্ডের ম্যানেজার স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬২ বছর বয়সী বেসেন্ট, বিনিয়োগকারী সংস্থা ‘কি স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টে’র প্রতিষ্ঠাতা।
৪ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
৭ ঘণ্টা আগেআরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
৯ ঘণ্টা আগে