অনলাইন ডেস্ক
একটি বিদ্রোহী বাহিনী থেকে কীভাবে তালেবানের সেনাবাহিনী নিয়মিত বাহিনীতে পরিণত হয়েছে সেটি প্রদর্শনে সামরিক মহড়া করেছে তালেবান বাহিনী। গতকাল রোববার রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের তৈরি সাঁজোয়া যান এবং রাশিয়ার তৈরি হেলিকপ্টার ব্যবহার করে এই মহড়া করে তালেবান বাহিনী।
আফগানিস্তানে দুই দশক ধরে বিদ্রোহী বাহিনী হিসেবে তালেবান যুদ্ধ করেছে। এরপর গত আগস্টে পশ্চিমা-সমর্থিত প্রাক্তন আশরাফ ঘানি সরকারের পতন হয়। এর ফলে নিজেদের বাহিনীকে নতুন করে ঢেলে সাজাতে সাবেক সরকারি বাহিনীর ফেলে যাওয়া যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র ও সরঞ্জামের বিশাল মজুত ব্যবহার করছে তারা।
তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওয়ারাজমি বলেছেন, এই মহড়াটি নতুন প্রশিক্ষণ পাওয়া ২৫০ জন সৈন্যের যোগদান উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এ সময় কাবুলের মহাসড়কগুলোতে যুক্তরাষ্ট্রের নির্মিত এম ১১৭ সাঁজোয়া যান ধীর গতিতে আসা-যাওয়া করেছে। একই সঙ্গে এমআই-১৭ হেলিকপ্টারকে টহল দিতে দেখা গেছে। এ ছাড়া মহড়ায় অনেক সৈন্যের হাতে ছিল যুক্তরাষ্ট্রের নির্মিত এম-৪ অ্যাসল্ট রাইফেলস।
তালেবান বাহিনী বর্তমানে যেসব অস্ত্র ব্যবহার করছে, তার অধিকাংশই যুক্তরাষ্ট্রের তৈরি। এই অস্ত্রগুলো তালেবানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সাবেক আফগান জাতীয় বাহিনীকে দেওয়া হয়েছিল। দেশটির সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি পালিয়ে যাওয়ার পর ওই বাহিনীও ভেঙে যায়। এর ফলে যুক্তরাষ্ট্রের দেওয়া এই বিপুল অস্ত্রের ভান্ডার তালেবানের হাতে চলে যায়।
তালেবান কর্মকর্তারা বলছেন, আগের আফগান সরকার বাহিনীর পাইলট, কারিগর ও অন্যান্য বিশেষজ্ঞদের তালেবানের নতুন বাহিনীর সঙ্গে একীভূত করে নেওয়া হবে। এ ছাড়া তালেবান বিদ্রোহীরা ঐতিহ্যবাহী আফগান পোশাক পরলেও এখন তারা প্রচলিত সামরিক পোশাক পরতে শুরু করেছে।
এক হিসেবে দেখা গেছে, ২০০২ থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সামরিক বাহিনীকে ২ হাজার ৮০০ কোটি ডলারের বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র দিয়েছে। এগুলোর মধ্যে অন্যতম ছিল বন্দুক, বিমান এবং গোয়েন্দা নজরদারি চালানোর জন্য ড্রোন।
এর মধ্যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আফগানিস্তান ত্যাগ করার আগে ৭০ টিরও বেশি বিমান ধ্বংস করে দেয়। এ ছাড়া এক ডজনেরও বেশি সাঁজোয়া যান বিকল করে দিয়ে যায়। তবে বাকি সমরাস্ত্রগুলো তালেবান বাহিনী দখল করে নেয়।
একটি বিদ্রোহী বাহিনী থেকে কীভাবে তালেবানের সেনাবাহিনী নিয়মিত বাহিনীতে পরিণত হয়েছে সেটি প্রদর্শনে সামরিক মহড়া করেছে তালেবান বাহিনী। গতকাল রোববার রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের তৈরি সাঁজোয়া যান এবং রাশিয়ার তৈরি হেলিকপ্টার ব্যবহার করে এই মহড়া করে তালেবান বাহিনী।
আফগানিস্তানে দুই দশক ধরে বিদ্রোহী বাহিনী হিসেবে তালেবান যুদ্ধ করেছে। এরপর গত আগস্টে পশ্চিমা-সমর্থিত প্রাক্তন আশরাফ ঘানি সরকারের পতন হয়। এর ফলে নিজেদের বাহিনীকে নতুন করে ঢেলে সাজাতে সাবেক সরকারি বাহিনীর ফেলে যাওয়া যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র ও সরঞ্জামের বিশাল মজুত ব্যবহার করছে তারা।
তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওয়ারাজমি বলেছেন, এই মহড়াটি নতুন প্রশিক্ষণ পাওয়া ২৫০ জন সৈন্যের যোগদান উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এ সময় কাবুলের মহাসড়কগুলোতে যুক্তরাষ্ট্রের নির্মিত এম ১১৭ সাঁজোয়া যান ধীর গতিতে আসা-যাওয়া করেছে। একই সঙ্গে এমআই-১৭ হেলিকপ্টারকে টহল দিতে দেখা গেছে। এ ছাড়া মহড়ায় অনেক সৈন্যের হাতে ছিল যুক্তরাষ্ট্রের নির্মিত এম-৪ অ্যাসল্ট রাইফেলস।
তালেবান বাহিনী বর্তমানে যেসব অস্ত্র ব্যবহার করছে, তার অধিকাংশই যুক্তরাষ্ট্রের তৈরি। এই অস্ত্রগুলো তালেবানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সাবেক আফগান জাতীয় বাহিনীকে দেওয়া হয়েছিল। দেশটির সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি পালিয়ে যাওয়ার পর ওই বাহিনীও ভেঙে যায়। এর ফলে যুক্তরাষ্ট্রের দেওয়া এই বিপুল অস্ত্রের ভান্ডার তালেবানের হাতে চলে যায়।
তালেবান কর্মকর্তারা বলছেন, আগের আফগান সরকার বাহিনীর পাইলট, কারিগর ও অন্যান্য বিশেষজ্ঞদের তালেবানের নতুন বাহিনীর সঙ্গে একীভূত করে নেওয়া হবে। এ ছাড়া তালেবান বিদ্রোহীরা ঐতিহ্যবাহী আফগান পোশাক পরলেও এখন তারা প্রচলিত সামরিক পোশাক পরতে শুরু করেছে।
এক হিসেবে দেখা গেছে, ২০০২ থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সামরিক বাহিনীকে ২ হাজার ৮০০ কোটি ডলারের বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র দিয়েছে। এগুলোর মধ্যে অন্যতম ছিল বন্দুক, বিমান এবং গোয়েন্দা নজরদারি চালানোর জন্য ড্রোন।
এর মধ্যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আফগানিস্তান ত্যাগ করার আগে ৭০ টিরও বেশি বিমান ধ্বংস করে দেয়। এ ছাড়া এক ডজনেরও বেশি সাঁজোয়া যান বিকল করে দিয়ে যায়। তবে বাকি সমরাস্ত্রগুলো তালেবান বাহিনী দখল করে নেয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
২ ঘণ্টা আগেআরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
৩ ঘণ্টা আগেমধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইসরায়েল, লেবানন, সিরিয়া ও ইরানের আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনায় পাইলটদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে সতর্ক করেছে ফ্লাইট অপারেশনস গ্রুপ। সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যের আকাশে যাত্রীবাহী বিমান চলাচল এখন আগের যেকোনো সময়ের তুলনায় নিরাপদ। তবে আন্তর্জাতিক...
৩ ঘণ্টা আগেলেবাননের উদীয়মান নারী ফুটবলার সেলিন হায়দার। কয়েকদিন আগেই জাতীয় নারী ফুটবল দলে ডাক পেয়েছিলেন তিনি। তার স্বপ্ন ছিল আসন্ন ওয়েস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপে লেবাননের জার্সি গায়ে মাঠে নামার। কিন্তু সেই স্বপ্ন এখন অনেক দূরে। ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়ে এখন কোমায় মৃত্যুর সঙ্গে লড়ছেন সেলিন।
৪ ঘণ্টা আগে