অনলাইন ডেস্ক
তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে এখনো স্বাভাবিক হয়নি পরিস্থিতি। বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রতিদিনই দেশত্যাগ করতে এখানে ভিড় করছেন হাজার হাজার মানুষ।
আজ সোমবার (২৩ আগস্ট) কাবুল বিমানবন্দরের উত্তর গেটে অজ্ঞাত ব্যক্তির গুলিতে এক আফগান নিরাপত্তারক্ষী নিহতের ঘটনা ঘটেছে। জার্মানির সামরিক বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার এক অজ্ঞাত বন্দুকধারী হামলা চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়।
এক টুইট বার্তায় জার্মানির সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার সকালের এই বন্দুক হামলায় তিনজন আহত হয়েছেন। বিমান বন্দরের ওই গেটে মার্কিন বাহিনী ও জার্মান বাহিনী দায়িত্বপালন করছে।
এর আগে গতকাল রোববার (২২ আগস্ট) কাবুল বিমানবন্দরের বাইরে আফগানিস্তানের সাতজন নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করায় তাঁরা দেশত্যাগ করতে কাবুল বিমানবন্দরে ভিড় করেছিল।
গতকাল রোববার (২২ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে ন্যাটো জানায়, তালেবান ক্ষমতা দখলের পর থেকে কাবুল বিমানবন্দরে চলা বিশৃঙ্খলায় এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পরিস্থিতি খুবই ভয়াবহ। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা সাধ্যমতো সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাড়ে চার হাজার সেনা সাময়িকভাবে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে। এছাড়া নাগরিকদের নিরাপদে দেশে ফেরানোর জন্য বিমানবন্দরে যুক্তরাজ্যের ৯০০ সেনা টহলে রয়েছে।
বিমানবন্দরের চারপাশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে আফগানদের বিমানবন্দরে ঢুকতে বাধা দিচ্ছে তালেবান। ভ্রমণের কাগজপত্র ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি কাগজপত্র থাকলেও বাধা দেওয়ার অভিযোগ আছে।
প্রসঙ্গত, চলতি বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই আফগানিস্তান দখলে নিতে শুরু করে তালেবান।
তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে এখনো স্বাভাবিক হয়নি পরিস্থিতি। বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রতিদিনই দেশত্যাগ করতে এখানে ভিড় করছেন হাজার হাজার মানুষ।
আজ সোমবার (২৩ আগস্ট) কাবুল বিমানবন্দরের উত্তর গেটে অজ্ঞাত ব্যক্তির গুলিতে এক আফগান নিরাপত্তারক্ষী নিহতের ঘটনা ঘটেছে। জার্মানির সামরিক বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার এক অজ্ঞাত বন্দুকধারী হামলা চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়।
এক টুইট বার্তায় জার্মানির সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার সকালের এই বন্দুক হামলায় তিনজন আহত হয়েছেন। বিমান বন্দরের ওই গেটে মার্কিন বাহিনী ও জার্মান বাহিনী দায়িত্বপালন করছে।
এর আগে গতকাল রোববার (২২ আগস্ট) কাবুল বিমানবন্দরের বাইরে আফগানিস্তানের সাতজন নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করায় তাঁরা দেশত্যাগ করতে কাবুল বিমানবন্দরে ভিড় করেছিল।
গতকাল রোববার (২২ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে ন্যাটো জানায়, তালেবান ক্ষমতা দখলের পর থেকে কাবুল বিমানবন্দরে চলা বিশৃঙ্খলায় এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পরিস্থিতি খুবই ভয়াবহ। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা সাধ্যমতো সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাড়ে চার হাজার সেনা সাময়িকভাবে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে। এছাড়া নাগরিকদের নিরাপদে দেশে ফেরানোর জন্য বিমানবন্দরে যুক্তরাজ্যের ৯০০ সেনা টহলে রয়েছে।
বিমানবন্দরের চারপাশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে আফগানদের বিমানবন্দরে ঢুকতে বাধা দিচ্ছে তালেবান। ভ্রমণের কাগজপত্র ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি কাগজপত্র থাকলেও বাধা দেওয়ার অভিযোগ আছে।
প্রসঙ্গত, চলতি বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই আফগানিস্তান দখলে নিতে শুরু করে তালেবান।
ভারতের দুই রাজ্য মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিছুদিন আগেই। সেই নির্বাচনের ফলাফলে দেখা গেছে, মহারাষ্ট্রে বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সই (এনডিএ) ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তবে ঝাড়খণ্ডে বিজেপির জোট এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত কংগ্রেস ও স্থানী ঝাড়খণ্ড জনমুক্তি
২ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইউক্রেনের রণক্ষেত্রে নতুন হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে। অর্থাৎ, রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাবে।
৪ ঘণ্টা আগেএকজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
১৩ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১৩ ঘণ্টা আগে