অনলাইন ডেস্ক
মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর ক্ষমতায় বসে তালেবান। নিরাপত্তা দেওয়া, সাধারণ ক্ষমা, নারী অধিকারসহ নানান বিষয়ে প্রতিশ্রুতি দিলেও এর অনেক কিছুই বাস্তবায়ন করা হয়নি।
জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সহযোগীদের নিয়ে অসংখ্য সাবেক আফগান কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং আন্তর্জাতিক সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা লোকদের হত্যা করেছে তালেবান।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল। কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা সত্ত্বেও সাবেক আফগান কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং আন্তর্জাতিক সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা লোকদের হত্যা, গুম এবং অন্যান্য সহিংসতার অভিযোগ পাওয়া যাচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন সেনারা গত ১৫ আগস্ট আফগানিস্তান ছাড়ার পর থেকে এ পর্যন্ত শতাধিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। দুই-তৃতীয়াংশের বেশি হত্যার সঙ্গে জড়িত তালেবান ও তাদের সহযোগীরা। এ ছাড়া জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের স্থানীয় শাখার সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ৫০ জনকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এমনকি মানবাধিকারকর্মী এবং গণমাধ্যমকর্মীরাও আক্রমণ, ভয়ভীতি, হয়রানি, নির্বিচার গ্রেপ্তার, দুর্ব্যবহার এবং হত্যার শিকার হচ্ছেন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতিবেদনে আফগানিস্তানের বর্তমান করুণ চিত্র উঠে এসেছে। আন্তোনিও গুতেরেস বলেন, সম্পূর্ণ জটিল পরিস্থিতিতে সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
জাতিসংঘের মহাসচিব একটি নতুন মানবাধিকার মনিটরিং ইউনিট গঠনসহ পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘ মিশনের পুনর্গঠন অনুমোদনের জন্য কাউন্সিলকে সুপারিশ করেছেন।
মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর ক্ষমতায় বসে তালেবান। নিরাপত্তা দেওয়া, সাধারণ ক্ষমা, নারী অধিকারসহ নানান বিষয়ে প্রতিশ্রুতি দিলেও এর অনেক কিছুই বাস্তবায়ন করা হয়নি।
জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সহযোগীদের নিয়ে অসংখ্য সাবেক আফগান কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং আন্তর্জাতিক সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা লোকদের হত্যা করেছে তালেবান।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল। কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা সত্ত্বেও সাবেক আফগান কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং আন্তর্জাতিক সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা লোকদের হত্যা, গুম এবং অন্যান্য সহিংসতার অভিযোগ পাওয়া যাচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন সেনারা গত ১৫ আগস্ট আফগানিস্তান ছাড়ার পর থেকে এ পর্যন্ত শতাধিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। দুই-তৃতীয়াংশের বেশি হত্যার সঙ্গে জড়িত তালেবান ও তাদের সহযোগীরা। এ ছাড়া জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের স্থানীয় শাখার সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ৫০ জনকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এমনকি মানবাধিকারকর্মী এবং গণমাধ্যমকর্মীরাও আক্রমণ, ভয়ভীতি, হয়রানি, নির্বিচার গ্রেপ্তার, দুর্ব্যবহার এবং হত্যার শিকার হচ্ছেন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতিবেদনে আফগানিস্তানের বর্তমান করুণ চিত্র উঠে এসেছে। আন্তোনিও গুতেরেস বলেন, সম্পূর্ণ জটিল পরিস্থিতিতে সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
জাতিসংঘের মহাসচিব একটি নতুন মানবাধিকার মনিটরিং ইউনিট গঠনসহ পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘ মিশনের পুনর্গঠন অনুমোদনের জন্য কাউন্সিলকে সুপারিশ করেছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছিল, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতাচ্যুতির পেছনে সৌদি আরবের হাত ছিল বলে দাবি করেছেন তাঁর স্ত্রী বুশরা বিবি। সংবাদমাধ্যমগুলো বুশরা বিবির একটি ভিডিও বক্তব্যের বরাত দিয়ে এই খবর দিয়েছিল।
১২ মিনিট আগেভারতের মিজোরাম রাজ্য সরকার দেশ ও দেশের বাইরের বিভিন্ন স্থান থেকে আশ্রয় নেওয়া সব শরণার্থীকে একটি স্থানে স্থানান্তরিত করার পরিকল্পনা করছে। পাশাপাশি তাদের সবাইকে একত্র করারও উদ্যোগ নিয়েছে। এর ফলে, ২ হাজারের বেশি বাংলাদেশিও এই কেন্দ্রে আশ্রয় পাবেন বলে জানিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক পরামর্শদা
২৬ মিনিট আগেবাংলাদেশে পাচারের জন্য ভারতের রাজস্থান রাজ্যের একটি দোকান থেকে বেশ কয়েকটি আইফোন চুরি করেছিল একটি চক্র। যার বাজার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি রুপি। জয়পুর পুলিশ সম্প্রতি সেই চক্রটির ৫ সদস্যকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, গত ৬ নভেম্বর একটি স্থানীয় মোবাইল দোকান থেকে আইফোনগুলো
৪৩ মিনিট আগেভারতের দুই রাজ্য মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিছুদিন আগেই। সেই নির্বাচনের ফলাফলে দেখা গেছে, মহারাষ্ট্রে বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সই (এনডিএ) ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তবে ঝাড়খণ্ডে বিজেপির জোট এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত কংগ্রেস ও স্থানী ঝাড়খণ্ড জনমুক্তি
৪ ঘণ্টা আগে