অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের নতুন ঢেউয়ে বিপর্যস্ত মিয়ানমার। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে মিয়ানমারের জান্তা সরকার। আজ বুধবার মিয়ানমারের সরকারি গণমাধ্যমের খবরে এমনটি বলা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনারা। অভ্যুত্থানের প্রতিবাদে অনেক মেডিকেল কর্মী চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় দেশটির চিকিৎসা ব্যবস্থা আরও ভেঙে পড়ে।
বাড়িতে থাকার নির্দেশনা জারি হলেও করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে পারছে না মিয়ানমারের সেনা সরকার। করোনায় মৃতদের সৎকারে শ্মশানগুলোতে পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ চলছে। অনেক স্বেচ্ছাসেবী বাড়িতে মৃতদের দেহ বের করে আনতে অবিরত কাজ করে যাচ্ছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়াতে মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইং একটি সমন্বয় বৈঠক করেছেন। বৈঠকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে গঠিত করোনা মোকাবিলা তহবিলের কাছে মিয়ানমারের অর্থ সহায়তা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
দেশটির সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে বলা হয়, আসিয়ান এবং অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে কাজ করার চেষ্টা করছে মিয়ানমার। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি দেশটির সরকারি এই সংবাদমাধ্যম।
মিয়ানমারে করোনার টিকা প্রয়োগ কর্মসূচিও ধীর গতিতে চলছে। মিয়ানমারের জান্তা সরকারের গঠিত স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের মতে, দেশটির ৫ কোটি ৪০ লাখের নাগরিকের মধ্যে এখন পর্যন্ত মাত্র ১০ লাখ ৭৫ হাজার জনকে করোনা টিকা দেওয়া হয়েছে।
আজ বুধবারও দেশটিতে প্রায় ৫ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এটি গত মে মাসের শুরুর দিকের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, মিয়ানমারে করোনার প্রকৃত চিত্র অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
করোনাভাইরাসের নতুন ঢেউয়ে বিপর্যস্ত মিয়ানমার। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে মিয়ানমারের জান্তা সরকার। আজ বুধবার মিয়ানমারের সরকারি গণমাধ্যমের খবরে এমনটি বলা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনারা। অভ্যুত্থানের প্রতিবাদে অনেক মেডিকেল কর্মী চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় দেশটির চিকিৎসা ব্যবস্থা আরও ভেঙে পড়ে।
বাড়িতে থাকার নির্দেশনা জারি হলেও করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে পারছে না মিয়ানমারের সেনা সরকার। করোনায় মৃতদের সৎকারে শ্মশানগুলোতে পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ চলছে। অনেক স্বেচ্ছাসেবী বাড়িতে মৃতদের দেহ বের করে আনতে অবিরত কাজ করে যাচ্ছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়াতে মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইং একটি সমন্বয় বৈঠক করেছেন। বৈঠকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে গঠিত করোনা মোকাবিলা তহবিলের কাছে মিয়ানমারের অর্থ সহায়তা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
দেশটির সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে বলা হয়, আসিয়ান এবং অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে কাজ করার চেষ্টা করছে মিয়ানমার। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি দেশটির সরকারি এই সংবাদমাধ্যম।
মিয়ানমারে করোনার টিকা প্রয়োগ কর্মসূচিও ধীর গতিতে চলছে। মিয়ানমারের জান্তা সরকারের গঠিত স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের মতে, দেশটির ৫ কোটি ৪০ লাখের নাগরিকের মধ্যে এখন পর্যন্ত মাত্র ১০ লাখ ৭৫ হাজার জনকে করোনা টিকা দেওয়া হয়েছে।
আজ বুধবারও দেশটিতে প্রায় ৫ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এটি গত মে মাসের শুরুর দিকের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, মিয়ানমারে করোনার প্রকৃত চিত্র অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইসরায়েল, লেবানন, সিরিয়া ও ইরানের আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনায় পাইলটদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে সতর্ক করেছে ফ্লাইট অপারেশনস গ্রুপ। সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যের আকাশে যাত্রীবাহী বিমান চলাচল এখন আগের যেকোনো সময়ের তুলনায় নিরাপদ। তবে আন্তর্জাতিক...
৭ মিনিট আগেলেবাননের উদীয়মান নারী ফুটবলার সেলিন হায়দার। কয়েকদিন আগেই জাতীয় নারী ফুটবল দলে ডাক পেয়েছিলেন তিনি। তার স্বপ্ন ছিল আসন্ন ওয়েস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপে লেবাননের জার্সি গায়ে মাঠে নামার। কিন্তু সেই স্বপ্ন এখন অনেক দূরে। ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়ে এখন কোমায় মৃত্যুর সঙ্গে লড়ছেন সেলিন।
১৬ মিনিট আগেভারতের আলোচিত গান্ধী পরিবারের অন্যতম উত্তরাধিকার প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। এই প্রথম তিনি কোনো নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এর জীবনের প্রথম নির্বাচনেই বাজিমাত করতে যাচ্ছেন তিনি। ভাই রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া ওয়ানাদ আসনে এখন পর্যন্ত ৩ লাখ ৯০ হাজার ভোটে এগিয়ে আছেন প্রিয়াঙ্কা
২ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধ রাশিয়া নতুন রণকৌশল গ্রহণ করেছে। এখন থেকে রাশিয়া ইউক্রেনে হামলার ক্ষেত্রে নতুনত্ব আনবে। কেবল সামরিক অবকাঠামো বা স্থাপনায় নয়, রাশিয়া এখন থেকে ইউক্রেনের কৌশলগত সব ধরনের স্থাপনায়ই হামলা চালাবে।
৩ ঘণ্টা আগে