আজকের পত্রিকা ডেস্ক
জু আয়ে। বয়স দশের কাছাকাছি হবে। জু আয়ের শাসক বাবা চান, দেশে ‘জু আয়ে’ নামে থাকবে একজনই। পুরো দেশের মধ্যে তাঁর আদরের মেয়ের নামে আর কেউ থাকবে না। যারা আগে থেকেই এ নামে পরিচিত তাদের সবাইকে পরিবর্তন করে নিতে হবে নিজের নামটি। এমনই কঠোর আদেশ নেতা বাবার। না, কোনো রূপকথার গল্প নয় এটি।
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও তাঁর মেয়ে জু আয়ের কথা বলা হচ্ছিল।
এ-সংক্রান্ত নতুন এক আদেশ জারি করেছেন কিম জং-উন। তাতে জানানো হয়েছে, তাঁর মেয়ের নামে যেন দেশের কোনো মেয়ের নাম না হয়। যদি কারও আগে থেকে একই নাম থেকেও থাকে তবে তা অবিলম্বে বদলে ফেলতে হবে। কারণ, আদরের মেয়ের প্রতি এটাই কিমের ভালোবাসার প্রকাশ। কিমের মেয়ের নাম এখন ‘সর্বোচ্চ মর্যাদার’ ব্যক্তিদের জন্য সংরক্ষিত হয়েছে।
স্থানীয় একটি সূত্র জানায়, ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, দেশের যে মেয়েদের নাম জু আয়ে, তারা যেন দ্রুত তাদের নাম বদলে ফেলে। আগামী এক সপ্তাহের মধ্যে নাম বদলে ফেলতে হবে। নতুন করে যেকোনো নাম জুড়ে নিয়ে নিজেদের জন্মনিবন্ধন পরিবর্তন করছে অনেকেই। কিম জং উনের তিন সন্তান রয়েছে। তাদের মধ্যে কেবল জু আয়েকেই প্রকাশ্যে দেখা গেছে। তাকে প্রথমবার দেখা যায় গত বছরের নভেম্বর মাসে। ২০১৪ সালে নিজের নামের বিষয়ে একই ধরনের ফরমান জারি করেছিলেন কিম।
এনডিটিভি
জু আয়ে। বয়স দশের কাছাকাছি হবে। জু আয়ের শাসক বাবা চান, দেশে ‘জু আয়ে’ নামে থাকবে একজনই। পুরো দেশের মধ্যে তাঁর আদরের মেয়ের নামে আর কেউ থাকবে না। যারা আগে থেকেই এ নামে পরিচিত তাদের সবাইকে পরিবর্তন করে নিতে হবে নিজের নামটি। এমনই কঠোর আদেশ নেতা বাবার। না, কোনো রূপকথার গল্প নয় এটি।
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও তাঁর মেয়ে জু আয়ের কথা বলা হচ্ছিল।
এ-সংক্রান্ত নতুন এক আদেশ জারি করেছেন কিম জং-উন। তাতে জানানো হয়েছে, তাঁর মেয়ের নামে যেন দেশের কোনো মেয়ের নাম না হয়। যদি কারও আগে থেকে একই নাম থেকেও থাকে তবে তা অবিলম্বে বদলে ফেলতে হবে। কারণ, আদরের মেয়ের প্রতি এটাই কিমের ভালোবাসার প্রকাশ। কিমের মেয়ের নাম এখন ‘সর্বোচ্চ মর্যাদার’ ব্যক্তিদের জন্য সংরক্ষিত হয়েছে।
স্থানীয় একটি সূত্র জানায়, ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, দেশের যে মেয়েদের নাম জু আয়ে, তারা যেন দ্রুত তাদের নাম বদলে ফেলে। আগামী এক সপ্তাহের মধ্যে নাম বদলে ফেলতে হবে। নতুন করে যেকোনো নাম জুড়ে নিয়ে নিজেদের জন্মনিবন্ধন পরিবর্তন করছে অনেকেই। কিম জং উনের তিন সন্তান রয়েছে। তাদের মধ্যে কেবল জু আয়েকেই প্রকাশ্যে দেখা গেছে। তাকে প্রথমবার দেখা যায় গত বছরের নভেম্বর মাসে। ২০১৪ সালে নিজের নামের বিষয়ে একই ধরনের ফরমান জারি করেছিলেন কিম।
এনডিটিভি
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও সফর করতে পারেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ
৩ ঘণ্টা আগেহেজ ফান্ডের ম্যানেজার স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬২ বছর বয়সী বেসেন্ট, বিনিয়োগকারী সংস্থা ‘কি স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টে’র প্রতিষ্ঠাতা।
৪ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
৭ ঘণ্টা আগেআরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
৯ ঘণ্টা আগে