করাত নিয়ে পুলিশ কর্মকর্তার দিকে তেড়ে এলেন যুবক, তাঁকে ধরতে তুলকালাম কাণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ১৫: ২৪
আপডেট : ০৭ মে ২০২৪, ১৫: ২৯

পুলিশের গাড়ির সঙ্গে এক ব্যক্তির গাড়ির সংঘর্ষের ঘটনায় ঘটেছে তুলকালাম কাণ্ড। পুলিশের দিকে করাত নিয়ে তেড়ে যান ওই যুবক। এ সময় আহত হন দুজন পুলিশ সদস্য।

ঘটনাটি যুক্তরাজ্যের রেনফিওশায়ারের। ২৭ বছর বয়স্ক ওই যুবককে অবশ্য শেষ পর্যন্ত আটক করে পুলিশ। গতকাল সোমবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো।

পুলিশ সদস্যরা এ ঘটনায় বেলা ১টার দিকে পেইজলের গ্লাসগো রোড বন্ধ করে দেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক লোক করাত নিয়ে পুলিশ সদস্যদের ধাওয়া করছেন। সমস্যা শুরুর আগে একটি কালো গাড়ি ও পুলিশের একটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা বর্ণনা করেন প্রত্যক্ষদর্শীরা। ধারণা করা হয়, ওই যুবক গাড়িটি চালাচ্ছিলেন।

এ সময় আনুমানিক ১২ জন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। স্কটল্যান্ড পুলিশ ‘অস্ত্র নিয়ে ঝামেলা পাকানো’র অভিযোগে ২৭ বছর বয়সী একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ ঘটনার তদন্তের সময় রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

পরিস্থিতি যে বেশ ভয়ানক ছিল এর প্রমাণ, অনেক ইউনিফর্মধারী অফিসার একজনকে আটকানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। আরও কর্মকর্তা সাহায্য করতে দ্রুত এগিয়ে আসেন। এমনকি গোয়েন্দা বা আন্ডারকভার অফিসার, যাঁরা ইউনিফর্ম পরা অবস্থায় ছিলেন না, তাঁরাও সাহায্য করতে আসেন। শেষমেশ পুলিশ অফিসারদের ওপর হামলা করা ব্যক্তিকে আটক করা সম্ভব হয়।

স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে, ‘৬ মে বেলা একটার দিকে, পেইজলে গ্লাসগো রোডে দাঁড়িয়ে থাকা একটি পুলিশের গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির সংঘর্ষের পরে ‘অস্ত্র সম্পৃক্ত আছে’ এমন একটি গোলযোগ ঘটেছিল।’

‘দুজন অফিসার আহত হয়েছেন এবং প্যারামেডিকরা তাঁদের চিকিৎসা করেন। ঘটনার সঙ্গে জড়িত ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জনসাধারণের জন্য কোনো বিস্তৃত ঝুঁকি নেই। তদন্ত চলাকালীন অফিসাররা ঘটনাস্থলেই রয়েছেন। গ্লাসগো রোড বন্ধ রয়েছে। চালকদের এলাকা এড়িয়ে যেতে এবং একটি বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে।’ একজন পুলিশ কর্মকর্তা ঘটনার পর দ্য মেট্রোকে বলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত