অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যের মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে পৌঁছেছে। ১৯৮০ সালের পর দেশটিতে মূল্যস্ফীতি এই প্রথম ১০ শতাংশে পৌঁছেছে। যা দেশটি ইতিহাসে বিগত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, এরই মধ্যে দেশটিতে মূল্যস্ফীতি ১০ দশমিক ১ শতাংশ পৌঁছে গেছে। অথচ গত আগস্টে এই হার ছিল ৯ দশমিক ৯ শতাংশ। কেবল তাই নয়, মূল্যস্ফীতির পাশাপাশি ডলারের বিপরীতে দেশটির মুদ্রা পাউন্ডের মান কমে গেছে। এখন পর্যন্ত ০ দশমিক ২ শতাংশ কমেছে। ডলার বিপরীতে পাউন্ডের দাম কমেছে ১ দশমিক ১৩ ডলার।
যুক্তরাজ্যের পরিসংখ্যান বিভাগ আরও জানিয়েছে, দেশটিতে মূল্যস্ফীতি বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি। বিগত এক বছরে দেশটিতে সাড়ে ১৪ শতাংশেরও বেশি বেড়ে খাদ্যদ্রব্যের দাম। বিশ্লেষকেরা বলছেন, মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে যাওয়া ব্যাংক অব ইংল্যান্ডের জন্য উদ্বেগজনক হবে। আগামী ৩ নভেম্বর ব্যাংক অব ইংল্যান্ড নতুন করে সুদহার নির্ধারণের জন্য বৈঠক বসবে। ব্যাংকের গভর্নর অ্যান্ড্রু বেইলি বলেছেন, ‘মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে শক্তিশালী উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।’
অর্থনীতিবিদরা মনে করেন, ইংল্যান্ডে চলমান মূল্যস্ফীতি আগামী মাসে সবচেয়ে বেশি হবে এবং ২০২৩ সালের শুরু থেকে তা কমতে থাকবে। এর পেছনে কারণ হিসেবে তাঁর বলছেন, আগামী বছর দেশজুড়ে পণ্যের সরবরাহ চেইনে যত বাধা আছে তার সবগুলোই সরে যাবে এবং ভোক্তাদের চাহিদাও বাড়বে।
যুক্তরাজ্যের মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে পৌঁছেছে। ১৯৮০ সালের পর দেশটিতে মূল্যস্ফীতি এই প্রথম ১০ শতাংশে পৌঁছেছে। যা দেশটি ইতিহাসে বিগত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, এরই মধ্যে দেশটিতে মূল্যস্ফীতি ১০ দশমিক ১ শতাংশ পৌঁছে গেছে। অথচ গত আগস্টে এই হার ছিল ৯ দশমিক ৯ শতাংশ। কেবল তাই নয়, মূল্যস্ফীতির পাশাপাশি ডলারের বিপরীতে দেশটির মুদ্রা পাউন্ডের মান কমে গেছে। এখন পর্যন্ত ০ দশমিক ২ শতাংশ কমেছে। ডলার বিপরীতে পাউন্ডের দাম কমেছে ১ দশমিক ১৩ ডলার।
যুক্তরাজ্যের পরিসংখ্যান বিভাগ আরও জানিয়েছে, দেশটিতে মূল্যস্ফীতি বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি। বিগত এক বছরে দেশটিতে সাড়ে ১৪ শতাংশেরও বেশি বেড়ে খাদ্যদ্রব্যের দাম। বিশ্লেষকেরা বলছেন, মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে যাওয়া ব্যাংক অব ইংল্যান্ডের জন্য উদ্বেগজনক হবে। আগামী ৩ নভেম্বর ব্যাংক অব ইংল্যান্ড নতুন করে সুদহার নির্ধারণের জন্য বৈঠক বসবে। ব্যাংকের গভর্নর অ্যান্ড্রু বেইলি বলেছেন, ‘মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে শক্তিশালী উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।’
অর্থনীতিবিদরা মনে করেন, ইংল্যান্ডে চলমান মূল্যস্ফীতি আগামী মাসে সবচেয়ে বেশি হবে এবং ২০২৩ সালের শুরু থেকে তা কমতে থাকবে। এর পেছনে কারণ হিসেবে তাঁর বলছেন, আগামী বছর দেশজুড়ে পণ্যের সরবরাহ চেইনে যত বাধা আছে তার সবগুলোই সরে যাবে এবং ভোক্তাদের চাহিদাও বাড়বে।
আরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মূখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
১১ মিনিট আগেমধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইসরায়েল, লেবানন, সিরিয়া ও ইরানের আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনায় পাইলটদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে সতর্ক করেছে ফ্লাইট অপারেশনস গ্রুপ। সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যের আকাশে যাত্রীবাহী বিমান চলাচল এখন আগের যেকোনো সময়ের তুলনায় নিরাপদ। তবে আন্তর্জাতিক...
২৩ মিনিট আগেলেবাননের উদীয়মান নারী ফুটবলার সেলিন হায়দার। কয়েকদিন আগেই জাতীয় নারী ফুটবল দলে ডাক পেয়েছিলেন তিনি। তার স্বপ্ন ছিল আসন্ন ওয়েস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপে লেবাননের জার্সি গায়ে মাঠে নামার। কিন্তু সেই স্বপ্ন এখন অনেক দূরে। ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়ে এখন কোমায় মৃত্যুর সঙ্গে লড়ছেন সেলিন।
৩২ মিনিট আগেভারতের আলোচিত গান্ধী পরিবারের অন্যতম উত্তরাধিকার প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। এই প্রথম তিনি কোনো নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এর জীবনের প্রথম নির্বাচনেই বাজিমাত করতে যাচ্ছেন তিনি। ভাই রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া ওয়ানাদ আসনে এখন পর্যন্ত ৩ লাখ ৯০ হাজার ভোটে এগিয়ে আছেন প্রিয়াঙ্কা
২ ঘণ্টা আগে