অনলাইন ডেস্ক
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সত্যিই ইউক্রেন যুদ্ধের অবসান চাইলে তাঁর সঙ্গে কথা বলতে ও দ্বিপক্ষীয় বৈঠকে বসতে প্রস্তুত আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বাইডেন এ কথা বলেন। বাইডেনের এমন প্রস্তাবের জবাবে ক্রেমলিন বলেছে, ‘নতুন অঞ্চলগুলোকে’ পশ্চিমারা স্বীকৃতি না দেওয়ায় শান্তি আলোচনা কঠিন হচ্ছে।
আজ শুক্রবার এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানায়।
ক্রেমলিন বলছে, ইউক্রেনের কাছ থেকে রাশিয়া যে ‘নতুন অঞ্চলগুলো’ সংযুক্ত করে নিয়েছে, পশ্চিমারা সেগুলোকে এখনো স্বীকৃতি দেয়নি। এ জন্য শান্তি আলোচনা কঠিন হয়ে যাচ্ছে। আলোচনার পথ খোলা রয়েছে, তবে ইউক্রেন থেকে সরে এসে আলোচনায় বসতে পশ্চিমারা যে শর্ত দিয়েছে, সেটি মানা হবে না।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত সেপ্টেম্বরের শেষ দিকে ইউক্রেনের চারটি অঞ্চল দখলে নেয় রাশিয়া। সেই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমি এ বিষয়ে খুব স্পষ্ট করে বলতে চাই, ইউক্রেনের সার্বভৌম ভূখণ্ডে রাশিয়ার দখলকে কখনোই স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র।’ ওই চার অঞ্চল হলো—ইউক্রেনের পূর্বাঞ্চলের লুহানস্ক ও দোনেৎস্ক এবং দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়া ও খেরসন। পরে অবশ্য ওই অঞ্চলগুলোতে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি রাশিয়া।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সত্যিই ইউক্রেন যুদ্ধের অবসান চাইলে তাঁর সঙ্গে কথা বলতে ও দ্বিপক্ষীয় বৈঠকে বসতে প্রস্তুত আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বাইডেন এ কথা বলেন। বাইডেনের এমন প্রস্তাবের জবাবে ক্রেমলিন বলেছে, ‘নতুন অঞ্চলগুলোকে’ পশ্চিমারা স্বীকৃতি না দেওয়ায় শান্তি আলোচনা কঠিন হচ্ছে।
আজ শুক্রবার এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানায়।
ক্রেমলিন বলছে, ইউক্রেনের কাছ থেকে রাশিয়া যে ‘নতুন অঞ্চলগুলো’ সংযুক্ত করে নিয়েছে, পশ্চিমারা সেগুলোকে এখনো স্বীকৃতি দেয়নি। এ জন্য শান্তি আলোচনা কঠিন হয়ে যাচ্ছে। আলোচনার পথ খোলা রয়েছে, তবে ইউক্রেন থেকে সরে এসে আলোচনায় বসতে পশ্চিমারা যে শর্ত দিয়েছে, সেটি মানা হবে না।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত সেপ্টেম্বরের শেষ দিকে ইউক্রেনের চারটি অঞ্চল দখলে নেয় রাশিয়া। সেই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমি এ বিষয়ে খুব স্পষ্ট করে বলতে চাই, ইউক্রেনের সার্বভৌম ভূখণ্ডে রাশিয়ার দখলকে কখনোই স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র।’ ওই চার অঞ্চল হলো—ইউক্রেনের পূর্বাঞ্চলের লুহানস্ক ও দোনেৎস্ক এবং দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়া ও খেরসন। পরে অবশ্য ওই অঞ্চলগুলোতে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি রাশিয়া।
ইউক্রেন যুদ্ধ রাশিয়া নতুন রণকৌশল গ্রহণ করেছে। এখন থেকে রাশিয়া ইউক্রেনে হামলার ক্ষেত্রে নতুনত্ব আনবে। কেবল সামরিক অবকাঠামো বা স্থাপনায় নয়, রাশিয়া এখন থেকে ইউক্রেনের কৌশলগত সব ধরনের স্থাপনায়ই হামলা চালাবে।
৭ মিনিট আগেগুলি শব্দ শুনে রেড্ডির বন্ধুরা, যারা অন্য একটি ঘরে ছিল, ছুটে তাঁর ঘরে আসেন এবং তাঁকে রক্তে ভেজা অবস্থায় পান। বন্ধুরা দ্রুত কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগেপাকিস্তানের সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছিল, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতাচ্যুতির পেছনে সৌদি আরবের হাত ছিল বলে দাবি করেছেন তাঁর স্ত্রী বুশরা বিবি। সংবাদমাধ্যমগুলো বুশরা বিবির একটি ভিডিও বক্তব্যের বরাত দিয়ে এই খবর দিয়েছিল।
৩০ মিনিট আগেভারতের মিজোরাম রাজ্য সরকার দেশ ও দেশের বাইরের বিভিন্ন স্থান থেকে আশ্রয় নেওয়া সব শরণার্থীকে একটি স্থানে স্থানান্তরিত করার পরিকল্পনা করছে। পাশাপাশি তাদের সবাইকে একত্র করারও উদ্যোগ নিয়েছে। এর ফলে, ২ হাজারের বেশি বাংলাদেশিও এই কেন্দ্রে আশ্রয় পাবেন বলে জানিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক পরামর্শদা
১ ঘণ্টা আগে