রুশ সৈন্য অপসারণের প্রমাণ চাইলেন ন্যাটো প্রধান ও ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ৪০

রাশিয়ার প্রতি সৈন্য অপসারণের প্রমাণ চেয়েছেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ ও ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। স্থানীয় সময় বুধবার ন্যাটো জোটভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টলটনেবার্গ এ আহ্বান জানান। ন্যাটোর ব্রাসেলসের হেডকোয়ার্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

স্টলটেনবার্গ বলেন, ‘আপাতদৃষ্টিতে মনে হচ্ছে রাশিয়া সৈন্য প্রত্যাহার করছে...কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে, রাশিয়া ক্রমশ সৈন্য সংখ্যা বাড়িয়ে চলেছে এবং আরও সেনা সেখানে পৌঁছানোর পথে রয়েছে।’ 

রাশিয়া ইউক্রেন সীমান্তে আরও সৈন্য সমাবেশ করছে এমন সতর্কবার্তা উচ্চারণ করে স্টলটেনবার্গ আরও বলেন, ‘তাঁরা যদি সত্যিই সৈন্য অপসারণ করে তবে তা আমরা স্বাগত জানাই। কিন্তু তাঁরা যেটা করেছে তা হল, তাঁদের সৈন্য, ট্যাংক এবং অন্যান্য যুদ্ধাস্ত্রের অবস্থান কেবল এদিক সেদিক করেছে—যাতে আমাদের মনে হয় যে, তাঁরা সৈন্য অপসারণ করছে। কিন্তু এমন কর্মকাণ্ড সৈন্য প্রত্যাহারের বিষয়টি প্রমাণ করে না।’ 

এ দিকে, রাশিয়া কর্তৃক সৈন্য অপসারণের ঘোষণা দেওয়ার প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, রাশিয়াকে তাঁর কাজের মাধ্যমে বিবেচনা করা হবে, কথায় নয়। 

স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেন ওয়ালেস বলেছেন, ‘ক্রেমলিন ঘোষণা দিয়েছে তাঁরা সৈন্য অপসারণ করছে, কিন্তু আমরা এখনো এর কোনো প্রমাণ দেখতে পাইনি।’ 

স্টলটেনবার্গের সুরে সুর মিলিয়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীও দাবি করেছেন, রাশিয়া ইউক্রেন সীমান্তে সৈন্য সংখ্যা আরও বাড়াচ্ছে। এ সময় তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সৈন্য অপসারণের পর্যাপ্ত প্রমাণ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে।’

এ দিকে বুধবার সকালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে বলা হয়, ক্রিমিয়ায় সামরিক মহড়া শেষ করেছে রাশিয়া। সেখানকার সৈন্যরা ঘাঁটিতে ফিরে গেছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত