অনলাইন ডেস্ক
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর মধ্যে ইউরো ব্যবহারকারী দেশগুলোতে মূল্যস্ফীতি ৯ দশমিক ১ শতাংশে পৌঁছেছে। ইইউয়ের পরিসংখ্যান এজেন্সি ইউরোস্ট্যাটের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। নতুন করে মূল্যস্ফীতির এই বিষয়টি ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সুদের হার বাড়ানোর সিদ্ধান্তকে চাপের মুখে ফেলবে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে জানা গেছে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট এবং কোভিড-১৯ মহামারির কারণে ইউরোজোনভুক্ত দেশগুলোতে মূল্যস্ফীতি ৮ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ১ শতাংশে পৌঁছেছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নিয়ে ইউরোজোনে টানা ৯ দফা দ্রব্যমূল্যের দাম বাড়ল। ২০২১ সালের নভেম্বরে এই মূল্যস্ফীতি শুরু হয়। পরে চলতি বছরের জুলাই মাসে তা বৃদ্ধি পেয়ে ৮ দশমিক ৯ শতাংশে পৌঁছে।
ইউরোজোনে মূল্যস্ফীতি হলেও কমেছে ফ্রান্সে। দেশটিতে চলতি বছরের জুলাইয়ে দেশটির মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ৮ শতাংশ। গত আগস্ট নাগাদ তা কমে দাঁড়িয়েছে সাড়ে ৬ শতাংশে। ইউরোপের আরেক দেশ স্পেনের মূল্যস্ফীতির হারও কমেছে। গত জুলাই মাসে যেখানে দেশটির মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৮ শতাংশ সেখানে গত আগস্টে এসে তা কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪ শতাংশে। স্পেনের ন্যাশনাল স্ট্যাটিসটিকস ইনস্টিটিউট এই তথ্য নিশ্চিত করেছে।
তবে, এই অঞ্চলের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানির মূল্যস্ফীতি বিগত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। গত আগস্টে দেশটির মূল্যস্ফীতির হার ছিল প্রায় ৯ শতাংশ। আগস্ট পর্যন্ত দেশটির মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৮ শতাংশ।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর মধ্যে ইউরো ব্যবহারকারী দেশগুলোতে মূল্যস্ফীতি ৯ দশমিক ১ শতাংশে পৌঁছেছে। ইইউয়ের পরিসংখ্যান এজেন্সি ইউরোস্ট্যাটের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। নতুন করে মূল্যস্ফীতির এই বিষয়টি ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সুদের হার বাড়ানোর সিদ্ধান্তকে চাপের মুখে ফেলবে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে জানা গেছে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট এবং কোভিড-১৯ মহামারির কারণে ইউরোজোনভুক্ত দেশগুলোতে মূল্যস্ফীতি ৮ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ১ শতাংশে পৌঁছেছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নিয়ে ইউরোজোনে টানা ৯ দফা দ্রব্যমূল্যের দাম বাড়ল। ২০২১ সালের নভেম্বরে এই মূল্যস্ফীতি শুরু হয়। পরে চলতি বছরের জুলাই মাসে তা বৃদ্ধি পেয়ে ৮ দশমিক ৯ শতাংশে পৌঁছে।
ইউরোজোনে মূল্যস্ফীতি হলেও কমেছে ফ্রান্সে। দেশটিতে চলতি বছরের জুলাইয়ে দেশটির মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ৮ শতাংশ। গত আগস্ট নাগাদ তা কমে দাঁড়িয়েছে সাড়ে ৬ শতাংশে। ইউরোপের আরেক দেশ স্পেনের মূল্যস্ফীতির হারও কমেছে। গত জুলাই মাসে যেখানে দেশটির মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৮ শতাংশ সেখানে গত আগস্টে এসে তা কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪ শতাংশে। স্পেনের ন্যাশনাল স্ট্যাটিসটিকস ইনস্টিটিউট এই তথ্য নিশ্চিত করেছে।
তবে, এই অঞ্চলের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানির মূল্যস্ফীতি বিগত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। গত আগস্টে দেশটির মূল্যস্ফীতির হার ছিল প্রায় ৯ শতাংশ। আগস্ট পর্যন্ত দেশটির মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৮ শতাংশ।
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও সফর করতে পারেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ
৫ ঘণ্টা আগেহেজ ফান্ডের ম্যানেজার স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬২ বছর বয়সী বেসেন্ট, বিনিয়োগকারী সংস্থা ‘কি স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টে’র প্রতিষ্ঠাতা।
৫ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
৯ ঘণ্টা আগেআরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
১০ ঘণ্টা আগে