ধ্বংসস্তূপের নিচ থেকে ১২৯ ঘণ্টা পর একই পরিবারের ৫ জনকে জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৪০
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৫০

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর মিছিল কেবলই বাড়ছে। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ হাজারের বেশি মানুষের। এখনো উদ্ধার অভিযান চলছে। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগ শহরে ধ্বংসস্তূপের নিচ থেকে ১২৯ ঘণ্টা পর একই পরিবারের পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার তাঁদের উদ্ধার করা হয়। তাঁরা ধ্বংসস্তূপের নিচে পাঁচ দিন আটকে ছিলেন।

উদ্ধারকারীরা প্রথমে মা ও মেয়েকে বের করে আনেন। পরে তাঁরা বাবাকে উদ্ধারের দিকে এগিয়ে যান। কিন্তু বাবা তাঁর আরেক মেয়ে ও ছেলেকে আগে উদ্ধারের অনুরোধ জানান। পরে উদ্ধারকারীরা তিনজনকেই উদ্ধার করেন। 

যত সময় গড়াচ্ছে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে। 

উল্লেখ্য, তুরস্ক ও সিরিয়ার গত সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে গুঁড়িয়ে যায় দুই দেশের হাজার হাজার হাসপাতাল, স্কুল ও অ্যাপার্টমেন্ট ভবন। এতে গৃহহীন হয়ে পড়ে দেশ দুটির বিপুলসংখ্যক লোক। উদ্ভূত ঘটনার প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ১০ প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত