জার্মানিতে চারটি রুশ কনসুলেট বন্ধের সিদ্ধান্ত

ডয়চে ভেলে
প্রকাশ : ০১ জুন ২০২৩, ১১: ৩৯
আপডেট : ০১ জুন ২০২৩, ১১: ৪২

জার্মানিতে অবস্থিত রাশিয়ার পাঁচটির মধ্যে চারটি কনসুলেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে জার্মান সরকার। এর আগে রাশিয়া জানিয়েছিল, মস্কোর জার্মান দূতাবাস এবং অন্য সংগঠন থেকে কর্মী ছাঁটাই করতে হবে। রাশিয়ার নির্দেশ, সে দেশে ৩৫০ জনের বেশি জার্মান থাকতে পারবেন না। এর মধ্যে স্কুলে ও অন্য সাংস্কৃতিক সংগঠনে কর্মরত জার্মানরাও আছেন।   

রাশিয়া জানিয়েছে, তারা এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। তারাও এর জবাব দেবে। 

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দুই দেশের কূটনৈতিক ও অন্য মানুষের সংখ্যায় একটা তালমিল থাকা দরকার। তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, রাশিয়াই প্রথমে অন্যায্য সিদ্ধান্ত নিয়েছে। এর পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বছরের শেষে বার্লিনে রাশিয়ার দূতাবাস থাকবে এবং একটি কনসুলেট থাকবে। 

মুখপাত্রের দাবি, ইউক্রেন যুদ্ধ চলছে। এ সময় রাশিয়া কূটনৈতিক সম্পর্ক কম করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা মেনে নেওয়া যায় না। 

বুধবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রচুর জার্মানকে রাশিয়া ছাড়তে হবে। 

ইউক্রেন যুদ্ধ শুরুর পর এমনিতেই জার্মানি ও রাশিয়ার সম্পর্ক খারাপ হয়েছে। এখন তা আরো খারাপ হলো।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত