অনলাইন ডেস্ক
আটলান্টিক মহাসাগরের তীরবর্তী দেশগুলোর সামরিক জোট ন্যাটোর পরামর্শ অনুসারে সামরিক বাজেট বাড়ানোর কথা ভাবছিল জার্মানি। এ লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবকে চূড়ান্ত করার কথা ভাবছিল দেশটি। কিন্তু শেষ মুহূর্তে এসে ন্যাটোর পরামর্শকে আমলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ন্যাটোর পরামর্শ অনুসারে দেশের সামরিক বাজেট প্রতিবছর জিডিপির ২ শতাংশ করার কথা ভাবছিল বার্লিন। এ লক্ষ্যে বিষয়টিকে আইনগত বৈধতা দিতে আইন পাশের কথাও ভাবছিলেন জার্মানির আইনপ্রণেতারা। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে সেই অবস্থান থেকে পিছিয়ে গেছে দেশটি।
জার্মানির এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, জার্মানির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডার এ বিষয়ে একটি খসড়া আইন প্রস্তুত করেছিলেন। কিন্তু খসড়াটি পার্লামেন্টে পেশ করার ঠিক আগে মন্ত্রিসভা সেই খসড়া আইন থেকে সামরিক বাজেট বাড়ানোর ধারাটি বাতিল করে। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, প্রতিবছর ২ শতাংশ ব্যয় করার বদলে প্রতি পাঁচ বছরে গড়ে সামরিক খাতে জিডিপির ২ শতাংশ ব্যয় করা হবে, যা সম্প্রতি প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে নির্ধারণ করা হয়েছে।
মূলত জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক ও তাঁর মন্ত্রণালয় প্রতিবছর জিডিপির ২ শতাংশ হারে ব্যয়ের বিষয়টিকে আইনে পরিণতের বিরোধিতা করেন। তবে জার্মান সরকার এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
উল্লেখ্য, রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন পর নতুন জাতীয় নিরাপত্তা কৌশলপত্র ‘যাইতেনভেন্দে’ ঘোষণা করেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ। সে সময় তিনি বলেছিলেন, এখন থেকে বছরের পর বছর ধরে জার্মানি প্রতিবছর জিডিপির ২ শতাংশ হারে প্রতিরক্ষা খাতে ব্যয় করবে।
আটলান্টিক মহাসাগরের তীরবর্তী দেশগুলোর সামরিক জোট ন্যাটোর পরামর্শ অনুসারে সামরিক বাজেট বাড়ানোর কথা ভাবছিল জার্মানি। এ লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবকে চূড়ান্ত করার কথা ভাবছিল দেশটি। কিন্তু শেষ মুহূর্তে এসে ন্যাটোর পরামর্শকে আমলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ন্যাটোর পরামর্শ অনুসারে দেশের সামরিক বাজেট প্রতিবছর জিডিপির ২ শতাংশ করার কথা ভাবছিল বার্লিন। এ লক্ষ্যে বিষয়টিকে আইনগত বৈধতা দিতে আইন পাশের কথাও ভাবছিলেন জার্মানির আইনপ্রণেতারা। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে সেই অবস্থান থেকে পিছিয়ে গেছে দেশটি।
জার্মানির এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, জার্মানির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডার এ বিষয়ে একটি খসড়া আইন প্রস্তুত করেছিলেন। কিন্তু খসড়াটি পার্লামেন্টে পেশ করার ঠিক আগে মন্ত্রিসভা সেই খসড়া আইন থেকে সামরিক বাজেট বাড়ানোর ধারাটি বাতিল করে। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, প্রতিবছর ২ শতাংশ ব্যয় করার বদলে প্রতি পাঁচ বছরে গড়ে সামরিক খাতে জিডিপির ২ শতাংশ ব্যয় করা হবে, যা সম্প্রতি প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে নির্ধারণ করা হয়েছে।
মূলত জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক ও তাঁর মন্ত্রণালয় প্রতিবছর জিডিপির ২ শতাংশ হারে ব্যয়ের বিষয়টিকে আইনে পরিণতের বিরোধিতা করেন। তবে জার্মান সরকার এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
উল্লেখ্য, রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন পর নতুন জাতীয় নিরাপত্তা কৌশলপত্র ‘যাইতেনভেন্দে’ ঘোষণা করেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ। সে সময় তিনি বলেছিলেন, এখন থেকে বছরের পর বছর ধরে জার্মানি প্রতিবছর জিডিপির ২ শতাংশ হারে প্রতিরক্ষা খাতে ব্যয় করবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
৩ ঘণ্টা আগেআরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
৪ ঘণ্টা আগেমধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইসরায়েল, লেবানন, সিরিয়া ও ইরানের আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনায় পাইলটদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে সতর্ক করেছে ফ্লাইট অপারেশনস গ্রুপ। সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যের আকাশে যাত্রীবাহী বিমান চলাচল এখন আগের যেকোনো সময়ের তুলনায় নিরাপদ। তবে আন্তর্জাতিক...
৫ ঘণ্টা আগেলেবাননের উদীয়মান নারী ফুটবলার সেলিন হায়দার। কয়েকদিন আগেই জাতীয় নারী ফুটবল দলে ডাক পেয়েছিলেন তিনি। তার স্বপ্ন ছিল আসন্ন ওয়েস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপে লেবাননের জার্সি গায়ে মাঠে নামার। কিন্তু সেই স্বপ্ন এখন অনেক দূরে। ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়ে এখন কোমায় মৃত্যুর সঙ্গে লড়ছেন সেলিন।
৫ ঘণ্টা আগে