কলকাতা, প্রতিনিধি
ভারতের মণিপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিংয়ের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ বলছে, গতকাল বৃহস্পতিবার রাতে মিছিল থেকে ছোড়া পেট্রলবোমায় তাঁর বাসভবনে আগুন লাগে। রাজধানী ইম্ফলে তাঁর বাসভবনে বোমা নিক্ষেপের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং বা তাঁর পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।
এর আগে রাজ্যের শিল্পমন্ত্রী নেমচা কিপগেনের সরকারি বাংলোতেও বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিয়েছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং গতকাল রাতে সাংবাদিকদের বলেন, রাজ্যে শান্তি ফেরাতে সব রকম চেষ্টা চালাচ্ছেন তাঁর সরকার। এ সময় মিয়ানমার সীমান্ত দিয়ে অপরাধীরা ভারতে প্রবেশ করছে বলেও দাবি করেন তিনি। এদিকে মণিপুরের ঘটনা নিয়ে উদ্বিগ্ন বিরোধীরা অবিলম্বে শান্তি ফেরাতে ফের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আহ্বান করেছেন।
গতকাল নিজ বাসভবনে অগ্নিকাণ্ডের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেরালা রাজ্যের কোচিতে ছিলেন। সেখান থেকে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা শান্তি ফেরানোর জন্য প্রাণপণে চেষ্টা করছি। কিন্তু কিছু শক্তি আছে, যারা চায় না মণিপুরে শান্তি ফিরুক।’
রাজকুমার রঞ্জন সিংয়ের সরকারি বাসভবনের নিরাপত্তার ভারপ্রাপ্ত কর্মকর্তা এল দীনেশ্বর সিং জানান, হাজারখানেক মানুষ বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে। সেখান থেকে ছোড়া বোমায় বাসভবনে আগুন ধরে যায়।
এদিকে মণিপুরের ঘটনা নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বর্ষীয়ান কংগ্রেস নেতা ইবোবি সিং এ জন্য বিজেপিকে দায়ী করেন। আম আদমি পার্টির নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে মন্তব্য করে অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন।
মুখ্যমন্ত্রী বীরেন সিং যাবতীয় দোষ চাপাচ্ছেন রাজ্যের উন্মুক্ত মিয়ানমার সীমান্তের দিকে। তাঁর অভিযোগ, ওপার থেকেই দুর্বৃত্তরা এসে শান্তি বিঘ্নিত করছে।
মণিপুরের সংখ্যাগরিষ্ঠ ও প্রধানত হিন্দু সম্প্রদায়ভুক্ত মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ায় গত ৩ মে থেকে কুকি উপজাতির সঙ্গে তাদের সহিংসতা শুরু হয়। তখন থেকে এ পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০০ জনের বেশি। প্রতিদিনই সেখান থেকে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত সোমবার রাতেও সহিংসতায় ১৩ জন নিহত হন। কুকি ও মেইতেইদের সংঘর্ষের জেরে সাধারণ মানুষের জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে মারাত্মকভাবে। জিনিসের দামও বেড়ে গেছে প্রচুর।
ভারতের মণিপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিংয়ের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ বলছে, গতকাল বৃহস্পতিবার রাতে মিছিল থেকে ছোড়া পেট্রলবোমায় তাঁর বাসভবনে আগুন লাগে। রাজধানী ইম্ফলে তাঁর বাসভবনে বোমা নিক্ষেপের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং বা তাঁর পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।
এর আগে রাজ্যের শিল্পমন্ত্রী নেমচা কিপগেনের সরকারি বাংলোতেও বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিয়েছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং গতকাল রাতে সাংবাদিকদের বলেন, রাজ্যে শান্তি ফেরাতে সব রকম চেষ্টা চালাচ্ছেন তাঁর সরকার। এ সময় মিয়ানমার সীমান্ত দিয়ে অপরাধীরা ভারতে প্রবেশ করছে বলেও দাবি করেন তিনি। এদিকে মণিপুরের ঘটনা নিয়ে উদ্বিগ্ন বিরোধীরা অবিলম্বে শান্তি ফেরাতে ফের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আহ্বান করেছেন।
গতকাল নিজ বাসভবনে অগ্নিকাণ্ডের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেরালা রাজ্যের কোচিতে ছিলেন। সেখান থেকে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা শান্তি ফেরানোর জন্য প্রাণপণে চেষ্টা করছি। কিন্তু কিছু শক্তি আছে, যারা চায় না মণিপুরে শান্তি ফিরুক।’
রাজকুমার রঞ্জন সিংয়ের সরকারি বাসভবনের নিরাপত্তার ভারপ্রাপ্ত কর্মকর্তা এল দীনেশ্বর সিং জানান, হাজারখানেক মানুষ বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে। সেখান থেকে ছোড়া বোমায় বাসভবনে আগুন ধরে যায়।
এদিকে মণিপুরের ঘটনা নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বর্ষীয়ান কংগ্রেস নেতা ইবোবি সিং এ জন্য বিজেপিকে দায়ী করেন। আম আদমি পার্টির নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে মন্তব্য করে অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন।
মুখ্যমন্ত্রী বীরেন সিং যাবতীয় দোষ চাপাচ্ছেন রাজ্যের উন্মুক্ত মিয়ানমার সীমান্তের দিকে। তাঁর অভিযোগ, ওপার থেকেই দুর্বৃত্তরা এসে শান্তি বিঘ্নিত করছে।
মণিপুরের সংখ্যাগরিষ্ঠ ও প্রধানত হিন্দু সম্প্রদায়ভুক্ত মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ায় গত ৩ মে থেকে কুকি উপজাতির সঙ্গে তাদের সহিংসতা শুরু হয়। তখন থেকে এ পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০০ জনের বেশি। প্রতিদিনই সেখান থেকে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত সোমবার রাতেও সহিংসতায় ১৩ জন নিহত হন। কুকি ও মেইতেইদের সংঘর্ষের জেরে সাধারণ মানুষের জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে মারাত্মকভাবে। জিনিসের দামও বেড়ে গেছে প্রচুর।
লেবাননের উদীয়মান নারী ফুটবলার সেলিন হায়দার। কয়েকদিন আগেই জাতীয় নারী ফুটবল দলে ডাক পেয়েছিলেন তিনি। তার স্বপ্ন ছিল আসন্ন ওয়েস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপে লেবাননের জার্সি গায়ে মাঠে নামার। কিন্তু সেই স্বপ্ন এখন অনেক দূরে। ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়ে এখন কোমায় মৃত্যুর সঙ্গে লড়ছেন সেলিন।
৮ মিনিট আগেভারতের আলোচিত গান্ধী পরিবারের অন্যতম উত্তরাধিকার প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। এই প্রথম তিনি কোনো নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এর জীবনের প্রথম নির্বাচনেই বাজিমাত করতে যাচ্ছেন তিনি। ভাই রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া ওয়ানাদ আসনে এখন পর্যন্ত ৩ লাখ ৯০ হাজার ভোটে এগিয়ে আছেন প্রিয়াঙ্কা
১ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধ রাশিয়া নতুন রণকৌশল গ্রহণ করেছে। এখন থেকে রাশিয়া ইউক্রেনে হামলার ক্ষেত্রে নতুনত্ব আনবে। কেবল সামরিক অবকাঠামো বা স্থাপনায় নয়, রাশিয়া এখন থেকে ইউক্রেনের কৌশলগত সব ধরনের স্থাপনায়ই হামলা চালাবে।
২ ঘণ্টা আগেগুলির শব্দ শুনে রেড্ডির বন্ধুরা, যারা অন্য একটি ঘরে ছিলেন, ছুটে তাঁর ঘরে আসেন এবং তাঁকে রক্তে ভেজা অবস্থায় পান। বন্ধুরা দ্রুত কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে