কলকাতা প্রতিনিধি
ভারতের পাঞ্জাব রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন চরণজিৎ সিং চান্নি। গতকাল শনিবার ক্যাপ্টেন অমরিন্দর সিং মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর ৫৮ বছরের চান্নিকেই দলের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেছে কংগ্রেস।
আজ রোববার সন্ধ্যায় চান্নির মন্ত্রিসভা গঠনের দাবি নিয়ে রাজভবনে রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতের সঙ্গে সাক্ষাৎ করেন পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি নবজ্যোত সিং সিধু। তবে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মন্ত্রিসভা গঠনের জন্য এখনো কংগ্রেস আমন্ত্রণ পায়নি। অন্যদিকে, পাঞ্জাবের বিদায়ী মুখ্যমন্ত্রী অমরিন্দর এদিন তাঁর উত্তরসূরিকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর আশা, চান্নির নেতৃত্বেই পাকিস্তান সীমান্তবর্তী রাজ্যটির বাসিন্দারা নিরাপদ থাকবেন।
আজ রোববার সন্ধ্যায় কংগ্রেস নেতা হরিশ রাওয়াত জানান, চরণজিৎ সিম চান্নিকে কংগ্রেস পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। এর আগে একাধিক নাম নিয়ে চর্চা হচ্ছিল। প্রবীণ কংগ্রেস নেত্রী অম্বিকা সোনিকেও মুখ্যমন্ত্রী হিসাবে চেয়েছিল কংগ্রেস হাইকমান্ড। কিন্তু জাতীয় সংসদের সদস্যা অম্বিকা শিখ সম্প্রদায়েরই কাউকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিয়ে দলের অনুরোধ ফিরিয়ে দেন। তারপর এদিন বিধায়ক দলের বৈঠক শেষে রাজ্যের সাবেক কারিগরি শিক্ষামন্ত্রী চান্নিকেই মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হয়।
কংগ্রেসের অন্তঃকোন্দলের জেরে গতকাল শনিবার মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন অমরিন্দর। পাঁচ মাস পরেই ১১৭ সদস্যের পাঞ্জাব বিধানসভার ভোট। ফলে অমরিন্দরের উত্তরসূরির হাতে রয়েছে মাত্র পাঁচ মাস। অন্যদিকে, অমরিন্দর কংগ্রেসে থাকবেন কি-না তা এখনো স্পষ্ট নয়। তিনি আগেই জানিয়েছিলেন, বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাবেক ক্রিকেটার নবজ্যোত সিং সিধুকে মুখ্যমন্ত্রী করা হলে তিনি মানবেন না। এদিন অমরিন্দর ঘনিষ্ঠ চান্নিকে মুখ্যমন্ত্রী করে দলের ভাঙন আটকানোর চেষ্টা করা হয়েছে বলেই অনেকে মনে করেন।
ভারতের পাঞ্জাব রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন চরণজিৎ সিং চান্নি। গতকাল শনিবার ক্যাপ্টেন অমরিন্দর সিং মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর ৫৮ বছরের চান্নিকেই দলের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেছে কংগ্রেস।
আজ রোববার সন্ধ্যায় চান্নির মন্ত্রিসভা গঠনের দাবি নিয়ে রাজভবনে রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতের সঙ্গে সাক্ষাৎ করেন পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি নবজ্যোত সিং সিধু। তবে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মন্ত্রিসভা গঠনের জন্য এখনো কংগ্রেস আমন্ত্রণ পায়নি। অন্যদিকে, পাঞ্জাবের বিদায়ী মুখ্যমন্ত্রী অমরিন্দর এদিন তাঁর উত্তরসূরিকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর আশা, চান্নির নেতৃত্বেই পাকিস্তান সীমান্তবর্তী রাজ্যটির বাসিন্দারা নিরাপদ থাকবেন।
আজ রোববার সন্ধ্যায় কংগ্রেস নেতা হরিশ রাওয়াত জানান, চরণজিৎ সিম চান্নিকে কংগ্রেস পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। এর আগে একাধিক নাম নিয়ে চর্চা হচ্ছিল। প্রবীণ কংগ্রেস নেত্রী অম্বিকা সোনিকেও মুখ্যমন্ত্রী হিসাবে চেয়েছিল কংগ্রেস হাইকমান্ড। কিন্তু জাতীয় সংসদের সদস্যা অম্বিকা শিখ সম্প্রদায়েরই কাউকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিয়ে দলের অনুরোধ ফিরিয়ে দেন। তারপর এদিন বিধায়ক দলের বৈঠক শেষে রাজ্যের সাবেক কারিগরি শিক্ষামন্ত্রী চান্নিকেই মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হয়।
কংগ্রেসের অন্তঃকোন্দলের জেরে গতকাল শনিবার মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন অমরিন্দর। পাঁচ মাস পরেই ১১৭ সদস্যের পাঞ্জাব বিধানসভার ভোট। ফলে অমরিন্দরের উত্তরসূরির হাতে রয়েছে মাত্র পাঁচ মাস। অন্যদিকে, অমরিন্দর কংগ্রেসে থাকবেন কি-না তা এখনো স্পষ্ট নয়। তিনি আগেই জানিয়েছিলেন, বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাবেক ক্রিকেটার নবজ্যোত সিং সিধুকে মুখ্যমন্ত্রী করা হলে তিনি মানবেন না। এদিন অমরিন্দর ঘনিষ্ঠ চান্নিকে মুখ্যমন্ত্রী করে দলের ভাঙন আটকানোর চেষ্টা করা হয়েছে বলেই অনেকে মনে করেন।
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও সফর করতে পারেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ
৩২ মিনিট আগেহেজ ফান্ডের ম্যানেজার স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬২ বছর বয়সী বেসেন্ট, বিনিয়োগকারী সংস্থা ‘কি স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টে’র প্রতিষ্ঠাতা।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
৫ ঘণ্টা আগেআরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
৬ ঘণ্টা আগে