অনলাইন ডেস্ক
ভারতে একটি সিরিঞ্জ ব্যবহার করে ৩০ জন শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দেশটির মধ্যপ্রদেশের সাগর জেলায় এ ঘটনা ঘটেছে। টিকাদানকারী জিতেন্দ্র দাবি করেছেন, তাঁকে কর্তৃপক্ষ একটিমাত্র সিরিঞ্জ পাঠিয়েছে এবং তিনি সেটি ব্যবহার করেছেন। এখানে তাঁর দোষ কোথায়?
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সাগর শহরের জৈন পাবলিক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে স্কুল শিক্ষার্থীদের জন্য করোনার টিকাদান শিবিরে এ ঘটনা ঘটেছে। শিশুদের একটি সিরিঞ্জ দিয়ে টিকা দেওয়া হচ্ছে দেখে অভিভাবকেরা আশঙ্কা প্রকাশ করেন।
অভিভাবকদের ধারণ করা ভিডিওতে জিতেন্দ্র বলছেন, তাঁর কাছে একটিমাত্র সিরিঞ্জই পাঠানো হয়েছে এবং বিভাগীয় প্রধানের নির্দেশ ছিল একটি সিরিঞ্জ ব্যবহার করেই সব শিক্ষার্থীকে টিকা দেওয়ার জন্য। তবে ওই কর্মকর্তার নাম বলতে পারেননি তিনি।
একাধিক ব্যক্তিকে ইনজেকশন দেওয়ার জন্য একটি সিরিঞ্জ ব্যবহার করা উচিত নয়—এ ব্যাপারটি তিনি জানেন কি না, জিজ্ঞেস করলে জিতেন্দ্র বলেছেন, ‘আমি এটা জানি। এ কারণেই কর্তৃপক্ষের লোকজনকে জিজ্ঞেস করেছিলাম, আমাকে শুধু একটি সিরিঞ্জ ব্যবহার করতে হবে কি না। তারা বলেছিলেন, ‘‘হ্যাঁ’’। এখানে আমার দোষ কোথায়? আমাকে যা করতে বলা হয়েছিল, আমি তা-ই করেছি।’
১৯৯০ সালের দিকে এইচআইভি ছড়িয়ে পড়া শুরু হলে একটি সিরিঞ্জ একবার ব্যবহার শুরু হয়। তারপর থেকে একটি সিরিঞ্জ একাধিক ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়।
ইতিমধ্যে দায়িত্বে অবহেলা এবং কেন্দ্রীয় সরকারের ‘একটি সুই, একটি সিরিঞ্জ, একবার’ প্রতিশ্রুতি লঙ্ঘনের জন্য জিতেন্দ্রের বিরুদ্ধে প্রথম তথ্য প্রতিবেদন দায়ের করেছে সাগর জেলা প্রশাসন। টিকা ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ পাঠানোর দায়িত্বে থাকা জেলা টিকাদান কর্মকর্তা ডা. রাকেশ রোশনের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
কালেক্টর ইনচার্জ ক্ষিতিজ সিংহল অবিলম্বে মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। জিতেন্দ্র অবশ্য পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন না। একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে তাঁর ফোন বন্ধ রয়েছে।
বিশ্ব খবর সম্পর্কিত আরও পড়ুন:
ভারতে একটি সিরিঞ্জ ব্যবহার করে ৩০ জন শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দেশটির মধ্যপ্রদেশের সাগর জেলায় এ ঘটনা ঘটেছে। টিকাদানকারী জিতেন্দ্র দাবি করেছেন, তাঁকে কর্তৃপক্ষ একটিমাত্র সিরিঞ্জ পাঠিয়েছে এবং তিনি সেটি ব্যবহার করেছেন। এখানে তাঁর দোষ কোথায়?
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সাগর শহরের জৈন পাবলিক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে স্কুল শিক্ষার্থীদের জন্য করোনার টিকাদান শিবিরে এ ঘটনা ঘটেছে। শিশুদের একটি সিরিঞ্জ দিয়ে টিকা দেওয়া হচ্ছে দেখে অভিভাবকেরা আশঙ্কা প্রকাশ করেন।
অভিভাবকদের ধারণ করা ভিডিওতে জিতেন্দ্র বলছেন, তাঁর কাছে একটিমাত্র সিরিঞ্জই পাঠানো হয়েছে এবং বিভাগীয় প্রধানের নির্দেশ ছিল একটি সিরিঞ্জ ব্যবহার করেই সব শিক্ষার্থীকে টিকা দেওয়ার জন্য। তবে ওই কর্মকর্তার নাম বলতে পারেননি তিনি।
একাধিক ব্যক্তিকে ইনজেকশন দেওয়ার জন্য একটি সিরিঞ্জ ব্যবহার করা উচিত নয়—এ ব্যাপারটি তিনি জানেন কি না, জিজ্ঞেস করলে জিতেন্দ্র বলেছেন, ‘আমি এটা জানি। এ কারণেই কর্তৃপক্ষের লোকজনকে জিজ্ঞেস করেছিলাম, আমাকে শুধু একটি সিরিঞ্জ ব্যবহার করতে হবে কি না। তারা বলেছিলেন, ‘‘হ্যাঁ’’। এখানে আমার দোষ কোথায়? আমাকে যা করতে বলা হয়েছিল, আমি তা-ই করেছি।’
১৯৯০ সালের দিকে এইচআইভি ছড়িয়ে পড়া শুরু হলে একটি সিরিঞ্জ একবার ব্যবহার শুরু হয়। তারপর থেকে একটি সিরিঞ্জ একাধিক ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়।
ইতিমধ্যে দায়িত্বে অবহেলা এবং কেন্দ্রীয় সরকারের ‘একটি সুই, একটি সিরিঞ্জ, একবার’ প্রতিশ্রুতি লঙ্ঘনের জন্য জিতেন্দ্রের বিরুদ্ধে প্রথম তথ্য প্রতিবেদন দায়ের করেছে সাগর জেলা প্রশাসন। টিকা ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ পাঠানোর দায়িত্বে থাকা জেলা টিকাদান কর্মকর্তা ডা. রাকেশ রোশনের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
কালেক্টর ইনচার্জ ক্ষিতিজ সিংহল অবিলম্বে মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। জিতেন্দ্র অবশ্য পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন না। একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে তাঁর ফোন বন্ধ রয়েছে।
বিশ্ব খবর সম্পর্কিত আরও পড়ুন:
ইউক্রেন যুদ্ধ রাশিয়া নতুন রণকৌশল গ্রহণ করেছে। এখন থেকে রাশিয়া ইউক্রেনে হামলার ক্ষেত্রে নতুনত্ব আনবে। কেবল সামরিক অবকাঠামো বা স্থাপনায় নয়, রাশিয়া এখন থেকে ইউক্রেনের কৌশলগত সব ধরনের স্থাপনায়ই হামলা চালাবে।
১ মিনিট আগেগুলি শব্দ শুনে রেড্ডির বন্ধুরা, যারা অন্য একটি ঘরে ছিল, ছুটে তাঁর ঘরে আসেন এবং তাঁকে রক্তে ভেজা অবস্থায় পান। বন্ধুরা দ্রুত কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৫ মিনিট আগেপাকিস্তানের সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছিল, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতাচ্যুতির পেছনে সৌদি আরবের হাত ছিল বলে দাবি করেছেন তাঁর স্ত্রী বুশরা বিবি। সংবাদমাধ্যমগুলো বুশরা বিবির একটি ভিডিও বক্তব্যের বরাত দিয়ে এই খবর দিয়েছিল।
২৫ মিনিট আগেভারতের মিজোরাম রাজ্য সরকার দেশ ও দেশের বাইরের বিভিন্ন স্থান থেকে আশ্রয় নেওয়া সব শরণার্থীকে একটি স্থানে স্থানান্তরিত করার পরিকল্পনা করছে। পাশাপাশি তাদের সবাইকে একত্র করারও উদ্যোগ নিয়েছে। এর ফলে, ২ হাজারের বেশি বাংলাদেশিও এই কেন্দ্রে আশ্রয় পাবেন বলে জানিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক পরামর্শদা
৩৯ মিনিট আগে