কলকাতা প্রতিনিধি
দুর্নীতির অভিযোগে পাঞ্জাব মন্ত্রিসভার এক সদস্যকে বরখাস্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সোমবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও আম আদমি পার্টি-এএপির নেতা বিজয় সিংলাকে সরকারি টেন্ডার থেকে ১ শতাংশ কমিশন দাবি করার দায়ে তাঁকে বরখাস্ত করা হয়।
মাত্র আড়াই মাসেরও কম সময় বয়সী এই মন্ত্রিসভা গঠনের পরপরই ভগবন্ত মান ঘোষণা দিয়েছিলেন সামান্য কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেলেই তাঁর মন্ত্রিসভার যেকোনো সদস্যকে বরখাস্ত করা হবে। সে সময় মান জানিয়েছিলেন, দুর্নীতির সঙ্গে কোনো আপস কার হবে না। সেই ঘোষণারই প্রতিফলন ঘটল এই সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে।
সূত্র জানিয়েছে, সরকারি একটি টেন্ডার থেকে মাত্র ১ শতাংশ কমিশন দাবি করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলা। কিন্তু তাঁর সেই কমিশন দাবির ব্যাপারে হাতেনাতে প্রমাণ পেয়ে যায় মুখ্যমন্ত্রীর দপ্তর। সঙ্গে সঙ্গে বিজয় সিংলাকে বরখাস্ত করেন ভগবন্ত মান। বরখাস্তের পরপরই তাঁকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশের দুর্নীতি বিরোধী বিভাগ।
মানের এমন সিদ্ধান্তে অত্যন্ত খুশি দিল্লির মুখ্যমন্ত্রী ও এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এক টুইটে কেজরিওয়াল লিখেছেন, ‘আমরা আপনার জন্য গর্বিত। গোটা দেশ আম আদমি পার্টির জন্য গর্বিত।’
এর আগে, ২০১৫ সালে দুর্নীতির অভিযোগে দিল্লিতে এক মন্ত্রীকে বরখাস্ত করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল নিজেই। পাঞ্জাবে দুর্নীতির দায়ে মন্ত্রীকে বরখাস্তের এএপি নেতাদের দাবি, সারা দেশে আম আদমি পার্টিই কেবল সততার সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। শুধু মুখের কথায়ই নয় কাজেও নিজেদের দায়বদ্ধতার প্রমাণ দিয়ে চলছে প্রতিনিয়ত।
দুর্নীতির অভিযোগে পাঞ্জাব মন্ত্রিসভার এক সদস্যকে বরখাস্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সোমবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও আম আদমি পার্টি-এএপির নেতা বিজয় সিংলাকে সরকারি টেন্ডার থেকে ১ শতাংশ কমিশন দাবি করার দায়ে তাঁকে বরখাস্ত করা হয়।
মাত্র আড়াই মাসেরও কম সময় বয়সী এই মন্ত্রিসভা গঠনের পরপরই ভগবন্ত মান ঘোষণা দিয়েছিলেন সামান্য কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেলেই তাঁর মন্ত্রিসভার যেকোনো সদস্যকে বরখাস্ত করা হবে। সে সময় মান জানিয়েছিলেন, দুর্নীতির সঙ্গে কোনো আপস কার হবে না। সেই ঘোষণারই প্রতিফলন ঘটল এই সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে।
সূত্র জানিয়েছে, সরকারি একটি টেন্ডার থেকে মাত্র ১ শতাংশ কমিশন দাবি করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলা। কিন্তু তাঁর সেই কমিশন দাবির ব্যাপারে হাতেনাতে প্রমাণ পেয়ে যায় মুখ্যমন্ত্রীর দপ্তর। সঙ্গে সঙ্গে বিজয় সিংলাকে বরখাস্ত করেন ভগবন্ত মান। বরখাস্তের পরপরই তাঁকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশের দুর্নীতি বিরোধী বিভাগ।
মানের এমন সিদ্ধান্তে অত্যন্ত খুশি দিল্লির মুখ্যমন্ত্রী ও এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এক টুইটে কেজরিওয়াল লিখেছেন, ‘আমরা আপনার জন্য গর্বিত। গোটা দেশ আম আদমি পার্টির জন্য গর্বিত।’
এর আগে, ২০১৫ সালে দুর্নীতির অভিযোগে দিল্লিতে এক মন্ত্রীকে বরখাস্ত করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল নিজেই। পাঞ্জাবে দুর্নীতির দায়ে মন্ত্রীকে বরখাস্তের এএপি নেতাদের দাবি, সারা দেশে আম আদমি পার্টিই কেবল সততার সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। শুধু মুখের কথায়ই নয় কাজেও নিজেদের দায়বদ্ধতার প্রমাণ দিয়ে চলছে প্রতিনিয়ত।
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
২ ঘণ্টা আগেআরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
৩ ঘণ্টা আগেমধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইসরায়েল, লেবানন, সিরিয়া ও ইরানের আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনায় পাইলটদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে সতর্ক করেছে ফ্লাইট অপারেশনস গ্রুপ। সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যের আকাশে যাত্রীবাহী বিমান চলাচল এখন আগের যেকোনো সময়ের তুলনায় নিরাপদ। তবে আন্তর্জাতিক...
৩ ঘণ্টা আগেলেবাননের উদীয়মান নারী ফুটবলার সেলিন হায়দার। কয়েকদিন আগেই জাতীয় নারী ফুটবল দলে ডাক পেয়েছিলেন তিনি। তার স্বপ্ন ছিল আসন্ন ওয়েস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপে লেবাননের জার্সি গায়ে মাঠে নামার। কিন্তু সেই স্বপ্ন এখন অনেক দূরে। ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়ে এখন কোমায় মৃত্যুর সঙ্গে লড়ছেন সেলিন।
৪ ঘণ্টা আগে