ইরানের চর সন্দেহে আরও ৭ জনকে গ্রেপ্তার করল ইসরায়েল

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ১৬: ২০
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৬: ২০

ইরানের চর সন্দেহে আরও ৭ জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। আজ মঙ্গলবার সকালে ইসরায়েলি পুলিশ তাদের গ্রেপ্তার দেখায়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ইরানের হয়ে ইসরায়েলের এক পরমাণুবিজ্ঞানীকে হত্যার পরিকল্পনা করেছিলেন। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইসরায়েলি পুলিশ দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেতের সহায়তায় গত সেপ্টেম্বর মাসে তাদের আটক করে। গ্রেপ্তারকৃত সবাই পূর্ব জেরুসালেমের বাইত সাফাফার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে। গ্রেপ্তার একজনের নাম রামি আলইয়ান। 

পুলিশ জানিয়েছে, প্রথমে রামি আলইয়ান একাই ইরানিদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। পরে তিনি বাকি ছয়জনকে নিয়োগ করেন মিশন পরিচালনার জন্য। রামি আলইয়ান ইসরায়েলের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র কার্যক্রম’ পরিচালনা রার কথা স্বীকার করেছেন। আলইয়ান স্বীকার করেছেন এবং নিশ্চিত করেছেন যে, তাঁর উদ্দেশ্য জাতীয়তাবাদ দ্বারা প্রভাবিত ছিল। তিনি বিশ্বাস করতেন, ইরানিদের সঙ্গে যোগাযোগ তাঁকে আরব সমাজে প্রভাব বাড়াতে সাহায্য করবে। 
 
ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ জানিয়েছে, আগামীকাল বুধবার এই সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করা হবে। সেখানে তাদের বিরুদ্ধে, যুদ্ধের সময় শত্রুদের সহায়তা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ষড়যন্ত্রের অভিযোগ আনা হতে পারে। 

পুলিশ দাবি করেছে, ইরান এসব সন্দেহভাজনদের একটি ‘পরীক্ষামূলক’ মিশন দিয়েছিল। প্রতিটি কাজের জন্য তাদের আলাদা করে অর্থ দেওয়া হয়। এই কাজগুলোর মধ্যে গাড়িতে আগুন দেওয়া, গ্রাফিতি করা এবং গ্রেনেড-গোলাবারুদ কেনা। অভিযুক্তরা ইসরায়েলি পুলিশ বাহিনীর যানবাহন ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল। এই সন্দেহভাজনদের ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের এক মেয়রের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে বলা হয়েছিল। 

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সন্দেহভাজনরা ইরানির সঙ্গে চুক্তিভিত্তিক ‘মূল্য তালিকা’ অনুযায়ী কাজ করছিল। ইসরায়েলের শীর্ষস্থানীয় এক পারমাণবিক বিজ্ঞানীকে হত্যার জন্য তাদের দুই লাখ ইসরায়েলি নতুন শেকেল দেওয়ার কথা বলা হয়েছিল। এ ছাড়া, সেই বিজ্ঞানীর ইনস্টিটিউটের ছবি তোলার জন্য ৫০০ শেকেল পর্যন্ত দেওয়া হতো। 

এর বাইরে, সন্দেহভাজনরা বন্দুক ও সাবমেশিনগান কেনার জন্য প্রায় ১৫ হাজার শেকেল পেয়েছিল। গাড়িতে আগুন লাগানোর জন্য প্রতিটি গাড়ির জন্য প্রায় ২ হাজার শেকেল করে দেওয়া হতো।

বিষয়:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত