অনলাইন ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বক্তব্য দেশটির টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার ও পুনঃপ্রচার নিষিদ্ধ করেছে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)। গতকাল রোববার সরকারি সংস্থাটি এ নির্দেশনা জারি করেছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।
ইমরান খান গতকাল লাহোরে তাঁর জামান পার্কের বাসভবনের বাইরে দলীয় নেতা-কর্মীদের সামনে বক্তব্য দিয়েছেন। বক্তব্যের কয়েক ঘণ্টা পর এ নিষেধাজ্ঞা জারি করে পেমরা। পিটিআই নেতা তাঁর বক্তব্যে নেতা-কর্মীদের উদ্দেশে বলেছিলেন, ‘আমি কখনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামনে মাথা নত করিনি। আপনারাও করবেন না।’ তিনি সরকারি নেতাদের কটাক্ষ করে বলেন, ‘তাঁরা দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন এবং সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া তাঁদের আইনি সুরক্ষা দিয়েছেন।’
ডন জানিয়েছে, পেমরার নিষেধাজ্ঞা আদেশের একটি অনুলিপি তাদের হাতে এসেছে। নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ইমরান খান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তিনি তাঁর বক্তব্যে যেসব অভিযোগ করছেন, তা ভিত্তিহীন ও বিদ্বেষমূলক। তাঁর এসব বক্তব্যে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
এরপর পেমরার আদেশে বলা হয়েছে, ‘উপর্যুক্ত কারণগুলো বিবেচনা করে পেমরা (সংশোধিত) আইন ২০০৭ ও পেমরা অধ্যাদেশ ২০০২ এর ২৭ (এ) ধারা অনুযায়ী কর্তৃপক্ষের ওপর অর্পিত ক্ষমতাবলে সমস্ত স্যাটেলাইট টেলিভিশনে ইমরান খানের বক্তব্য (লাইভ ও রেকর্ড করা) সম্প্রচার ও পুনঃপ্রচার নিষিদ্ধ করা হলো।’
এর আগেও গত বছরের ২১ আগস্ট ইমরান খানের বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা পেমরা। তখন ইমরান খান এক বক্তব্যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) জেবা চৌধুরী এবং ইসলামাবাদ পুলিশের আইজি এবং ডিআইজিকে ‘হুমকি’ দিয়ে বক্তব্য দিয়েছিলেন।
পরে ইমরান খান আদালতের দ্বারস্থ হলে, হাইকোর্ট ওই বছরের ৬ সেপ্টেম্বর নিষেধাজ্ঞাটি বাতিল করে দেন।
এ ঘটনার পাঁচ মাস পর গত বছরের ৫ নভেম্বর পেমরা আবারও ইমরান খানের সংবাদ সম্মেলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এর কয়েক ঘণ্টা পরে অবশ্য সেই নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছিল। তখন তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছিলেন, সরকার গণতান্ত্রিক নীতি এবং মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী।
গতকালের নতুন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বলেছেন, ‘সরকার আতঙ্কিত হয়ে পড়েছে। তারা ইমরানের কণ্ঠকে রুদ্ধ করতে চায়।’ পিটিআই এ নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করতে আদালতে যাবে বলেও জানিয়েছেন তিনি।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বক্তব্য দেশটির টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার ও পুনঃপ্রচার নিষিদ্ধ করেছে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)। গতকাল রোববার সরকারি সংস্থাটি এ নির্দেশনা জারি করেছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।
ইমরান খান গতকাল লাহোরে তাঁর জামান পার্কের বাসভবনের বাইরে দলীয় নেতা-কর্মীদের সামনে বক্তব্য দিয়েছেন। বক্তব্যের কয়েক ঘণ্টা পর এ নিষেধাজ্ঞা জারি করে পেমরা। পিটিআই নেতা তাঁর বক্তব্যে নেতা-কর্মীদের উদ্দেশে বলেছিলেন, ‘আমি কখনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামনে মাথা নত করিনি। আপনারাও করবেন না।’ তিনি সরকারি নেতাদের কটাক্ষ করে বলেন, ‘তাঁরা দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন এবং সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া তাঁদের আইনি সুরক্ষা দিয়েছেন।’
ডন জানিয়েছে, পেমরার নিষেধাজ্ঞা আদেশের একটি অনুলিপি তাদের হাতে এসেছে। নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ইমরান খান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তিনি তাঁর বক্তব্যে যেসব অভিযোগ করছেন, তা ভিত্তিহীন ও বিদ্বেষমূলক। তাঁর এসব বক্তব্যে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
এরপর পেমরার আদেশে বলা হয়েছে, ‘উপর্যুক্ত কারণগুলো বিবেচনা করে পেমরা (সংশোধিত) আইন ২০০৭ ও পেমরা অধ্যাদেশ ২০০২ এর ২৭ (এ) ধারা অনুযায়ী কর্তৃপক্ষের ওপর অর্পিত ক্ষমতাবলে সমস্ত স্যাটেলাইট টেলিভিশনে ইমরান খানের বক্তব্য (লাইভ ও রেকর্ড করা) সম্প্রচার ও পুনঃপ্রচার নিষিদ্ধ করা হলো।’
এর আগেও গত বছরের ২১ আগস্ট ইমরান খানের বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা পেমরা। তখন ইমরান খান এক বক্তব্যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) জেবা চৌধুরী এবং ইসলামাবাদ পুলিশের আইজি এবং ডিআইজিকে ‘হুমকি’ দিয়ে বক্তব্য দিয়েছিলেন।
পরে ইমরান খান আদালতের দ্বারস্থ হলে, হাইকোর্ট ওই বছরের ৬ সেপ্টেম্বর নিষেধাজ্ঞাটি বাতিল করে দেন।
এ ঘটনার পাঁচ মাস পর গত বছরের ৫ নভেম্বর পেমরা আবারও ইমরান খানের সংবাদ সম্মেলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এর কয়েক ঘণ্টা পরে অবশ্য সেই নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছিল। তখন তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছিলেন, সরকার গণতান্ত্রিক নীতি এবং মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী।
গতকালের নতুন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বলেছেন, ‘সরকার আতঙ্কিত হয়ে পড়েছে। তারা ইমরানের কণ্ঠকে রুদ্ধ করতে চায়।’ পিটিআই এ নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করতে আদালতে যাবে বলেও জানিয়েছেন তিনি।
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও সফর করতে পারেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ
৫ ঘণ্টা আগেহেজ ফান্ডের ম্যানেজার স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬২ বছর বয়সী বেসেন্ট, বিনিয়োগকারী সংস্থা ‘কি স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টে’র প্রতিষ্ঠাতা।
৬ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
১০ ঘণ্টা আগেআরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
১১ ঘণ্টা আগে