অনলাইন ডেস্ক
পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতা হারানোয় খুশি বেশির ভাগ পাকিস্তানি। পাকিস্তানি গবেষণা সংস্থা ‘গ্যালাপ পাকিস্তানের’ একটি জরিপের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) সভাপতি শাহবাজ শরিফ। গত সোমবার বিকেলে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে তাঁর পক্ষে ১৭৪টি ভোট পড়ে। এক দিন আগে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান।
গত রোববার টেলিফোনের মাধ্যমে জরিপ চালায় গ্যালাপ পাকিস্তান। যেখানে পাকিস্তানের ১০০ জেলায় এক হাজারের বেশি নারী ও পুরুষ অংশ নেয়। জরিপে দেখা যায়, ইমরান খান ক্ষমতা হারানোয় খুশি ৫৭ শতাংশ পাকিস্তানি। আর ৪৩ শতাংশ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে।
জরিপে বলা হয়, ইমরানের ক্ষমতা হারানোয় খুশি হওয়া বেশির ভাগ লোকের অভিযোগ, সাবেক পাকিস্তানি ক্রিকেট তারকার শাসনামলে সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অক্ষম ছিল। আর যারা অখুশি তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ মনে করেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান একজন সৎ ব্যক্তি ছিলেন।
পাকিস্তানের অর্থনীতির অব্যবস্থাপনার জন্য সমালোচনার মুখে পড়েছিলেন ইমরান খান। তাঁর আমলে মুদ্রাস্ফীতি বেড়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি করেছে। চলতি মাসে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন হয়েছে।
ইমরান খানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করে তাঁকে ক্ষমতা থেকে সরিয়েছে। তবে এটি প্রমাণ হলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতা হারানোয় খুশি বেশির ভাগ পাকিস্তানি। পাকিস্তানি গবেষণা সংস্থা ‘গ্যালাপ পাকিস্তানের’ একটি জরিপের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) সভাপতি শাহবাজ শরিফ। গত সোমবার বিকেলে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে তাঁর পক্ষে ১৭৪টি ভোট পড়ে। এক দিন আগে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান।
গত রোববার টেলিফোনের মাধ্যমে জরিপ চালায় গ্যালাপ পাকিস্তান। যেখানে পাকিস্তানের ১০০ জেলায় এক হাজারের বেশি নারী ও পুরুষ অংশ নেয়। জরিপে দেখা যায়, ইমরান খান ক্ষমতা হারানোয় খুশি ৫৭ শতাংশ পাকিস্তানি। আর ৪৩ শতাংশ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে।
জরিপে বলা হয়, ইমরানের ক্ষমতা হারানোয় খুশি হওয়া বেশির ভাগ লোকের অভিযোগ, সাবেক পাকিস্তানি ক্রিকেট তারকার শাসনামলে সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অক্ষম ছিল। আর যারা অখুশি তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ মনে করেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান একজন সৎ ব্যক্তি ছিলেন।
পাকিস্তানের অর্থনীতির অব্যবস্থাপনার জন্য সমালোচনার মুখে পড়েছিলেন ইমরান খান। তাঁর আমলে মুদ্রাস্ফীতি বেড়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি করেছে। চলতি মাসে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন হয়েছে।
ইমরান খানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করে তাঁকে ক্ষমতা থেকে সরিয়েছে। তবে এটি প্রমাণ হলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
ভারতের দুই রাজ্য মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিছুদিন আগেই। সেই নির্বাচনের ফলাফলে দেখা গেছে, মহারাষ্ট্রে বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সই (এনডিএ) ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তবে ঝাড়খণ্ডে বিজেপির জোট এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত কংগ্রেস ও স্থানী ঝাড়খণ্ড জনমুক্তি
২ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইউক্রেনের রণক্ষেত্রে নতুন হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে। অর্থাৎ, রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাবে।
৪ ঘণ্টা আগেএকজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
১৩ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১৩ ঘণ্টা আগে