অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ছয়জন। স্থানীয় সময় শনিবার ভোরে নিউইয়র্কের স্প্রিং ভ্যালির একটি বাড়িতে আগুনের এ ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, স্থানীয় সময় ভোর ৪টার দিকে ১১৮ লেক স্ট্রিটে দোতলা একটি আবাসিক বাসভবনে আগুন লাগে। পরে জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় রকল্যান্ড কাউন্টির ফায়ার সার্ভিস।
রকল্যান্ড কাউন্টির ফায়ার সার্ভিসের কো-অর্ডিনেটর ক্রিস্টোফার কিয়ার বলেন, বাড়িটিতে প্রবেশের চেষ্টা চালানো হলেও আগুনের পরিস্থিতি ভয়াবহ থাকায় ভেতরে ঢোকা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের শিকার বাড়িটির ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ঝুঁকি বিবেচনায় বাড়ির ভেতরে আটকে পড়া লোকজনকে উদ্ধার করতে ব্যর্থ হন ফায়ার সার্ভিস সদস্যরা। পরে ভবন থেকে পাঁচটি মরদেহ বের করা হয়।
এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। উদ্ধারকাজ পরিচালনার সময় ফায়ার সার্ভিসের এক সদস্যও আহত হন। তাঁকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়। আহত বাকি পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
এদিকে আগুন লাগার কারণ ও সূত্রপাত উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে স্থানীয় পুলিশ। স্প্রিং ভ্যালির পুলিশপ্রধান রিক ওলেসজুক বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে অচিরেই অগ্নিকাণ্ডের কারণ জানতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
যুক্তরাষ্ট্রের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ছয়জন। স্থানীয় সময় শনিবার ভোরে নিউইয়র্কের স্প্রিং ভ্যালির একটি বাড়িতে আগুনের এ ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, স্থানীয় সময় ভোর ৪টার দিকে ১১৮ লেক স্ট্রিটে দোতলা একটি আবাসিক বাসভবনে আগুন লাগে। পরে জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় রকল্যান্ড কাউন্টির ফায়ার সার্ভিস।
রকল্যান্ড কাউন্টির ফায়ার সার্ভিসের কো-অর্ডিনেটর ক্রিস্টোফার কিয়ার বলেন, বাড়িটিতে প্রবেশের চেষ্টা চালানো হলেও আগুনের পরিস্থিতি ভয়াবহ থাকায় ভেতরে ঢোকা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের শিকার বাড়িটির ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ঝুঁকি বিবেচনায় বাড়ির ভেতরে আটকে পড়া লোকজনকে উদ্ধার করতে ব্যর্থ হন ফায়ার সার্ভিস সদস্যরা। পরে ভবন থেকে পাঁচটি মরদেহ বের করা হয়।
এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। উদ্ধারকাজ পরিচালনার সময় ফায়ার সার্ভিসের এক সদস্যও আহত হন। তাঁকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়। আহত বাকি পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
এদিকে আগুন লাগার কারণ ও সূত্রপাত উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে স্থানীয় পুলিশ। স্প্রিং ভ্যালির পুলিশপ্রধান রিক ওলেসজুক বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে অচিরেই অগ্নিকাণ্ডের কারণ জানতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গুপ্তচরবৃত্তির অভিযোগে সরকারি গণমাধ্যমের সাংবাদিককে সাত বছরের কারাদণ্ড দিয়েছে চীন। ডং ইউইউকে যখন গ্রেপ্তার করা হয়, তখন তিনি ‘গুয়াংমিং ডেইলি’ নামের একটি চীনা কমিউনিস্ট পত্রিকার সিনিয়র স্টাফ ছিলেন। এটি চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত প্রধান পাঁচটি পত্রিকার অন্যতম।
৫ ঘণ্টা আগেপাকিস্তানে বিক্ষোভ চলাকালে কনটেইনারের ওপরে নামাজরত এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। ইমরান খানের দল পিটিআই দাবি করেছে, বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর নৃশংসতার একাধিক উদাহরণের মধ্যে এটি সবচেয়ে নির্মম।
৫ ঘণ্টা আগেস্বেচ্ছামৃত্যু বা সহায়ক মৃত্যুকে বৈধ করার একটি প্রস্তাব পাস হয়েছে যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসে সংসদের। দীর্ঘ বিতর্কের পর এ ধরনের মৃত্যুর বিষয়ে বড় ধরনের আইনি পদক্ষেপ নিল দেশটি। প্রস্তাবিত আইন অনুসারে, ছয় মাসের মধ্যে মৃত্যুর সম্ভাবনা আছে, এমন কোনো প্রাপ্তবয়স্ক অন্তিম রোগী নিজেদের জীবন শেষ করতে কর্ত
৬ ঘণ্টা আগেসিরিয়ার সশস্ত্র বিদ্রোহীরা দাবি করেছে, তারা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে প্রবেশ করেছে। শুক্রবার সিএনএন জানিয়েছে, ২০১৬ সালে সরকারি বাহিনী শহরটি পুনর্দখল করেছিল। কিন্তু ৮ বছর পর হঠাৎ করে আবারও এই শহরটিতে ঢুকে পড়েছে অস্ত্রধারীরা।
৬ ঘণ্টা আগে