অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের আটলান্টায় ইসরায়েলি কনস্যুলেটের সামনে গায়ে আগুন ধরিয়ে আত্মহননের চেষ্টা করেছেন ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভকারী। বাধা দিতে গেলে এক নিরাপত্তাকর্মীকে তিনি আহত করেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশ বলছে, স্থানীয় সময় গত শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে কনস্যুলেট ভবনের সামনে এসে দাঁড়ান সেই প্রতিবাদকারী। ফিলিস্তিনের পতাকা বহন করা সেই ব্যক্তি নিজের গায়ে পেট্রল ঢেলে দেন। তাঁকে বাধা দিতে গিয়ে আহত হয়েছেন একজন নিরাপত্তাকর্মী।
আটলান্টার পুলিশপ্রধান ড্যারিন শিয়েরবাউম এক সংবাদ সম্মেলনে বলেন, ফিলিস্তিনপন্থী এই বিক্ষোভকারীর অবস্থা বেশ গুরুতর। নিরাপত্তারক্ষীর শারীরিক অবস্থা সম্পর্কে পরিষ্কারভাবে কিছু বলা হয়নি।
তিনি বলেন, ‘ভবনটি নিরাপদ আছে বলেই আমাদের বিশ্বাস। এখানে আর কোনো হুমকি দেখতে পাচ্ছি না। আমরা বিশ্বাস করি, এটা (আত্মহননের চেষ্টা) ছিল রাজনৈতিক প্রতিবাদের এক চরম মাত্রার কর্মকাণ্ড।’
আটলান্টায় ইসরায়েলের কনস্যুলেট যে ভবনে অবস্থিত, সেখানে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানও রয়েছে।
এফবিআইয়ের আটলান্টা অফিস বলেছে, এ ঘটনার তদন্তে তারা স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করছে। ওয়াশিংটনে কনস্যুলেট এবং ইসরায়েলি দূতাবাস অবশ্য তাৎক্ষণিকভাবে গার্ডিয়ানের করা মন্তব্যের অনুরোধের কোনো জবাব দেয়নি।
এদিকে, শুক্রবার যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় বেড়েছে ইসরায়েলি হামলা। গাজার উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল এমনকি শরণার্থী শিবির—সব জায়গায় চলছে নির্বিচারে গণহত্যা। গত ৭ অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৫ হাজার।
গতকাল শনিবার রাত থেকে আজ রোববার পর্যন্ত গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস ও রাফাহ লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় ৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া, গাজা উপত্যকার নুসিরাত শরণার্থীশিবিরের একাধিক বাড়িতে ইসরায়েলি হামলায় শিশু, নারীসহ অন্তত ১৩ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। গাজার উত্তরে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে অন্তত ১০টি মৃতদেহ।
যুক্তরাষ্ট্রের আটলান্টায় ইসরায়েলি কনস্যুলেটের সামনে গায়ে আগুন ধরিয়ে আত্মহননের চেষ্টা করেছেন ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভকারী। বাধা দিতে গেলে এক নিরাপত্তাকর্মীকে তিনি আহত করেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশ বলছে, স্থানীয় সময় গত শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে কনস্যুলেট ভবনের সামনে এসে দাঁড়ান সেই প্রতিবাদকারী। ফিলিস্তিনের পতাকা বহন করা সেই ব্যক্তি নিজের গায়ে পেট্রল ঢেলে দেন। তাঁকে বাধা দিতে গিয়ে আহত হয়েছেন একজন নিরাপত্তাকর্মী।
আটলান্টার পুলিশপ্রধান ড্যারিন শিয়েরবাউম এক সংবাদ সম্মেলনে বলেন, ফিলিস্তিনপন্থী এই বিক্ষোভকারীর অবস্থা বেশ গুরুতর। নিরাপত্তারক্ষীর শারীরিক অবস্থা সম্পর্কে পরিষ্কারভাবে কিছু বলা হয়নি।
তিনি বলেন, ‘ভবনটি নিরাপদ আছে বলেই আমাদের বিশ্বাস। এখানে আর কোনো হুমকি দেখতে পাচ্ছি না। আমরা বিশ্বাস করি, এটা (আত্মহননের চেষ্টা) ছিল রাজনৈতিক প্রতিবাদের এক চরম মাত্রার কর্মকাণ্ড।’
আটলান্টায় ইসরায়েলের কনস্যুলেট যে ভবনে অবস্থিত, সেখানে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানও রয়েছে।
এফবিআইয়ের আটলান্টা অফিস বলেছে, এ ঘটনার তদন্তে তারা স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করছে। ওয়াশিংটনে কনস্যুলেট এবং ইসরায়েলি দূতাবাস অবশ্য তাৎক্ষণিকভাবে গার্ডিয়ানের করা মন্তব্যের অনুরোধের কোনো জবাব দেয়নি।
এদিকে, শুক্রবার যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় বেড়েছে ইসরায়েলি হামলা। গাজার উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল এমনকি শরণার্থী শিবির—সব জায়গায় চলছে নির্বিচারে গণহত্যা। গত ৭ অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৫ হাজার।
গতকাল শনিবার রাত থেকে আজ রোববার পর্যন্ত গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস ও রাফাহ লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় ৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া, গাজা উপত্যকার নুসিরাত শরণার্থীশিবিরের একাধিক বাড়িতে ইসরায়েলি হামলায় শিশু, নারীসহ অন্তত ১৩ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। গাজার উত্তরে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে অন্তত ১০টি মৃতদেহ।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি)। সম্প্রতি ইসলামাবাদে ইমরান খানের দল পিটিআই-এর বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন বুশরা। এর পর থেকেই তিনি পাকিস্তান জুড়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন।
৩৫ মিনিট আগেসাইবার হামলার কারণে যুক্তরাজ্যের একটি হাসপাতালের কার্যক্রম চলছে কাগজে–কলমে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে উত্তর–পশ্চিম ইংল্যান্ডের হাসপাতালটির আইটি সিস্টেম গত মঙ্গলবার থেকে বন্ধ আছে। এই অবস্থায় দেশটির স্বাস্থ্য সেবা কর্তৃপক্ষ কাগজে–কলমে কাজ চালানোর নির্দেশ দিয়েছে। এই পরিস্থিতি সপ্তাহজুড়ে অব্যাহত...
১ ঘণ্টা আগেমের্কেল তাঁর আত্মজীবনীতে ২০০৭ সালের এই ঘটনার কথা উল্লেখ করে বলেন, ‘আমি পুতিনের মুখ দেখে বুঝতে পারছিলাম তিনি বিষয়টি উপভোগ করছিলেন!’ পুতিন ওই বৈঠকে কুকুরটিকে ‘ক্ষমতার প্রদর্শন’ হিসেবে এনেছিলেন বলেই মনে করেন মের্কেল।
২ ঘণ্টা আগেভারতের উড়োজাহাজ সংস্থা ও বিমানবন্দরগুলো চলতি বছরের ১৪ নভেম্বর পর্যন্ত ৯৯৯টি বোমা হামলার হুমকি পেয়েছে। এর সবগুলোই ছিল ভুয়া। ভারতের পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন, দেশটির বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের উপমন্ত্রী মুরলিধর মোহোল। তিনি বলেছেন, এটি ২০২৩ সালের হুমকির সংখ্যার প্রায় ১০ গুণ।
২ ঘণ্টা আগে