প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট-৩০

গাজী মিজানুর রহমান
প্রকাশ : ২১ এপ্রিল ২০২২, ০৬: ৫২
আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৩: ৪৩

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারী প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আপনাদের প্রস্তুতি এগিয়ে রাখতে নিয়মিত আজকের পত্রিকায় সহায়িকা পাতায় থাকছে ধারাবাহিক মডেল টেস্ট। আজ বাংলা বিষয়ের ওপর একটি চূড়ান্ত মডেল টেস্ট তুলে ধরা হলো:

১। ধাতু কয় প্রকার? 
    ক. ২     খ. ৩ 
    গ. ৪     ঘ. ৫

২। শব্দ ও ধাতুর মূলকে কী বলে? 
    ক. প্রকৃতি            খ. বিভক্তি
    গ. কারক    ঘ. ধাতু

৩। তদ্ধিত প্রত্যয় কয় প্রকার? 
    ক. ২     খ. ৩ 
    গ. ৪     ঘ. ৫ 

৪। ঘর+আমি= ঘরামি। এখানে ‘আমি’ কী? 
    ক. প্রকৃতি    খ. প্রত্যয়
    গ. কৃদন্ত পদ
    ঘ. কোনোটিই নয়

৫। প্রকৃতি কয় প্রকার? 
    ক. ২     খ. ৩ 
    গ. ৪     ঘ. ৫ 

৬। লাপাত্তা কোন উপসর্গ? 
    ক. আরবি    খ. ফারসি
    গ. তৎসম            ঘ. ইংরেজি

৭। ‘নিমরাজি’ এখানে ‘নিম’ কোন উপসর্গ? 
    ক. বাংলা    খ. আরবি
    গ. হিন্দি    ঘ. ফারসি

৮। প্র, পরা, প্রতি কোন ধরনের উপসর্গ? 
    ক. বাংলা    খ. তৎসম
    গ. আরবি    ঘ. হিন্দি

৯। খাটি বাংলা উপসর্গ কয়টি? 
    ক. ২০     খ. ২১ 
    গ. ২২     ঘ. ২৫ 

১০। উপসর্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? 
    ক. শব্দতত্ত্ব            খ. ধ্বনিতত্ত্ব
    গ. বাক্যতত্ত্ব            ঘ. অর্থতত্ত্ব

১১. ‘আমার জ্বর জ্বর লাগছে’। কোন অর্থে দ্বিরুক্তি শব্দ? 
    ক) তীব্রতা            খ) সামান্য
    গ) আধিক্য            ঘ) পরস্পরতা

১২. বিশেষণ পদযোগে দ্বিরুক্ত শব্দ কোনটি? 
    ক) লাল লাল ফুল
    খ) জ্বর জ্বর লাগছে
    গ) গ্রামে গ্রমে যাব
    ঘ) ভাইয়ে ভাইয়ে যুদ্ব

১৩. ডাল-ভাত কোন অর্থে দ্বিরুক্তি হয়েছে? 
    ক) সমার্থক            খ) মিলনার্থক
    গ) বিপরীতার্থক
    ঘ) ভিন্নার্থক

১৪. কোনটি ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
    ক) ঘন-ঘন    খ) ঝম-ঝম
    গ) ভালো-ভালো
    ঘ) রাশি-রাশি

১৫. বই-টই নিয়ে পড়তে বসো। এখানে ‘বই-টই’ কী? 
    ক) যথাদ্বিরুক্তি
    খ) অনুচর দ্বিরুক্তি
    গ) সমার্থক দ্বিরুক্তি
    ঘ) বিপরীতার্থক দ্বিরুক্তি

১৬. ‘দর্শনমাত্র’ কোন সমাস? 
    ক) অব্যয়ীভাব
    খ) ব্যতিহার বহুব্রীহি
    গ) নিত্য সমাস
    ঘ) প্রাদি সমাস

১৭. ‘সহোদর’ কোন সমাস? 
    ক) দ্বন্দ্ব            খ) তৎপুরুষ
    গ) বহুব্রীহি            ঘ) অব্যয়ীভাব

১৮. প্রাদি সমাসের উদাহরণ কোনটি? 
    ক) প্রতিদিন            খ) পরিপূর্ণ
    গ) প্রভাত            ঘ) নবান্ন

১৯. ‘বেহায়া’ কোন সমাস? 
    ক) দ্বন্দ্ব    খ) নিত্য
    গ) বহুব্রীহি            ঘ) অব্যয়ীভাব

২০. ‘বিরানব্বই’ কোন সমাস? 
    ক) দ্বিগু সমাস            খ) বহুব্রীহি সমাস
    গ) নিত্য সমাস 
    ঘ) প্রাদি সমাস

উত্তরমালা-৩০: 
১. খ ২. ক ৩. খ ৪. খ ৫. ক 
৬. ক ৭. ঘ ৮. খ ৯. খ 
১০. ক ১১. খ ১২. ক ১৩. ঘ 
১৪. খ ১৫. খ ১৬. গ ১৭. গ 
১৮. গ ১৯. ঘ ২০. গ।

শিক্ষা সর্ম্পকিত পড়ুন:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত