প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট -২১

গাজী মিজানুর রহমান
প্রকাশ : ১১ এপ্রিল ২০২২, ০৮: ৩৬

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারী প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আপনাদের প্রস্তুতি এগিয়ে রাখতে নিয়মিত আজকের পত্রিকায় সহায়িকা পাতায় থাকছে ধারাবাহিক মডেল টেস্ট। আজ সাধারণ জ্ঞান বিষয়ের ওপর একটি চূড়ান্ত মডেল টেস্ট তুলে ধরা হলো:

১. বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? 
    ক) ১৩৬ নম্বর            খ) ১৩৭ নম্বর
    গ) ১৩৮ নম্বর            ঘ) ১৩৯ নম্বর

২. বাংলাদেশের ‘সংবিধান সংশোধনের’ জন্য কমপক্ষে কতজন সংসদ সদস্যের ভোটের প্রয়োজন? 
    ক) এক-তৃতীয়াংশ
    খ) অর্ধেক
    গ) দুই-তৃতীয়াংশ
    ঘ) সম্পূর্ণ

৩. ২০১১ সালের আগে বাংলাদেশের সংবিধানের তফসিল সংখ্যা কত ছিল?

    ক) ৬টি    খ) ৭টি
    গ) ৪টি    ঘ) ৩টি
৪. বাংলাদেশে সাংবিধানিক কতটি পদ রয়েছে? 
    ক) ৬টি    খ) ৭টি
    গ) ৮টি    ঘ) ৯টি

৫. প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান কে? 
    ক) রাষ্ট্রপতি            খ) স্পিকার
    গ) ডেপুটি স্পিকার
    ঘ) প্রধান বিচারপতি

৬. বাংলাদেশের প্রথম প্রতিরক্ষামন্ত্রী কে?
    ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
    খ) সৈয়দ নজরুল ইসলাম
    গ) তাজউদ্দীন আহমদ
    ঘ) খন্দকার মোশতাক আহমদ

৭. বাংলাদেশের প্রথম গভর্নর কে? 
    ক) এ এস এম সায়েম
    খ) এ এন এম হামিদুল্লাহ
    গ) এ কে খন্দকার
    ঘ) শাহ আব্দুল হামিদ

৮. বাংলাদেশে স্বাধীনতার পর প্রথম ‘ডাকটিকিট’-এর ডিজাইনার কে ছিলেন? 
    ক) বিমান মল্লিক
    খ) পি জে হার্টজ
    গ) বিপি চিতনিশ
    ঘ) এইচ টি ইমাম

৯. বাংলাদেশের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী কে?
    ক) শেখ হাসিনা
    খ) ডা. দীপু মনি
    গ) তাহমিনা খান ডলি
    ঘ) বেগম খালেদা জিয়া

১০. জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের প্রথম মহিলা স্থায়ী প্রতিনিধি কে? 
    ক) ইসমাত জাহান
    খ) বেগম রাজিয়া বানু
    গ) বনানী চৌধুরী
    ঘ) ড. সুফিয়া আহমেদ

১১. বাংলাদেশের প্রথম ‘পানি জাদুঘর’ কোথায় অবস্থিত? 
    ক) ময়মনসিংহ            খ) ঢাকা
    গ) রংপুর            ঘ) পটুয়াখালী

১২. বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয় কবে? 
    ক) ১৭৮০ সালে        খ) ১৮৪০ সালে        গ) ১৯৯০ সালে
    ঘ) ১৬৪০ সালে

১৩. ‘মুসলিম লীগ’ প্রতিষ্ঠা করেন কে? 
    ক) স্যার সলিমুল্লাহ
    খ) ব্রজেন দাশ
    গ) স্যার এ এফ রহমান
    ঘ) জাকারিয়া পিন্টু

১৪. বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে? 
    ক) ৪ ডিসেম্বর, ১৯৭৩ 
    খ) ১৬ ডিসেম্বর, ১৯৭১
    গ) ১৬ ডিসেম্বর, ১৯৭২ 
    ঘ) ২৬ ডিসেম্বর, ১৯৭১

১৫. বার্ডের প্রতিষ্ঠাতা—
    ক) ড. সুসানে গীতি
    খ) স্যার সলিমুল্লাহ
    গ) আখতার হামিদ খান
    ঘ) মোহাম্মদ হানিফ

১৬. বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় কবে? 
    ক) ১৯৭৬ সালে
    খ) ১৯৭৭ সালে
    গ) ১৯৭৪ সালে
    ঘ) ১৯৮১ সালে

১৭. 'Dacca' শব্দের বানান 'Dhaka' তে পরিবর্তন করা হয় সংবিধানের কততম সংশোধনীতে? 
    ক) ৫ম    খ) ৬ষ্ঠ
    গ) ৭ম    ঘ) ৮ম

১৮. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ ‘সংবিধান সংশোধনের’ বিধান আছে? 
    ক) ১৪০ নম্বর    খ) ১৪৩ নম্বর
    গ) ১৪২ নম্বর    ঘ) ১৩৪ নম্বর

১৯. সংবিধানের কততম তফসিল বর্তমানে বিলুপ্ত?
    ক) প্রথম    খ) তৃতীয়
    গ) চতুর্থ    ঘ) দ্বিতীয়

২০. বাংলাদেশে প্রথম ইপিজেড স্থাপিত হয় কোথায়? 
    ক) ঢাকা            খ) সিলেট
    গ) চট্টগ্রাম    ঘ) পাবনা
    
উত্তরমালা-২১: ১. খ ২. গ ৩. গ ৪. ঘ ৫. ক ৬. গ ৭. খ ৮. গ ৯. খ ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. গ ১৬. খ ১৭. ঘ ১৮. গ ১৯. ঘ ২০. গ

শিক্ষা সর্ম্পকিত পড়ুন:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত