গ্ল্যামারের বাইরে কী আছে তাঁদের

জীবনধারা ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৪, ১৬: ৫৯
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৭: ৩৭

বিশ্বের খ্যাতিমান এমন অনেক তারকা আছেন যাঁদের একনামে সবাই চেনে। আবার পড়াশোনা ও বুদ্ধির দিক দিয়েও তাঁদের নাগাল পাওয়া কঠিন। কেউ ছিলেন স্কুলের সেরা শিক্ষার্থী, একসঙ্গে আয়ত্ত করেছেন বেশ কয়েকটি ভাষা। কেউ আবার বইপোকা, সিনেমা করার আগেও একটু পড়াশোনা করে তবেই কাজটা করতে চেয়েছেন। কারও আবার ঝটপট শিখতে পারার ক্ষমতা অসীম। এককথায় যে রাঁধে, সে চুলও বাঁধে। জেনে নিন আন্তর্জাতিক অঙ্গনের এমনই ৫ জন তারকার কথা।

বিশ্বের সেরা সংগীতশিল্পীদের মধ্য়ে অন্যতম শাকিরা। শুধু গায়কিই নয়, জ্ঞানগত জায়গাতেও তাঁকে অনেকের চেয়ে এগিয়ে রাখতে হবে। বিশ্বের বৃহত্তম ও প্রাচীনতম আইকিউ সোসাইটি মেনসা ইন্টারন্যাশনাল পরিচালিত আইকিউ পরীক্ষায় তিনি ১৪০ আইকিউ এর অধিকারী হয়েছিলেন বলে জানা যায়। কলম্বিয়ান এই শিল্পী ইংরেজি, স্প্যানিশ, পর্তুগিজ ও ইতালিয়ান ভাষায় সমানতালে কথা বলতে পারদর্শী। পাশাপাশি কবিতা পড়তেও ভালোবাসেন তিনি। 

এমা ওয়াটসন যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে ইংরেজি সাহিত্যে স্নাতক পাস করেন। পাশাপাশি অক্সফোর্ডেও পড়াশোনা চালিয়ে যান।
 
মেগান মার্কেল ২০০৩ সালে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন। এ ছাড়া তিনি কাপা কাপা গামা সরোরিটির সদস্য। কাপা কাপা গামা সরোরিটি কেকেজি নামেও পরিচিত। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মনমাউথ কলেজে প্রতিষ্ঠিত একটি কলেজিয়েট সরোরিটি। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার দুই লাখ ৬০ হাজারেরও বেশি নারীর সদস্যপদ রয়েছে।

আশির দশকের জনপ্রিয় আমেরিকান সুপারমডেল সিন্ডি ক্রফোর্ড। নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছিলেন তিনি। তার আগে হাইস্কুল পর্যায়ে ছিলেন ছাত্রীদের মধ্য়ে অন্যতম। পরবর্তীতে ‘ভোগ’ ম্যাগাজিনের কভারে তো জায়গা করে নিয়েছেনই, পাশাপাশি সেরা সুপারমডেলদের তালিকায়ও নাম লিখিয়েছেন।  

ব্রিটিশ তারকা কেট বেকিংসেলকে বলা হয় বইপোকা। আমেরিকান অ্যাকশন হরর ফিল্ম সিরিজ ‘আন্ডারওয়ার্ল্ড’ এ কাজ করার আগে তিনি অক্সফোর্ডে ফরাসি ও রুশ সাহিত্যে পড়াশোনা করেছেন। তিনি ফরাসি, রুশ, জার্মান ও ইংরেজি এই চারটি ভাষায় অনর্গল কথা বলতেও পারদর্শী।

সূত্র: এমএসএন ডট কম

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত