নিজস্ব প্রতিবেদক
ঢাকা: শিল্প এলাকায় অস্থিতিশীলতা প্রতিরোধ ও শ্রমিক অসন্তোষ মোকাবিলায় ২০১০ সালের ৩১ অক্টোবর যাত্রা শুরু করে শিল্প পুলিশ। পুলিশের বিশেষায়িত এই ইউনিটটি গঠনের বিষয়ে ২০০৯ সালে সংসদে পরিকল্পনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার শিল্প এলাকায় মোতায়েন থাকবে চার ব্যাটালিয়ন বিজিবি সদস্য। আজ মঙ্গলবার একনেকে এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মন্ত্রী জানান, আজকের বৈঠকে ৫ হাজার ২৩৯ কোটি ৬২ লাখ টাকার নয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে সরকারি অর্থায়ন ৫ হাজার ৪ কোটি ৩৯ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন ২৪৯ কোটি ৯৩ লাখ টাকা।
এই নয়টি প্রকল্পের মধ্যে একটি হলো, ২৩৭ কোটি টাকা ব্যয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘বর্ডার গার্ড বাংলাদেশ এর নব সৃজিত নারায়ণগঞ্জ (৬২ বিজিবি) ব্যাটালিয়নের অবকাঠামোগত বিভিন্ন স্থাপনা নির্মাণ’।
বিজিবির জন্য যে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে সেটিতে বলা হয়েছে, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার ও আব্দুল্লাহপুর এলাকায় চারটি ব্যাটালিয়ন স্থাপন করা হবে।
সীমান্তরক্ষী বাহিনীর জন্য ঢাকার চারপাশে ব্যাটালিয়ন কেন–সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নন বলেন, রাজধানীর আশপাশের শিল্পাঞ্চল এলাকায় শ্রমিক অসন্তোষ ঠেকাতে কুইক রেসপন্স টিম হিসেবে ব্যাটালিয়নগুলো কাজ করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকল্পটির প্রস্তাব করা হয়েছিল। প্রকল্পটির চলতি বছরের জানুয়ারি থেকে ২০২৩ সালে জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে।
ঢাকা: শিল্প এলাকায় অস্থিতিশীলতা প্রতিরোধ ও শ্রমিক অসন্তোষ মোকাবিলায় ২০১০ সালের ৩১ অক্টোবর যাত্রা শুরু করে শিল্প পুলিশ। পুলিশের বিশেষায়িত এই ইউনিটটি গঠনের বিষয়ে ২০০৯ সালে সংসদে পরিকল্পনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার শিল্প এলাকায় মোতায়েন থাকবে চার ব্যাটালিয়ন বিজিবি সদস্য। আজ মঙ্গলবার একনেকে এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মন্ত্রী জানান, আজকের বৈঠকে ৫ হাজার ২৩৯ কোটি ৬২ লাখ টাকার নয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে সরকারি অর্থায়ন ৫ হাজার ৪ কোটি ৩৯ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন ২৪৯ কোটি ৯৩ লাখ টাকা।
এই নয়টি প্রকল্পের মধ্যে একটি হলো, ২৩৭ কোটি টাকা ব্যয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘বর্ডার গার্ড বাংলাদেশ এর নব সৃজিত নারায়ণগঞ্জ (৬২ বিজিবি) ব্যাটালিয়নের অবকাঠামোগত বিভিন্ন স্থাপনা নির্মাণ’।
বিজিবির জন্য যে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে সেটিতে বলা হয়েছে, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার ও আব্দুল্লাহপুর এলাকায় চারটি ব্যাটালিয়ন স্থাপন করা হবে।
সীমান্তরক্ষী বাহিনীর জন্য ঢাকার চারপাশে ব্যাটালিয়ন কেন–সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নন বলেন, রাজধানীর আশপাশের শিল্পাঞ্চল এলাকায় শ্রমিক অসন্তোষ ঠেকাতে কুইক রেসপন্স টিম হিসেবে ব্যাটালিয়নগুলো কাজ করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকল্পটির প্রস্তাব করা হয়েছিল। প্রকল্পটির চলতি বছরের জানুয়ারি থেকে ২০২৩ সালে জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে।
গত ৫ আগস্টের পর থেকে পলাতক ১৮৭ জন পুলিশ সদস্যের বেতন বন্ধ করে দিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণে থানায় মামলা করা হচ্ছে। এমনকি তাঁদের গ্রেপ্তারে আলাদা টিমও গঠন করেছে পুলিশ।
২ ঘণ্টা আগেযুক্তরাজ্যের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত ‘বাংলাদেশ: গণতন্ত্র ও মানবাধিকার সংকট’ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, ৫ আগস্ট দেশত্যাগ না করলে বিক্ষুব্ধ জনতার সহিংসতার শিকার হতে পারতেন হাসিনা। বিস্তারিত জানুন এই
৪ ঘণ্টা আগেদেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
১৪ ঘণ্টা আগে