নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সরকারের কাছে এককালীন অর্থ বরাদ্দ চেয়েছিলেন জেলা প্রশাসকেরা (ডিসি)। কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তাদের এই প্রস্তাব নাকচ করে দিয়েছে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ বুধবার ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান।
এনামুর বলেন, জেলা প্রশাসকেরা প্রস্তাব করেছিলেন গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য আমরা এককালীন অর্থ বরাদ্দ দিতে পারি কিনা। আমরা সেখানে দ্বিমত পোষণ করেছি। আমরা বলেছি, দুই বা তিন কিস্তিতে দিলে কাজের গতি ঠিক থাকে। কাজের মনিটরিং ভালো হয়, কাজের ফলাফলও ভালো হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সুপারিশে কয়েকটি উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি বা ইজিপিপি প্রকল্প বাদ দেওয়া হয়েছে বলে জানান ত্রাণ প্রতিমন্ত্রী। তিনি বলেন, যেখানে দারিদ্র্যের হার ২০ শতাংশের নিচে সেই উপজেলাগুলো আমরা তালিকা থেকে বাদ দিয়েছি। ডিসিরা সেগুলো তালিকাভুক্ত করার অনুরোধ করেছিলেন। আমরা বলেছি, দেশ ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে। যে উপজেলাগুলো উন্নত হবে সেগুলো থেকে আমরা ক্রমান্বয়ে ইজিপিপি প্রকল্প বাদ দেব। পিছিয়ে পড়া উপজেলায় আমরা বেশি করে বিনিয়োগ করব।
পাহাড় ধসের বিষয়ে আগাম সতর্কতা সংকেত দেওয়ার পদক্ষেপ নিতে ডিসিরা প্রস্তাব করেছিলেন। এ বিষয়ে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘এটা আমরা গ্রহণ করছি। আমরা এটা নিয়ে কাজ করব। যাতে পাহাড় ধসে মানুষের মৃত্যু না হয়।’
ত্রাণমন্ত্রী জানান, সাগরে মাছ ধরতে গিয়ে যারা নিখোঁজ হন তাদের আইনি কাঠামো অনুযায়ী যাতে মৃত ঘোষণা করা যায়, সেই প্রস্তাব দিয়েছেন ডিসিরা। আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ডিসিরা ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্র এবং মুজিব কেল্লার সংখ্যা বাড়ানোরও প্রস্তাব দিয়েছেন। বর্তমানে ৭ হাজারের বেশি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে। আরও এক হাজার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছি।
করোনার সময়ে প্রায় ৭ কোটি মানুষকে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া ৩৩৩ নম্বরের মাধ্যমে প্রায় ২২ লাখ মানুষকে মানবিক সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর।
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সরকারের কাছে এককালীন অর্থ বরাদ্দ চেয়েছিলেন জেলা প্রশাসকেরা (ডিসি)। কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তাদের এই প্রস্তাব নাকচ করে দিয়েছে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ বুধবার ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান।
এনামুর বলেন, জেলা প্রশাসকেরা প্রস্তাব করেছিলেন গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য আমরা এককালীন অর্থ বরাদ্দ দিতে পারি কিনা। আমরা সেখানে দ্বিমত পোষণ করেছি। আমরা বলেছি, দুই বা তিন কিস্তিতে দিলে কাজের গতি ঠিক থাকে। কাজের মনিটরিং ভালো হয়, কাজের ফলাফলও ভালো হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সুপারিশে কয়েকটি উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি বা ইজিপিপি প্রকল্প বাদ দেওয়া হয়েছে বলে জানান ত্রাণ প্রতিমন্ত্রী। তিনি বলেন, যেখানে দারিদ্র্যের হার ২০ শতাংশের নিচে সেই উপজেলাগুলো আমরা তালিকা থেকে বাদ দিয়েছি। ডিসিরা সেগুলো তালিকাভুক্ত করার অনুরোধ করেছিলেন। আমরা বলেছি, দেশ ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে। যে উপজেলাগুলো উন্নত হবে সেগুলো থেকে আমরা ক্রমান্বয়ে ইজিপিপি প্রকল্প বাদ দেব। পিছিয়ে পড়া উপজেলায় আমরা বেশি করে বিনিয়োগ করব।
পাহাড় ধসের বিষয়ে আগাম সতর্কতা সংকেত দেওয়ার পদক্ষেপ নিতে ডিসিরা প্রস্তাব করেছিলেন। এ বিষয়ে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘এটা আমরা গ্রহণ করছি। আমরা এটা নিয়ে কাজ করব। যাতে পাহাড় ধসে মানুষের মৃত্যু না হয়।’
ত্রাণমন্ত্রী জানান, সাগরে মাছ ধরতে গিয়ে যারা নিখোঁজ হন তাদের আইনি কাঠামো অনুযায়ী যাতে মৃত ঘোষণা করা যায়, সেই প্রস্তাব দিয়েছেন ডিসিরা। আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ডিসিরা ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্র এবং মুজিব কেল্লার সংখ্যা বাড়ানোরও প্রস্তাব দিয়েছেন। বর্তমানে ৭ হাজারের বেশি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে। আরও এক হাজার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছি।
করোনার সময়ে প্রায় ৭ কোটি মানুষকে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া ৩৩৩ নম্বরের মাধ্যমে প্রায় ২২ লাখ মানুষকে মানবিক সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর।
ফৌজদারি মামলায় কোনো আসামি আদালত থেকে অব্যাহতি পেলেও তিনি পুরোপুরি বিপদমুক্ত হন না। তার বিপদ কিছুটা থেকেই যায়। তবে ফৌজদারি মামলায় চার্জ গঠনের পর খালাস পেলে আসামি বিপদমুক্ত হন। একটি ফৌজদারি মামলা সংক্রান্ত সকল বিচারিক কার্যক্রম সম্পন্ন করেন ম্যাজিস্ট্রেট আদালত কিংবা ম্যাজিস্ট্রেট ও দায়রা আদালত।
৪৪ মিনিট আগেঢাকা-দিল্লি পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হতে পারে। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সিদ্ধান্ত আঞ্চলিক রাজনীতি ও মানবাধিকারের ওপর প্রভাব ফেলবে।
১ ঘণ্টা আগেনবনিযুক্ত মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাগুলো যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। নিরীহ কারও নামে মামলা হলেও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২ ঘণ্টা আগেশিক্ষার্থীদের বিতর্কিত করার পরিকল্পনার বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের উদ্বেগ। সরকারি বিজ্ঞান কলেজে এক অনুষ্ঠানে জুলাই গণ–অভ্যুত্থানের শিক্ষা, আন্দোলনের সুফল এবং তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে বক্তব্য।
২ ঘণ্টা আগে