নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির কাছে নাম পাঠিয়েছে ২৪টি নিবন্ধিত রাজনৈতিক দল। এ ছাড়া ছয়টি পেশাজীবী সংগঠনের কাছ থেকে ই-মেইলের মাধ্যমে দুই শতাধিক প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে।
আজ শুক্রবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা যেসব নিবন্ধিত রাজনৈতিক দলকে নাম প্রস্তাবের আহ্বান করেছিলাম, তাদের মধ্যে ২৪টি দল নাম পাঠিয়েছে। আর ছয়টি পেশাজীবী সংগঠনের কাছ থেকে প্রস্তাব পেয়েছি।’
ব্যক্তিগত পর্যায় থেকে কেমন প্রস্তাব এসেছে, সাংবাদিকেরা জানতে চাইলে যুগ্ম সচিব বলেন, ‘সেটা তো ই-মেইলে এসেছে। ৫টা পর্যন্ত সময় ছিল। সেগুলো আমরা নিয়মমাফিক সমন্বয় করব। আর ই-মেইলে আমরা বেশ সাড়া পেয়েছি। যেটা দেশ-বিদেশ থেকেই অনেকেই ছিলেন।’
মোট কতজনের নাম প্রস্তাব করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে শফিউল আজিম বলেন, ‘সেটার হিসাব এখনো করি নাই। আমরা সব কটি নাম সমন্বয় করে সার্চ কমিটির কাছে উপস্থাপন করব।’
তিনি বলেন, ‘কালকে আমাদের অনুসন্ধান কমিটি বিশিষ্টজনদের সঙ্গে বসবে। যাঁরা বিভিন্ন ক্ষেত্রে প্রখ্যাত ও সবার কাছে শ্রদ্ধেয়, তাঁদের সঙ্গে বেলা ১১টায় মতবিনিময় করবে অনুসন্ধান কমিটি। সেখানে প্রথিতযশা আইনজীবী, শিক্ষাবিদ, প্রশাসনিক কাজে অভিজ্ঞ এবং পেশাজীবী সংগঠনের নেতা এবং যাঁরা নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেন, তাঁরা রয়েছেন। দ্বিতীয় সেশনে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপ করবে সার্চ কমিটি।’
১৩ ফেব্রুয়ারি বিকেল ৪টায় সুশীল সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামরিক ও বেসামরিক ক্ষেত্রের অভিজ্ঞ ও শিক্ষাবিদদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক হবে। পরবর্তী সময়ে সার্চ কমিটির কর্মপন্থা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন যুগ্ম সচিব শফিউল আজিম।
নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির কাছে নাম পাঠিয়েছে ২৪টি নিবন্ধিত রাজনৈতিক দল। এ ছাড়া ছয়টি পেশাজীবী সংগঠনের কাছ থেকে ই-মেইলের মাধ্যমে দুই শতাধিক প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে।
আজ শুক্রবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা যেসব নিবন্ধিত রাজনৈতিক দলকে নাম প্রস্তাবের আহ্বান করেছিলাম, তাদের মধ্যে ২৪টি দল নাম পাঠিয়েছে। আর ছয়টি পেশাজীবী সংগঠনের কাছ থেকে প্রস্তাব পেয়েছি।’
ব্যক্তিগত পর্যায় থেকে কেমন প্রস্তাব এসেছে, সাংবাদিকেরা জানতে চাইলে যুগ্ম সচিব বলেন, ‘সেটা তো ই-মেইলে এসেছে। ৫টা পর্যন্ত সময় ছিল। সেগুলো আমরা নিয়মমাফিক সমন্বয় করব। আর ই-মেইলে আমরা বেশ সাড়া পেয়েছি। যেটা দেশ-বিদেশ থেকেই অনেকেই ছিলেন।’
মোট কতজনের নাম প্রস্তাব করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে শফিউল আজিম বলেন, ‘সেটার হিসাব এখনো করি নাই। আমরা সব কটি নাম সমন্বয় করে সার্চ কমিটির কাছে উপস্থাপন করব।’
তিনি বলেন, ‘কালকে আমাদের অনুসন্ধান কমিটি বিশিষ্টজনদের সঙ্গে বসবে। যাঁরা বিভিন্ন ক্ষেত্রে প্রখ্যাত ও সবার কাছে শ্রদ্ধেয়, তাঁদের সঙ্গে বেলা ১১টায় মতবিনিময় করবে অনুসন্ধান কমিটি। সেখানে প্রথিতযশা আইনজীবী, শিক্ষাবিদ, প্রশাসনিক কাজে অভিজ্ঞ এবং পেশাজীবী সংগঠনের নেতা এবং যাঁরা নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেন, তাঁরা রয়েছেন। দ্বিতীয় সেশনে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপ করবে সার্চ কমিটি।’
১৩ ফেব্রুয়ারি বিকেল ৪টায় সুশীল সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামরিক ও বেসামরিক ক্ষেত্রের অভিজ্ঞ ও শিক্ষাবিদদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক হবে। পরবর্তী সময়ে সার্চ কমিটির কর্মপন্থা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন যুগ্ম সচিব শফিউল আজিম।
ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৬ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৪৪ জন, চট্টগ্রাম বিভাগে...
৩০ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের যে অভিন্ন নদীগুলো রয়েছে সেগুলোর পানির ন্যায্য হিস্যা বাংলাদেশকে দিতে ভারত বাধ্য। পানি না দেওয়ার কোনো যুক্তি নেই। পানির ন্যায্য হিস্যা আদায় করতে ভারতকে রাজনৈতিক, সামাজিকভাবে চাপ দিতে হবে।
১ ঘণ্টা আগেমিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষদের মধ্যে বিভক্তি, কার্যকর নেতৃত্বের অভাব ও রাখাইনে নিবর্তনমূলক তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না ওঠা তাঁদের প্রত্যাবাসনের ক্ষেত্রে অন্যতম বাধা। এমনটাই মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ।
৪ ঘণ্টা আগেসরকারি পর্যায়ে সামাজিক সুরক্ষা কার্যক্রমের বরাদ্দ করা বাজেটের খুব কমই পায় দরিদ্ররা। বিধবা ও স্বামী নিগৃহীতা নারী, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী, চা শ্রমিক, হিজড়া, বেদে ও ক্ষুদ্র গোষ্ঠীর মানুষ যে নগদ অর্থ পায়, তার পরিমাণ খুবই সামান্য। দেখা গেছে, সামাজিক সুরক্ষা কার্যক্রমের বাজেটের অর্ধেক বা তারও বেশি সুব
৪ ঘণ্টা আগে