বিচারবহির্ভূত হত্যার বিচার হওয়া প্রয়োজন: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১৮: ৪৫
মাদারীপুর পৌরসভার হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। ছবি: আজকের পত্রিকা

শেখ হাসিনার বিচার দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ‘প্রতিটি রক্তের ফোটা, হত্যার হুকুমদাতার বিচার হতে হবে। আমরা তরুণ প্রজন্মের ছাত্র-জনতা যা আছি, আমাদের জায়গা থেকে মনে করি, বিচারবহির্ভূত হামলা কিংবা হত্যার জন্য বিচার হওয়া প্রয়োজন।’

আজ রোববার বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগের বিচারের দাবিতে এই গণ জমায়েত। ২০২৪-এ ছাত্র-জনতার অভ্যুত্থানে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য দুই হাজার মানুষকে হত্যা করেছে ক্ষমতা পিপাসুরা। আমাদের প্রায় অর্ধ লাখ ভাই-বোনদের আহত করেছে। এই খুনি হাসিনার বিচার হওয়া উচিত।’

দেশের গুরুত্বপূর্ণ অংশীজনদের কাছে কিছু অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘যারা গণ-অভ্যুত্থানে রক্তাক্ত হয়েছে, নিজের হাত-পা-চোখ হারিয়েছেন, তাঁরা এখনো স্বৈরাচারের উৎপাতে জীবন দিতে প্রস্তুত। আমরা কিন্তু দ্রুত সব ভুলে যাই। আমরা ১৬ বছর ভুলে গিয়ে এখন ৩ মাসের পেছনে লেগেছি। বিগত ১৬ বছরে কী হয়েছে, ওই আন্দোলনের ২৪ দিনে কী হয়েছে। কীভাবে আপনাদের রক্তাক্ত করা হয়েছে। তা শুধু মাত্র আপনাদের স্মৃতিতে থাকলে হবে না। আপনাদের স্মৃতিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। আপনারা না পারলে আমাদের কাছে লিখুন, ছবিগুলো পাঠান। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আমরা সব সংগ্রহ করছি। আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ আপনাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো লিখুন।’

বীর শহীদ ভাইদের পরিবারের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা ভাই, বোন, সন্তান হারিয়েছেন। খুনি হাসিনা কেন, পৃথিবীর কেউ এই ব্যথা বুঝবে না। কোনো কিছুর বিনিময়ে এই ক্ষতিপূরণ করা সম্ভব না। আপনাদের কাছে অনুরোধ, কষ্টগুলো লিখিতভাবে আমাদের কাছে পাঠান। আমরা এগুলো শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর কাছে খুনি হাসিনার নির্মম হত্যাকাণ্ড তুলে ধরতে চাই।’

মিডিয়ার উদ্দেশ্যে সারজিস বলেন, ‘বিগত ১৬ বছরে আপনাদের যা করার কথা ছিল, প্রকাশ করা উচিত ছিল, সেটা করতে পারেননি। আপনাদের নিয়ন্ত্রণ করা হয়েছে। গত ১৬ বছরে যত অপকর্ম হয়েছে সাহস নিয়ে ভয় না করে আপনারা দেশের সামনে তুলে ধরুন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত